আমাদের নিম্ন মধ্যবিত্তের দেশ ভারতের বিভিন্ন প্রান্তে নিম্ন – মধ্যবিত্তের বাস। অধিক মানুষ আজও দারিদ্রসীমার নিচে বাস করে। অর্থের অভাবে বহু মানুষ এখনও শিক্ষা থেকে অনেক দূরে। ইতিমধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারী সংস্থা উদ্যোগ নিয়ে বিভিন্ন মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিকভাবে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। এরকমই আরও একটি স্কলারশিপের সুবিধা নিয়ে এগিয়ে এসেছে TATA Insurance Company। এই স্কলারশিপের অধীনে বাণিজ্য, অর্থনীতি, অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স, ব্যাংকিং, বীমা, ব্যবস্থাপনা, ডেটা সায়েন্স বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণীতে পাঠরত পড়ুয়াদের জন্য এককালীন বৃত্তি দেওয়ার ব্যবস্থা রয়েছে।
আজকের প্রতিবেদনে স্কলারশিপের আবেদন পদ্ধতি সহ কারা আবেদন করতে পারবেন সমস্ত কিছু যেমন বিস্তারিত বলে দেওয়া হবে, তেমনি পোস্টের শেষে আবেদনের সরাসরি লিংকটিও আপনাদের সুবিধার জন্য দেওয়া থাকবে। আপনারা যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই শেষ তারিখের আগে কিন্তু আবেদন করে ফেলবেন।
TATA PARAS Scholarship 2023-24 (টাটা স্কলারশিপ)
TATA insurance একটি যৌথ উদ্যোগে এই কোম্পানি বর্তমানে এশিয়ার বিস্তৃত প্যাসিফিক অঞ্চলে বৃহত্তম ও স্বতন্ত্র তালিকাভুক্ত বীমা এজেন্সির মধ্যে রয়েছে। বিভিন্ন কর্পোরেট সংগঠনের তালিকাতেও শীর্ষে রয়েছে এই কোম্পানি। বিভিন্ন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের সাহায্য করার নব উদ্যোগ নিয়ে এসেছে এই কর্পোরেট সংস্থা।
কোন ক্ষেত্রে কত বৃত্তি পাবেন (Amount)
শ্রেণী | বৃত্তির পরিমান |
স্নাতক স্তরে B.Com., BBA, B.Sc., BA, এবং BBI-এর মতো কোর্সের জন্য | প্রতি বছর 15,000 টাকা |
স্নাতক প্রোগ্রামের প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য | প্রতি বছর 25,000 টাকা |
স্নাতকোত্তর স্তরে বানিজ্য, অর্থনীতি, অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স, ব্যাঙ্কিং, বীমা, ব্যবস্থাপনা, ডেটা সায়েন্স | প্রতি বছর 25,000 টাকা |
আবেদনকারীর যোগ্যতা
১) আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে, ২) প্রার্থীকে পূর্ববর্তী বার্ষিক পরীক্ষায় সর্বনিম্ন ৬০% নম্বর রাখতে হবে, ৩) প্রার্থীকে স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয়ের পেশাদার কোর্সে পাঠরত হতে হবে, ৪) বাৎসরিক আয় ৬ লক্ষের বেশী হওয়া যাবে না।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথি
১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ফটো, ২) জাতীয় পরিচয় পত্র, ৩)পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, ৪) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, ৫) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ৬) স্থায়ী বাসিন্দার প্রমান, ৭)প্রার্থীর পারিবারিক আয়ের প্রমান।
অনলাইনে আবেদনের পদ্ধতি (Online Application Process)
ইচ্ছুক প্রার্থীরা buddy4studyএর অফিসিয়াল পোর্টালে লগইন করে আবেদন করতে পারেন।রেজিস্ট্রেশন না থাকলে ইমেল আইডি ও ফোন নম্বর দিয়ে নাম রেজিস্টার করে নিন।
- এরপর TATA AIA Scholarship অপশনে গিয়ে Apply now বাটন ক্লিক করুন।
- প্রয়োজনীয় তথ্য ও পার্সোনাল ডিটেলস পূরণ করুন।
- প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে দিন।
এরপর আবেদন শেষে সিস্টেম জেনেরেটেড প্রিন্ট আউট নিয়ে রাখুন ভবিষ্যতের জন্য। কোথাও আবেদন পত্র জমা দেওয়ার প্রয়োজন নেই, সমস্ত কিছু প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে।
আবেদনের শেষ তারিখ
ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই ১৫ ই ডিসেম্বরের মধ্যে আবেদন সম্পন্ন করবেন। (TATA PARAS Scholarship 2023 Last Date)।
সবশেষে এটাই বলতে পারি, চলুন না আমরাও দেশের অগ্রগতিতে একটু হলেও ভূমিকা রাখি! হয়ত টাকা দিয়ে তাদের সাহায্য করার ক্ষমতা আমাদের নেই, তবে শেয়ার করে সেই দুঃস্থ ছাত্রছাত্রীদের কাছে এই তথ্যটুকু পৌছে তো দিতেই পারি যাতে তারাও এই সুযোগ সুবিধার থেকে বঞ্চিত না হয়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »