Tata Steel Silver Jubilee Scholarship 2024: ভারতের বিভিন্ন প্রান্তে বহু মেধাবী ও নিম্ন আয় সম্পন্ন ছাত্রছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে বিভিন্ন সরকারি, বেসরকারী ও NGO এর তরফ থেকে স্কলারশিপ, বার্ষিক বৃত্তির ব্যবস্থা করা হয়। এবার টাটা স্টিল এন্ড কোম্পানির তরফ থেকে ছাত্রছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে নয়া স্কলারশিপের স্কিম আনা হয়েছে। অবশ্য এটি নতুন কিছু নয়, প্রত্যেকবারেই টাটা স্টিলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের সহায়তার উদ্দেশ্যে নতুন স্কলারশিপ বা বৃত্তি সংক্রান্ত আইডিয়া উপস্থাপনা করা হয়ে থাকে।
সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন এই স্কলারশিপ প্রকল্পে, কিভাবে আবেদন করবেন কি কি ডকুমেন্টস লাগবে? আবেদনের সরাসরি অনলাইন লিংক পোস্টের শেষে পেয়ে যাবেন, চলুন তাহলে এই স্কলারশিপের বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক –
TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম 2023-24
স্কলারশিপের নাম | TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম 2023-24 |
উদ্যোক্তা | টাটা স্টিল এন্ড কোম্পানি |
আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা | অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান গুলি থেকে আইটিআই / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর স্তরে পাঠনরত থাকতে হবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অবশ্যই ৬০% নম্বর পেতে হবে |
বৃত্তির পরিমাণ | বার্ষিক ১ লক্ষ টাকা |
আবেদনের শেষ তারিখ | ২৪ শে জানুয়ারি, ২০২৪ |
কারা আবেদন করতে পারবেন এই স্কলারশিপে?
১. আবেদনকারীকে নিম্নলিখিত রাজ্যের বাসিন্দা হতে হবে – জামশেদপুর, কলিঙ্গানগর, পান্তনগর, ফরিদাবাদ, পুনে, চেন্নাই, টাডা এবং কলকাতা, তার মানে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা যোগ্য।
২. ইচ্ছুক প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান গুলি থেকে আইটিআই / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর স্তরে পাঠনরত থাকতে হবে। কেবল নিম্নলিখিত বিভাগগুলির থেকে পঠপাঠরত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন।
- নার্সিং
- আন্ডারগ্র্যাজুয়েট মেডিকেল কোর্স যেমন এমবিবিএস, বিডিএস ইত্যাদি।
- স্নাতকোত্তর মেডিকেল কোর্স যে কোন বিশেষীকরণের ক্ষেত্র
- প্যারা-মেডিকেল কোর্স
- আইটিআই এবং ডিপ্লোমা বিষয় যেমন ফিটার, ইলেকট্রিক্যাল, ওয়েল্ডার, নিরাপত্তা ইত্যাদি।
৩. আবেদনকারীদের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে অবশ্যই ৬০% নম্বর পেয়ে রাখতে হবে।
৪. প্রার্থীর বার্ষিক আয় কোনভাবেই ৫ লক্ষের উপরে থাকা বাঞ্ছনীয় নয়।
৫. মেয়েদের, শারীরিক প্রতিবন্ধী ছাত্রদের এবং যারা SC/ST সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীদের সুযোগ দেওয়া হবে।
৬. ক্রীড়াকলাপ ও অন্যান্য শিক্ষা বর্হিভূত কার্যের সঙ্গে যুক্ত ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরো জানুন: শিক্ষাবৃত্তি বা স্কলারশিপ কি? সবাই পাবে ১০০০০ টাকা! মাধ্যমিক-উচ্চমাধ্যমিক টাকা পেতে কত নম্বর লাগবে?
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
১. সরকার-প্রদত্ত পরিচয় প্রমাণ (আধার কার্ড/ভোটার আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড)।
২. চলতি বছরের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণ (ভর্তি রসিদ/প্রতিষ্ঠানের পরিচয়পত্র/বোনাফাইড সার্টিফিকেট)।
৩. পারিবারিক আয়ের প্রমাণ (সরকারি কর্তৃপক্ষের কাছ থেকে আয়ের শংসাপত্র)। ৪. আবেদনকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। ৫. আবেদনকারীর পাসপোর্ট ছবি। ৬. দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট ও সার্টিফিকেট। |
TSDPL Silver Jubilee Scholarship Program Online Application 2023-24 অনলাইন আবেদনের পদ্ধতি
প্রথমে, আবেদনকারীকে রেজিস্টারড আইডি দিয়ে Buddy4study এর অফিসিয়াল সাইটে লগইন করতে হবে। সমস্ত আবেদন পদ্ধতির দায়িত্ব দেয়া হয়েছে এই পোর্টালের উপর।
- রেজিস্টার করা না থাকলে প্রার্থী ফোন নম্বর ও ইমেল আইডি দিয়ে নাম নথিভুক্ত করুন।
- এরপর TSDPL সিলভার জুবিলি স্কলারশিপ প্রোগ্রাম 2023-24 এর আবেদন পৃষ্ঠায় ক্লিক করুন।
- Start Application এ ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করুন ও প্রয়োজনীয় সকল তথ্য নির্ভুলভাবে পূরন করুন। এবং উপরিলিখিত নথিগুলি প্রয়োজনমত স্ক্যান করে আপলোড করুন।
⌂ ⌂ স্কলারশিপ আবেদনের সরাসরি লিংক » Apply Now
[ আমাদের পোর্টালে আরো অনেক স্কলারশিপের আবেদন পদ্ধতির সহ বিস্তারিত দেওয়া রয়েছে, আপনারা চাইলে নিচে অ্যাপ বাটনে “স্কলারশিপ” অপশনে ক্লিক করে পড়তে পারেন।]
আরো জানুন: Kotak Kanya Scholarship: কোটক কন্যা স্কলারশিপ! এই ছাত্রীরা পেল ১.৫ লক্ষ টাকা! এভাবে নাম চেক করুন
‘টার্মস অ্যান্ড কন্ডিশনস’ স্বীকার করুন এবং ‘প্রিভিউ’ এ ক্লিক করে সম্পূর্ণ আবেদনপত্রটি দেখে নিন এবং প্রক্রিয়া সম্পন্ন করতে submit now অপশনে ক্লিক করুন।
স্কলারশিপ টাকার পরিমাণ ও আবেদনের শেষ তারিখ
বৃত্তির পরিমান | এই স্কলারশিপে নির্বাচিত প্রার্থীরা বাৎসরিক ১ লক্ষ টাকা পেতে পারেন যা তারা টিউশন ফি, হোস্টেল ফি, মেস চার্জ বা পড়াশুনা সংক্রান্ত অন্য কোনো চার্জের ক্ষেত্রে ব্যয় করতে পারেন। |
আবেদনের শেষ তারিখ | ইচ্ছুক প্রার্থীরা ২৪ শে জানুয়ারি ২০২৪ এর মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। |
যোগাযোগ | টেলিফোন – 011-430-92248/312 (সোম থেকে শুক্রবার – 10:00AM থেকে 06:00 PM (IST)) ইমেইল – [email protected] |
স্কলারশিপের খবরটি অবশ্যই ছাত্র ছাত্রীদের মধ্যে শেয়ার করে পৌঁছে দেবেন, যাতে যোগ্য ছাত্রছাত্রীরা এদের আবেদন করতে পারে এবং সুবিধা পেতে পারে। যদি আপনি কোন সরকারি স্কলারশিপে ইতিমধ্যে আবেদন করে থাকেন তা সত্ত্বেও এই স্কলারশিপ এর সুবিধা পাবেন কোনো সমস্যা নেই।!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »