TCS ion Career Edge Young Professional Course with Certificate: বর্তমানে দেশের দুর্বল অর্থনীতি ও চাকরির অভাবে বহু বেকারদের পায়ের নিচে মাটি সরে যাওয়ার কারন হয়ে দাড়িয়েছে। ঊচ্চ শিক্ষিত হয়েও চাকরি না পাওয়ার কষ্ট কেবল একজন বেকারই বোঝে। আর তাই চাকরির অনিশ্চয়তার এই বাজারে বর্তমান প্রজন্মের আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ছাত্রছাত্রীদের আরও উন্নত হতে হবে, নিজের কেরিয়ার সফল ও সুনিশ্চিত করতে প্রথমে পরিকল্পনা প্রয়োজন। আর এটাই উপযুক্ত সময় জীবন গড়ে তোলার।
বর্তমান সময়ে লড়তে গেলে ছাত্রছাত্রীদের অনেক পরিবর্তনশীল হতে হবে ও পেশাগত দক্ষতামূলক কোর্সগুলিতে অংশগ্রহণ করতে হবে। আর সেই জন্য বিভিন্ন টেকনিক্যাল কোর্স যেমন Professionalism skill, Communication skills, Collaboration skills, Business skills, Technological ideas ইত্যাদি সার্টিফিকেট কোর্স সম্পূর্ণ বিনামুল্যে করার সুযোগ পাচ্ছেন। এটা কোন মিথ্যা প্রতিশ্রুতি নয়, বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।
TCS Career Edge ফ্রি সার্টিফিকেট কোর্স
ছাত্রছাত্রীদের জন্য অনলাইনে সম্পূর্ণ বিনামুল্যে পেশাভিত্তিক কোর্সের ব্যবস্থা করে দিয়েছে TCS। এখানে ছাত্রছাত্রীরা বিভিন্ন Skill যুক্ত ক্যারিয়ারের উপযুক্ত সার্টিফিকেট কোর্সগুলি করতে পারবে।
ছাত্রছাত্রীদের সম্ভাব্য ভবিষ্যত জীবনের ধারা সুনিশ্চিত করতে ও সঠিক কর্মজীবনের দিশা দেখাতে টাটা দারুন সুযোগ নিয়ে এসেছে।
প্রার্থীদের যোগ্যতা
ছাত্রছাত্রীদের ভবিষ্যত ক্যারিয়ার বিষয়ক industry level skill গড়তে হলে ইচ্ছুক ছাত্রছাত্রীরা যারা আবেদন করতে চান তাদের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে গ্রাজুয়েশন বা স্নাতক পাশ হতে হবে। তবে স্নাতকোত্তর বা উচ্চতর ডিগ্রি ধারী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন।
সম্পূর্ণ কোর্সের সময়সীমা
কোর্সটির মোট সময়সীমা ১৫ দিন অর্থাৎ সম্পূর্ণ ১৫ দিনে কোর্সটি শেষ করানো হবে এবং এই দু সপ্তাহে সাপ্তাহিক ৭ – ২০ ঘন্টা ক্লাসের জন্য সময় ব্যয় করতে হবে। পাশাপাশি সকল ক্লাসগুলি ইংরেজিতে করানো হবে।
কোর্সটিতে কী কী শেখানো হবে
(১) Communication skills এবং presentation skills এর উপর বিশেষ দক্ষতা, (২) Personality Development এর সম্যক ধারনা, (৩) Resume writing এর তৈরী করা ও কর্মক্ষেত্রে এর গুরুত্ব, (৪) Corporate Environment সম্পর্কে ধারনা ও Business Manners এর বাস্তবিক জ্ঞান, এবং (৫) IT এবং Accountings এর হাতে খড়ি, AI বা Artificial Intelligence এর বিষয়ে ধারনা।
কীভাবে সার্টিফিকেট পাবেন
সম্পূর্ণ কোর্সটিতে মোট ১৫ টি মডিউল সমাধান করতে হবে। প্রত্যেক মডিউল শেষে অ্যাসেসমেন্ট থাকবে। কোর্স কমপ্লিট করার পর পরই এই মডিউলগুলি Solve করতে হবে। এরপর আপনার প্রাপ্য অ্যাসেসমেন্টের নম্বরের উপর ভিত্তি করে সার্টিফিকেট দেওয়া হবে যা পরবর্তী কালে ইন্ডাস্ট্রি তে চাকরি পেতে বিশেষ সহায়ক হবে।
কোর্সের বিষয়বস্তু
Accounting, IT skills, Artificial intelligence (AI), Communication skills সহ ১৫ টি মডিউল সম্পূর্ণ কোর্সে করানো হবে। প্রত্যেকটি Topic এর উপর ১- ২ ঘন্টার রেকর্ডিং ভিডিও থাকবে।Presentations, Study material, Recorded – webinar, Self-assessments সহ সম্পূর্ণ বিষয়টি দেখভাল করেন IT বিশেষজ্ঞ ও ইন্ড্রাস্টিয়ালিস্টরা।
অবশ্যই দেখুন » বাড়িতে বসে মোবাইলে সরকারি কাজ করে ঘণ্টায় 1500 টাকা উপার্জন করার সুযোগ! রইল বিস্তারিত তথ্য
এছাড়াও প্রত্যেক মডিউল শেষে Assessment এর ব্যবস্থা আছে ফলে ছাত্রছাত্রীরা Assessment Attend করে নিজেরা নিজেদের learning skill যাচাই করে নিতে পারবে।
সম্পূর্ণ কোর্সটি শেষের পর ছাত্রছাত্রীরা Assesment এর result এর উপর ভিত্তি করে সার্টিফিকেট পাবে যার দরুন ভবিষ্যতে কোন ইন্ডাস্ট্রিতে জয়েনের সময় Professional resume এর সঙ্গে প্রমান স্বরুপ এই সার্টিফিকেট Whom করতে পারবেন।
কীভাবে আবেদন করবেন
ইচ্ছুক প্রার্থীরা TCS ion এর অফিসিয়াল সাইটে ভিজিট করে TCS ions Career Edge – Young Professional এর কোর্সটিতে আবেদন করতে পারেন। সেখানে প্রবেশ করে ‘Create account ‘ অপশনে গিয়ে ক্লিক করলে একটি ওয়েবফর্ম খুলে যাবে। এরপর সমস্ত information দিয়ে ফর্মটি ফিল আপ করে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে।
সরাসরি আবেদন করুন » Apply Now
মিস করবেন না » বাড়িতে বসে মোবাইলে সরকারি কাজ করে ঘণ্টায় 1500 টাকা উপার্জন করার সুযোগ! রইল বিস্তারিত তথ্য
জানিয়ে রাখা ভালো, আবেদনকারী এই কোর্সটি একদম বিনামুল্যে করতে পারবেন। তাই আর দেরী না করে এখনই আবেদন করুন ও আপনার বন্ধু বান্ধবী দেরও তথ্যটি শেয়ার করে দিন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »