ছাত্র-ছাত্রীদের স্কুল ভর্তি নিয়ে বিরাট বড় খবর উঠে এলো রাজ্য সরকারের তরফ থেকে। এর আগে অভিভাবকেরা বাচ্চাদের যেকোনো বয়সে স্কুলে ভর্তি করাতে পারতো কিন্তু এবার থেকে আর যেকোনো বয়সে ইচ্ছামত বাচ্চাদের স্কুলে ভর্তি করাতে পারবে না অভিভাবকেরা।
আগামী শিক্ষাবর্ষ থেকে যেকোনো বয়সের বাচ্চাদের যে কোন ক্লাসে ভর্তি করাতে পারবেন না এক্ষেত্রে নির্দিষ্ট বয়সে শুধুমাত্র নির্দিষ্ট ক্লাসেই ভর্তি করাতে পারবেন। একেবারে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে অষ্টম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তির জন্য বয়সের সময়সীমা বেঁধে দিয়েছেন রাজ্য সরকার।
প্রতিটি নতুন শিক্ষাবর্ষে ভর্তির আগে রাজ্য সরকারের তরফ থেকে স্কুলে ভর্তি সংক্রান্ত একাধিক নির্দেশিকা জারি করা হয়। সেরকম এবারও রাজ্য সরকারের তরফ থেকে বাচ্চারা কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে এ নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে।
বাচ্চার বয়স ৬ বছর থেকে ৭ বছরের মধ্যে হলে তবেই সে প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে। শিক্ষার অধিকার আইন অনুযায়ী ৬ বছর থেকে ১৪ বছর বয়সের বাচ্চারা প্রাথমিক স্কুলে ভর্তি হতে পারবে, এক্ষেত্রে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের বয়সের উর্ধ্বসীমা বাড়ানো হয়েছে। ৬ বছর থেকে ১৮ বছর বয়সের বিশেষভাবে সক্ষম বাচ্চারা প্রাথমিক স্কুলে ভর্তি হতে পারবে।
কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা
রাজ্য সরকারের তরফ থেকে কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হতে পারবে ছাত্রছাত্রীরা এই এই নিয়ে তালিকা প্রকাশ করা হয়েছে। ১ই জানুয়ারি, ২০২৪ সাল অনুযায়ী ছাত্র-ছাত্রীদের ন্যূনতম বয়স কত হলে ছাত্র-ছাত্রীরা কোন ক্লাসে ভর্তি হতে পারবে এই নিয়ে নিচে সম্পূর্ণ তালিকাটি দেওয়া হয়েছে।
ক্লাসের নাম | বয়সের সময়সীমা |
---|---|
প্রাক-প্রাথমিক | নূন্যতম ৫ বছর থেকে ৬ বছরের মধ্যে |
প্রথম শ্রেনী | নূন্যতম ৬ বছর থেকে ৭ বছরের মধ্যে |
দ্বিতীয় শ্রেণী | নূন্যতম ৭ বছর থেকে ৮ বছরের মধ্যে |
তৃতীয় শ্রেণী | নূন্যতম ৮ বছর থেকে ৯ বছরের মধ্যে |
চতুর্থ শ্রেণী | নূন্যতম ৯ বছর থেকে ১০ বছরের মধ্যে |
পঞ্চম শ্রেণী | নূন্যতম ১০ বছর থেকে ১১ বছরের মধ্যে |
ষষ্ঠ শ্রেণী | নূন্যতম ১১ বছর থেকে ১২ বছরের মধ্যে |
সপ্তম শ্রেণী | নূন্যতম ১২ বছর থেকে ১৩ বছরের মধ্যে |
অষ্ঠম শ্রেণী | নূন্যতম ১৩ বছর থেকে ১৪ বছরের মধ্যে |
সরকারি তালিকা | ডাউনলোড PDF |
পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট » https://banglarshiksha.gov.in/
মিস করবেন না » PM Scholarship Scheme: পিএম স্কলারশিপ প্রকল্পে মাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র! জানুন কারা পাবেন?
সরকার স্বীকৃত বিদ্যালয়গুলিতে প্রাথমিকে ভর্তির ক্ষেত্রে বাচ্চাদের কোন প্রকার পরীক্ষা দিয়ে ভর্তি হতে হবে না।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »