Ujjivan Scholarship: বিশেষ ছাত্র-ছাত্রীদের জন্য ৪০ হাজার টাকা স্কলারশিপ! কিভাবে আবেদন দেখে নিন


Ujjivan Small Finance Bank Scholarship 2024-25: ছাত্র-ছাত্রীদের জন্য ফের স্কলারশিপের দুর্দান্ত আপডেট।আমাদের সমাজে সাধারণ স্তরের ছাত্র-ছাত্রীরা গরিব কিংবা মধ্যবিত্ত হোক বিভিন্ন রকম স্কলারশিপের সুযোগ সুবিধা পেয়ে থাকেন। কিন্তু তৃতীয় লিঙ্গের ছাত্র-ছাত্রীরা সমাজ থেকে এবং পড়াশোনা দিক দিয়ে উভয় ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত হন।

নবম থেকে দ্বাদশ শ্রেণী অব্দি পাঠরত তৃতীয় লিঙ্গের পড়ুয়ারা মূলত এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন, আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে এবং কি কি ডকুমেন্টস লাগবে তার বিস্তারিত আমরা এই প্রতিবেদনে আলোচনা করব। তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত থাকতে হবে।

   

Ujjivan Small Finance Bank Transgender Scholarship 2024-25

উজ্জীবনী স্মল ফাইনান্স ব্যাঙ্ক লিমিটেড হল দেশের শীর্ষস্থানীয় ক্ষুদ্র আর্থিক সংস্থা গুলির মধ্যে একটি। তৃতীয় লিঙ্গের পড়াশোনা ক্ষেত্রেও এগিয়ে যাওয়ার জন্য কোন আর্থিক সাহায্য করার মতো সংস্থা বিশেষ এগিয়েও আসে না। আর তাদের পাশেই আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিতে উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে স্কলারশিপ এর সুব্যবস্থা করা হয়েছে।

Eligibility Criteria: স্কলারশিপ এর জন্য যোগ্যতা

১. মূলত তৃতীয় লিঙ্গে পড়ুয়ারা যারা নবম থেকে দ্বাদশ শ্রেণীর মধ্যে অধ্যায়নরত বা বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত তারাও এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।

২. ইচ্ছুক শিক্ষার্থীদের পূর্ববর্তী বার্ষিক পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নাম্বার পেতে হবে। মোট বার্ষিক আয় এর পরিমাণ ১০ লক্ষের নিচে হতে হবে।

বৃত্তির পরিমাণ

নবম থেকে দ্বাদশ শ্রেণী অব্দি২৪ হাজার টাকা
স্নাতক বা স্নাতকোত্তর শ্রেণীর জন্য৪০ হাজার টাকা

প্রার্থীরা এই বৃত্তির অংক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য, প্রাইভেট টিউশনে ফি বাবদ এবং পরীক্ষার আবেদন মূল্য বাবদ খরচ করতে পারেন।

আরো দেখুন: NMMS Exam Result Out: প্রকাশিত হলো অষ্টম শ্রেণীর NMMS ‌ বৃত্তি পরীক্ষার ফলাফল! জেলা ভিত্তিক রেজাল্ট ডাউনলোড করে নিন।

Online Scholarship Application: কিভাবে আবেদন করবেন?

১. আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে buddy4study তে লগইন করে আপনাকে Ujjivan Small Finance Bank Transgender Scholarship 2024-25′ অপশনে ক্লিক করতে হবে।

২. এরপর আবেদন প্রক্রিয়া শুরু করতে start application অপশন এ ক্লিক করুন। অনলাইন আবেদনে প্রয়োজনীয় তথ্যগুলো সঠিক ও সাবধানে পূরণ করুন।

৩. প্রয়োজনীয় তথ্যাদি নির্দিষ্ট সাইজের মধ্যে আপলোড করুন, টার্মস অ্যান্ড কন্ডিশনস একসেপ্ট করুন এবং প্রিভিউ অপশনে ক্লিক করুন।

অফিসের ওয়েবসাইট সহ আবেদন:Apply Link
সমস্ত সরকারি বেসরকারি স্কলারশিপ আপডেটVisit Here

অবশেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে আবেদন পদ্ধতি সম্পন্ন করুন। পরবর্তীকালে সমস্ত বিবরণ এবং নির্বাচিত ছাত্র-ছাত্রীদের ইমেল এর মাধ্যমে যোগাযোগ করে নেওয়া হবে।।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram