UPSC Civil Services Exam 2024 IAS IPS Application Form Fill Up: ফের সম্প্রতি বছরে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রবেশিকা পরীক্ষার দিনসূচি প্রকাশিত হয়েছে। UPSC (Union Public Service Commission) এর তরফ থেকে সম্প্রতি বছরের পরীক্ষার তালিকা প্রকাশিত হয়েছে। প্রতিবছর সমগ্র দেশ থেকে লক্ষ লক্ষ পরীক্ষার্থী প্রার্থী প্রশাসনিক কর্মকর্তা হওয়ার লক্ষ্যে এই UPSC এর প্রবেশিকা পরীক্ষায় বসেন। দেশের সর্বোচ্চ স্তরের কঠিন পরীক্ষাগুলির মধ্যে প্রিলিমিনারি ও মেইনস সহ পরীক্ষাগুলির মধ্যে উল্লেখযোগ্য।
UPSC Civil Services Exam 2024 (সিভিল সার্ভিস পরীক্ষা)
এই বছরে সম্ভাব্য UPSC এর প্রিলিমিনারী হিসেবে ২৬ শে মে তারিখ নির্ধারিত হয়েছে। আর মর্মে গত ১৪ ই ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল অর্থাৎ ১৪ ই ফেব্রুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল এবং এই আবেদনের শেষ তারিখ ৩ ই মার্চ। তবে গত বছরের মত এই বছরেও সম্পূর্ণ পরীক্ষাটি তিনটি ধাপে অনুষ্ঠিত হবে – প্রিলিমিনারি, মেইনস এবং ইন্টারভিউ। ইচ্ছুক প্রার্থীরা প্রিলিমিনারী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর মেইনসে বসতে পারবেন। এই দুটিতে সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর পরীক্ষার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে।
পরীক্ষার্থীদের বয়সসীমা | আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের বয়স অবশ্যই ২১ থেকে ২০২৪ এর ১ ই আগস্টের মধ্যে নূন্যতম ৩২ এর মধ্যে হতে হবে। এই বয়সসীমার উধ্বে বা নিচে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না। তবে সংরক্ষণ শ্রেণীর প্রার্থীদের জন্য বয়সের হেরফের হবে। তফসিলী জাতি ও উপজাতির জন্য বয়সসীমার পার্থক্য থাকবে। |
প্রাথীর শিক্ষাগত যোগ্যতা | ইচ্ছুক আবেদনকারীকে স্বীকৃত বোর্ডের অধীনে কোন বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পাঠরত হতে হবে। এর থেকে উচ্চতর শিক্ষাগত যোগ্যতায় প্রার্থীরাও আবেদন করতে পারেন। |
আরো দেখুন » SSC Exam 2024: কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাসূচি! নতুন বছর কোন মাসে কোন চাকরির পরীক্ষা, দেখে নিন
সর্বোচ্চ কতবার পরীক্ষায় বসতে পারবেন?
যোগ্য ও উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা সর্বোচ্চ ছয়বার পরীক্ষায় বসতে পারেন। এটি কেবল সাধারন স্তরের প্রার্থীদের জন্য। অনগ্রসর শ্রেণী এবং তফসিলী জাতি উপজাতি এর সম্প্রদায়ের পরীক্ষার্থীরা সর্বোচ্চ নয়বার পরীক্ষায় বসতে পারেন।
পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট | https://upsc.gov.in/ |
অফিশিয়াল নোটিফিকেশন | Download PDF |
আবেদনের অনলাইন সরাসরি লিংক | Apply Online |
পরীক্ষার প্রশ্নপত্রের ধরন
মূলত সিভিল সার্ভিস পরীক্ষায় দুটি ধাপে পরীক্ষা সম্পন্ন হবে। প্রথমত প্রিলিমিনারি পরীক্ষায় লিখিত ও মৌখিক উভয় রকমের পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষার মধ্যে SAQ ও LAQ উভয় ধরনের প্রশ্ন থাকবে।
সাধারন স্তরের পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার ধার্য মূল্য ১০০ টাকা। তবে OBC, SC, ST সহ অনগ্রসর ও তফসিলী জাতি উপজাতির জন্য কোন আবেদন ফি থাকবে না। ইচ্ছুক প্রার্থীরা বিশদ জানতে অফিসিয়াল পোর্টাল upsc.gov.in এ আপডেট দেখতে পারেন।
আরও আপডেট »