স্বাগত তোমাদের আজকের নতুন পোস্টে। আশা করি বুঝতেই পারছ আজকের পোস্টটা কতটা গুরুত্বপূর্ণ ও তথ্যমূলক কথা চলেছে। আজকের এই পোস্টে আমি তোমাদের UPSC – এর অন্তর্গত কি কি পরীক্ষা হয়, যোগ্যতাই বা কি রয়েছে ইত্যাদি সমস্ত তথ্য বিস্তারিত জানাতে চলেছি তাই ধৈর্য সহকারে পোস্টটি শেষ পর্যন্ত অবশ্যই পড়বে।
UPSC – এর পুরো কথা হল Union Public Service Commision, যার সদর দপ্তর New Delhi – তে অবস্থিত। এটি Civil Services সহ ভারত সরকারের অন্যান্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য প্রার্থীদের নিয়োগ করে থাকে।
UPSC-এর অন্তর্গত কি কি পরীক্ষা রয়েছে? UPSC Exam List
Civil Services Examination (সিভিল সার্ভিস)
এটি ভারতের অন্যতম কঠিন একটি পরীক্ষা, যা খুব কম সংখ্যক প্রার্থীই উত্তীর্ণ হতে পারে। Civil Services Exam – কে সংক্ষেপে CSE – ও বলা হয়ে থাকে। এই পরীক্ষা 03 টি ধাপে হয়ে থাকে, যথা – Preliminary, Mains এবং Interview। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা IAS, IPS, IFS, IRS – এর মত সম্মানজনক চাকরিতে যোগদান করতে পারে।
শিক্ষাগত যোগ্যতা: অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) হতে হবে।
অবশ্যই দেখবেন: IAS Officer Eligibility, Exam Details: IAS হতে চান? শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা বিস্তারিত
Engineering Services Examination (ইঞ্জিনিয়ারিং সার্ভিস)
Engineering Services Exam – কে ESE – ও বলা হয়ে থাকে। এই পরীক্ষাটির মাধ্যমে Government Of India – এর অন্তর্গত বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সার্ভিসে Officer নিয়োগ হয়ে থাকে। এই পরীক্ষাটি বছরে 01 বার হয়ে থাকে।
শিক্ষাগত যোগ্যতা: যথাযথ বিভাগে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী (BE/BTech) থাকতে হবে।
Combined Geo – Scientists Exam (ভূবিজ্ঞানী)
এই পরীক্ষাকে সংক্ষেপে CGSE বলা হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে আপস যোগ্য প্রার্থীদের Group ‘A’ পদে Geologist, Geophysicist, Chemist এবং Junior Hydro-geologist (Scientist ‘B’) নিয়োগ করে থাকে।
Indian Forest Service Examination (ফরেস্ট সার্ভিস)
Indian Forest Service Examination – কে সংক্ষেপে IFoS বলা হয়ে থাকে। এই পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের Indian Forest Service – এর Officer পদে নিয়োগ করা হয়ে থাকে।
শিক্ষাগত যোগ্যতা: অবশ্যই যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduate) হতে হবে।
IES and ISS Examination (ইকোনমিক্স সার্ভিস ও স্ট্যাটিসটিক্যাল সার্ভিস)
UPSC এই পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের Indian Economic Services এবং Indian Statistical Service – এ নিয়োগ করে থাকে।
Combined Medical Services Examination (মেডিক্যাল সার্ভিস)
এই পরীক্ষাটি CMS Examination নামে সর্বাধিক পরিচিত। UPSC – এই পরীক্ষাটির মাধ্যমে যোগ্য প্রার্থীদের ভারত সরকারের অন্তর্গত Indian Ordnance Factories, Indian Railways, Municipal Corporation of Delhi, New Delhi Municipal Council প্রভৃতিতে নিয়োগ করে থাকে। এই পরীক্ষাটির Notification সাধারণত প্রতিবছর April মাসে বের হয় এবং July – মাসে পরীক্ষা হয়ে থাকে।
CAPF Assistant Commandant Examinations (সেন্ট্রালড আর্মড পুলিশ সার্ভিস অফিসার)
CAPF – এর পুরো কথা হল Central Armed Police Forces। Home Ministry – এর অন্তর্গত CAPF। CAPF – এর Assistant Commandant পদে যোগ্য প্রার্থীদের UPSC পরীক্ষার মাধ্যমে নিয়োগ করে থাকে।
NDA and NA Examination (ন্যাশনাল ডিফেন্স একাডেমী/ নভাল একাডেমী)
National Defence Accademy এবং Naval Accademy – তে যোগ্য প্রার্থীদের UPSC NDA এবং NA Examination – এর মাধ্যমে নিয়োগ করে থাকে।
বিস্তারিত তথ্য: NDA কি? National Defence Academy Eligibility, পরীক্ষার ধাপ
CDS Examination (কম্বাইন ডিফেন্স সার্ভিস)
CDS – এর পুরো কথা হল Combined Defence Services। Indian Military Academy, Officers Training Academy, Indian Naval Academy and Indian Air Force Academy – তে Commissioned Officer recruitment জন্য UPSC এই পরীক্ষাটি নিয়ে থাকে।
বিস্তারিত জানুন: UPSC CDS (Combined Defense Services) ভারতীয় আর্মি, নেভি ও এয়ারফোর্স অফিসার!
CISF AC (EXE) LDCE
Union Public Service Commision এই পরীক্ষার মাধ্যমে CISF – এ Assistant Commandant Executive নিয়োগ করে থাকে।
CBI (DSP) LDCE
CBI – এর পুরো কথা হল Central Bureau of Investigation। CBI – এ DSP পদে যোগ্য প্রার্থীদের নিয়োগ করার জন্য UPSC এই পরীক্ষাটি নিয়ে থাকে।
S.O./Steno (GD-B/GD-I) LDCE
UPSC আয়োজিত অন্যতম একটি পরীক্ষা হল- S.O./Steno (GD-B/GD-I) LDCE, এই পরীক্ষার মাধ্যমে UPSC যোগ্য প্রার্থীদের Section Officer এবং Stenographer পদে নিয়োগ করে থাকে।
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য এবং UPSC অফিসিয়াল ওয়েবসাইট
তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো বিভিন্ন পদে নিয়োগের জন্য UPSC ভিন্ন ভিন্ন পরীক্ষার আয়োজন করে থাকে। তাই স্বাভাবিকভাবেই প্রতিটি পরীক্ষায় সিলেবাস ও যোগ্যতা আলাদা।
বিশেষভাবে বলা প্রয়োজন, পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে গ্র্যাজুয়েশন টা থাকা আবশ্যক। বিশেষ পোস্টের ক্ষেত্রে সেই বিভাগের গ্রাজুয়েশন লাগবে সেগুলোর আলাদা করে উল্লেখ করা হলো না।
তবে যে ক্ষেত্রে পুলিশ সার্ভিস বা ডিফেন্স সার্ভিস রয়েছে সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শারীরিক যোগ্যতা, মেডিকেল ফিটনেস এবং ফিজিক্যাল এফিশিয়েন্সি বাধ্যতামূলক।
UPSC Exam – সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে পেজ ভিজিট কর | Click Here → |
UPSC – এর Official Website এবং নোটিশগুলি দেখতে পারো। | upsc.gov.in |
আজকের এই প্রতিবেদনে UPSC – এর অন্তর্গত কি কি পরীক্ষা রয়েছে তৎসহ সমস্ত তথ্য বিস্তারিত ভাবে তুলে ধরলাম। প্রতিনিয়ত এরকম তথ্যমূলক পোস্ট সবার আগে পাওয়ার জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারো।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -