Vardhman Foundation Scholarship: এই স্কলারশিপে পাবে ২০,০০০ টাকা! কিভাবে আবেদন করতে হবে জানুন

Vardhman Foundation Scholarship

Vardhman Foundation Scholarship 2023-24: প্রত‍্যেক ছাত্রছাত্রীর পাশে দাড়ানো ও তাদের জন‍্য আর্থিক সাহায্যের জন‍্য দীর্ঘদিন ধরে আন্তরিকতার সঙ্গে প্রচেষ্টা চালিয়েছি। বিভিন্ন সরকারি ও বেসরকারী স্কলারশিপের আপডেট ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে চাইলেই দেখতেও পারেন। তবে আজকে আবার একটি নতুন স্কলারশিপ নিয়ে চলে এসেছি ছাত্রছাত্রীদের জন‍্য যার নাম বর্ধমান ফাউন্ডেশন শকুন ওসওয়াল স্কলারশিপ। প্রত‍্যেক ছাত্রছাত্রীরা এতে সর্বোচ্চ ২০০০০ টাকা অবধি আর্থিক সহায়তা পেতে পারেন। কীভাবে আবেদন করবেন, কী কী ডকুমেন্টস লাগবে ও কবে শেষ তারিখ বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।

   

বর্ধমান ফাউন্ডেশন ওসওয়াল স্কলারশিপ

বর্ধমান ফাউন্ডেশন শকুন ওসওয়াল স্কলারশিপ হল বর্ধমান টেক্সটাইল লিমিটেড দ্বারা পরিচালিত। প্রসঙ্গত বলে রাখি, বর্ধমান টেক্সটাইল লিমিটেড হল বাংলায় বড় বড় বস্ত্রশিল্পের মধ‍্যে একটি বিশেষ উল্লেখযোগ্য প্রতিষ্ঠান। দেশের উন্নয়নের স্বার্থে মেধাবী ছাত্রছাত্রীদের সহায়তার উদ্দেশ্যে এই স্কলারশিপের উদ্বোধন করে।

আবেদনকারীর যোগ‍্যতা

১) আবেদনকারীকে দশম (মাধ্যমিক)/দ্বাদশ/আইটিআই কোর্সে পাঠরত হতে হবে। ২) প্রার্থীদের দশম/দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৫০% নম্বর রাখতে হবে। ৩) শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় কোনভাবেই ৬ লক্ষের বেশী হওয়া যাবে না।

বৃত্তির পরিমান: নির্বাচিত প্রার্থীরা বাৎসরিক ২০,০০০ টাকা অবধি আর্থিক সাহায্য পাবেন

আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথি

অনলাইনে স্কলারশিপ আবেদনের পরবর্তীতে নিম্নলিখিত ডকুমেন্টগুলি পিডিএফ আকারে ছাত্র বা ছাত্রীকে আপলোড করতে হবে।

১) আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, ২) দশম/দ্বাদশ বা পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট, ৩) একটি সরকার-প্রদত্ত ঠিকানা প্রমাণ (আধার কার্ড), ৪) সাম্প্রতিক বছরের পারিবারিক আয়ের প্রমানপত্র, ৫) সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমানপত্র, ৬) আবেদনকারীর ব‍্যাঙ্কে পাসবুকের প্রথম পৃষ্ঠার ছবি।

Online Application of Vardhman Foundation Scholarship (আবেদন প্রক্রিয়া)

আপনারা নিজেদের মোবাইল বা স্মার্টফোন অথবা কম্পিউটার থেকে এই স্কলারশিপ এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রথমে, আপনার রেজিস্টারড আইডি দিয়ে Buddy4study তে লগইন করুন এবং যদি রেজিস্টার করা না থাকলে আপনার ইমেল আইডি/ ফোন নম্বর দিয়ে আইডি রেজিস্টার করুন, এরপর ‘বর্ধমান ফাউন্ডেশন শকুন ওসওয়াল স্কলারশিপ‘ অপশনে ক্লিক করুন এবং আবেদন পেজ খুলে যাবে।

  1. আবেদন প্রক্রিয়া শুরু করতে ‘Start Application’ বোতামে ক্লিক করুন।
  2. অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় বিবরণ পূরণ করুন।
  3. প্রয়োজনীয় ডকুমেন্টস গূলো আপলোড করুন।

আবেদন সম্পূর্ন হলে ‘টার্মস এন্ড কন্ডিশনস’ এ ক্লিক করুন এবং প্রিভিউ করে অ‍্যাপ্লিকেশন চেক করে নিন। সব তথ‍্য ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করুন।

অনলাইন আবেদনের সরাসরি লিংক: Apply Now

HDFC Scholarship: এই ব‍্যাঙ্ক প্রত‍্যেক ছাত্রছাত্রীকে দিচ্ছে স্কলারশিপ! টাকা পেতে আজই অনলাইনে আবেদন করুন

আবেদনের শেষ তারিখ (Last Date)

বর্তমানে এই স্কলারশিপের জন্য আবেদনখোলা রয়েছে, প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ৩০ শে নভেম্বর, ২০২৩

আশা করি আমাদের প্রতিদিনের প্রতিবেদনের মাধ‍্যমে অনেক কাঙ্খিত ছাত্রছাত্রীরা সুবিধা পেয়েছেন ও আরও ছাত্রছাত্রীরা সুবিধা পেতে পারেন। পাঠক পাঠিকাদের কাছে অনুরোধ প্রতিবেদনটি শেয়ার করতে ভুলবেন না।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram