Vidyadhan Scholarship: মাধ্যমিক পাশে ১০ হাজার টাকা বিদ্যাধন স্কলারশিপ! অনলাইন আবেদন করতে হবে

Vidyadhan Scholarship Online Apply 2024 Eligibility Documents Form Fill Up

মাধ্যমিক উত্তীর্ণ সমস্ত মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য অত্যন্ত খুশির খবর। রাজ্য ও কেন্দ্র সরকারের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের জন্য একটি জনপ্রিয় বেসরকারি স্কলারশিপ হল বিদ্যধন স্কলারশিপ। মাধ্যমিক পাস ছাত্রছাত্রীরা প্রতিবছর ১০ হাজার টাকা পর্যন্ত পেতে পারে। কারা আবেদন করতে পারবে? কিভাবে আবেদন করবেন? ও কি কি ডকুমেন্টস লাগবে? বিস্তারিত জেনে নিন।

   

বিদ্যাধন স্কলারশিপ (Vidyadhan Scholarship 2024)

সরোজিনী দামোদরন ফাউন্ডেশনের তরফ থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বিদ্যাধন স্কলারশিপ শুরু করা হয়েছে। এই স্কলারশিপ ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর দেওয়া হয়ে থাকে। এই সংস্থা পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ প্রদান করে থাকে।

স্কলারশিপের টাকার পরিমান (Scholarship Amount)

বিদ্যাধন স্কলারশিপে উচ্চ মাধ্যমিক স্তরে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের প্রত্যেক বছর (একাদশ ও দ্বাদশ) ১০,০০০ টাকা পাবে। অর্থাৎ একজন মাধ্যমিক পাশ করে সর্বোচ্চ ২০ হাজার টাকা এই সংস্থার মাধ্যমে অনুদান পেতে পারে।

Vidyadhan Scholarship Eligibility: কি কি যোগ্যতা প্রয়োজন

এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের নিম্নলিখিত যোগ্যতার প্রয়োজন ‌।

  • পড়ুয়াকে অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় ৮০ শতাংশের বেশি নাম্বার নিয়ে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গ বোর্ডের ৫৬০ এর বেশি নম্বর পেতে হবে
  • প্রতিবন্ধী পড়ুয়াদের মাধ্যমিকে ৬৫ শতাংশ নাম্বার থাকলে আবেদন করতে পারবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় দু লক্ষ টাকার কম হতে হবে

আরো দেখবে: Legrand Scholarship: মেয়েদের পড়াশোনার খরচ দেবে এই কোম্পানি! অনলাইনে আবেদন করুন

আবেদন প্রক্রিয়া (Vidyadhan Scholarship Online Apply)

ছাত্র-ছাত্রীরা কিভাবে অনলাইনের মাধ্যমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিদ্যাধন স্কলারশিপের আবেদন করবে সেই পদ্ধতি নিচে সংক্ষিপ্তভাবে বলা রয়েছে।

  • অনলাইনে আবেদন করার জন্য সর্বপ্রথম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। সুবিধার্থে সরাসরি লিঙ্ক দেওয়া থাকবে “Apply Now” অপশনে ক্লিক করতে হবে।
  • এরপর নাম ও ইমেইল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে এবং এ পর্যায়ে একটি পাসওয়ার্ড তৈরি দিয়ে লগইন করতে হবে।
  • এরপর প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে ও এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট ও ছবি আপলোড করতে হবে।
  • সর্বশেষে সম্পূর্ণ আবেদন পত্রটি একবার ভালো করে যাচাই করে নিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। আবেদন প্রক্রিয়া সফল ভাবে সম্পূর্ণ হলে আপনার ইমেল আইডিতে Application Successful এর মেসেজ আসবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট সমূহ (Documents)

এবার দেখে নেওয়া যাক স্কলারশিপে আবেদনের সময় ছাত্রছাত্রীদের কোন কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে।

  • দশম শ্রেণীর মার্কশিট।
  • পরিবারের আয়ের প্রমাণপত্র।
  • পরিচয় প্রমাণপত্র (যেমন: আধার কার্ড, মাধ্যমিকের এডমিট ইত্যাদি)
  • প্রতিবন্ধকতা সার্টিফিকেট (যদি থাকে)।
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটোগ্রাফ।
  • এরসঙ্গে অবশ্যই একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি রাখতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

যেসকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপে আবেদন করবে তাদের অনলাইন টেস্ট এবং ইন্টারভিউ (online test/interview এর মাধ্যমে নির্বাচন করা হবে। যেসকল ছাত্রছাত্রীরা অনলাইন টেস্ট ও ইন্টারভিউতে ভালো স্কোর করে তাদের মেধার পরিচয় দিতে পারবে তারা এই স্কলারশিপের সুবিধা পাবে।

আবেদনের শেষ তারিখ (Last Date)

২০২৪ শিক্ষাবর্ষের জন্য বিদ্যাধন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে এই স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা আগামী 10-জুলাই 2024 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে।

অবশ্যই দেখুন: জগদীশ বসু ন্যাশনাল স্কলারশিপ ৪৮০০০ টাকা, ল্যাপটপ! কিভাবে আবেদন দেখে নিন

যোগাযোগের তথ্য (Help Line Number)

বিদ্যাধন স্কলারশিপ সম্পর্কিত যেকোনো তথ্য জানার জন্য বা কোন সমস্যা হলে তার সমাধান জানতে পড়ুয়ারা হেল্পডেক্স এ যোগাযোগ করতে পারবে। ইমেইল আইডি: [email protected] এবং হেল্পডেস্ক নাম্বার: 9663517131

বিদ্যাধন স্কলারশিপের অফিসিয়াল নোটিফিকেশন Download Pdf
বিদ্যাধন স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট www.vidyadhan.org
আবেদনের ডাইরেক্ট লিংক Apply Now
লাস্ট ডেট ১০.০৭.২০২৪

যেহেতু এটি একটি বেসরকারি স্কলারশিপ তাই এই স্কলারশিপে আবেদনের পাশাপাশি ছাত্র-ছাত্রীরা রাজ্য ও কেন্দ্র সরকারের সরকারি স্কলারশিপ গুলিতেও আবেদন করতে পারবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram