আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন রকম পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় তাদের মধ্যে West Bengal ANM GNM প্রার্থীদের সংখ্যা চোখে পড়বার মতো, উচ্চ মাধ্যমিকের পরবর্তী অধিকাংশ ছাত্রীর চয়েস থাকে নার্সিং। তাই তোমাদের কথা মাথায় রেখেই আজকের এই বিশেষ প্রতিবেদন।
এই প্রতিবেদনে তোমরা West Bengal ANM GNM – পরীক্ষার বিস্তারিত সিলেবাস এবং পরীক্ষার প্যাটার্ন সম্পর্কে জানতে পারবে। তাই তোমাদের মধ্যে যারা পরীক্ষার্থী তারা অবশ্যই গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত পড়বে।
West Bengal ANM GNM Exam Latest Syllabus (সিলেবাস ও বিষয়)
তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি West Bengal Joint Entrance Examinations (WBJEE) Board – এর তত্ত্বাবধানে West Bengal ANM GNM পরীক্ষা হয়ে থাকে। West Bengal ANM GNM পরীক্ষা Objective type (MCQ) – এর হয়ে থাকে।
যে যে Subject – গুলি থেকে West Bengal ANM GNM – পরীক্ষায় প্রশ্ন থাকে সেগুলি হল –
- Life Science
- Physical Science
- Mathematics
- English
- General Knowledge
- Logical Reasoning
ANM GNM Details Syllabus PDF
এই Subject – গুলির কোন কোন Topic Syllabus – এর অন্তর্ভুক্তি তা নিম্নে বিস্তারিত ভাবে ছকের মাধ্যমে তুলে ধরলাম –
Subject | Topic |
---|---|
Life Science | Applied Biology, Methods in Biology. Inheritance Biology, Development Biology, Systems Physiology (Plant and Animal), Ecological Principles, Molecules and their Interaction Relevant to Biology, Cellular Organization, Diversity of Life Forms, Fundamental Processes, Cell Communication and Cell Signaling |
Physical Science | Concerns about our Environment, Structure and Properties of Matter, Atomic Structure-Metallurgy, lonic and Covalent Bonds, Inorganic Chemistry in the Laboratory and Industry, Atomic Nucleus, Mole Concept, Thermal Phenomena, Behavior of Gases, Light, Heat, Current Electricity, Measurement, Force & Motion, Work, Force, Energy, Sound, Chemical Calculations, Separation of Component of Mixtures, Organic Chemistry, Solution, Acids, Bases and Salts, Water, Periodic Table & Periodicity, Electricity and Chemical Reactions |
Mathematics | Number System, Variable, Like and Unlike Fractions, Multiplication and Division, Law of Exponents, integers, Integers on a number line, Word problems on Decimals, Fundamental Theorem, Ratios and Proportion, Percentages, Fraction to Decimal, Geometric Sequence, Surds |
English | List of One Word Substitution, Reading Comprehension, Sentence Rearrangement & Para Jumbles, Adjective Degree of Comparison Rules, List of Homophones / Homonyms, Idioms and Phrases, Rules for Tenses, Sentence Correction Questions, Spotting the Error, Cloze Test, Active and Passive Voice Rules, Article Rules, Direct & Indirect Speech Rules, Precis Writing |
General Knowledge | Indian States and Capitals, Largest & Smallest State/UT of India, Union Territories of India, National Symbols of India, National/ Official Languages in India, Neighboring Countries of India, Dams in India, National Animal of India, Longest Highways in India, Folk Dances of India, National Tree of India, National Parks in India, Longest Rivers in India, List of Waterfalls in India, Wildlife Sanctuaries in India, Longest Bridges in India, List of National Peaks in India, List of High Courts in India |
Logical Reasoning | Syllogisms, Analytical Reasoning, Coding-Decoding, Blood Relations, Direction Sense Test, Alphanumeric Series, Alpha-numeric Series, Venn Diagrams, Clock/Calendar, Logical Games, Seating Arrangements, Order and Ranking. Statements and Conclusions, Puzzles and Arrangements, Classification, Logical Reasoning Set, Assumptions/Courses of Action, Logical Problems, Statements and Arguments, Data Sufficiency |
WB ANM GNM Exam Pattern & Marks: পরীক্ষা প্যাটার্ন ও নম্বর বিভাজন
West Bengal ANM GNM পরীক্ষায় মোট 100 টি প্রশ্ন থাকে এবং মোট সময় হল দেড় ঘন্টা।
তোমাদের জানিয়ে রাখি English এবং Bengali – এই দুটি ভাষায় প্রশ্নপত্র হয়ে থাকে। তোমরা তোমাদের পছন্দমত ভাষায় পরীক্ষায় Appear হতে পারবে।
অন্যান্য সকল পরীক্ষার মতোই West Bengal ANM GNM পরীক্ষার নির্দিষ্ট Exam Pattern রয়েছে, যা নিম্নে একটি ছকের মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরছি –
Subject | Questions (Category: 01 Mark each) | Questions (Category: 02 Marks each) | Total |
Life Science | 30 | 10 | 50 |
Physical Science | 15 | 5 | 25 |
Mathematics | 15 | – | 15 |
English | 10 | – | 10 |
General Knowledge | 10 | – | 10 |
Logical Reasoning | 05 | – | 05 |
Total | 85 | 15 | 115 |
কোন পরীক্ষার প্রস্তুতিতে তার বিগত বছরের প্রশ্ন সমাধান করা যথেষ্ট গুরুত্বপূর্ণ!
পশ্চিমবঙ্গ ANM-GNM পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন উত্তরসহ (PYQ Solution) PDF সংগ্রহ করে নিতে পারেন মাত্র ৩০ টাকাতে 👇
নার্সিং পরীক্ষার Form ফিলাপ আপডেট ও প্রস্তুতির জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন: Join Group →
আশা করছি এই প্রতিবেদন থেকে তোমরা West Bengal ANM GNM – পরীক্ষার সিলেবাস এবং Exam Pattern সহ যাবতীয় তথ্যাদি পেয়ে যাবে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করতে পারো।
আরো দেখবেন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »