WB ANM Nursing College: ANM নার্সিং কলেজ কাউন্সেলিং! সরকারি কলেজ সিট পেতে অবশ্যই দেখে নাও

WB ANM Nursing Counselling College Seat Matrix

সম্প্রতি ANM-GNM এর ফলাফল প্রকাশিত হয়েছে, এবার কাউন্সেলিং সরকারি ভর্তির পালা। কাউন্সেলিং এর প্রথমে যেটা জানতে হবে সেটি হলো সিট ম্যাট্রিক্স অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে ANM-GNM নার্সিং এর জন্য মোট কত সিট রয়েছে? কোন কলেজে হোস্টেল ভাড়া কত?

   

কোন কোন কলেজে হোস্টেল ফেসিলিটি রয়েছে? হোস্টেলে জন্য খরচ বাবদ কত টাকা লাগবে হোস্টেলে থাকা কি বাধ্যতামূলক? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের প্রতিবেদনে তোমরা পেয়ে যাবে। তাই প্রতিবেদনের কোন অংশ মিস না করে অবশ্যই প্রথম থেকে শেষ অব্দি পুরোটা পড়বে।

WB ANM Counselling: কাউন্সেলিং এ কিভাবে সিট গুলি সাজাবে?

কাউন্সেলিং এর সময় কিভাবে সিটগুলি সাজালে পছন্দের এবং বাড়ির সামনের কলেজ পাবে সেই পদ্ধতিটি দেখে নেওয়া যাক।

  • সর্বপ্রথম তোমার বাড়ির কাছের কলেজটিকে প্রথম চয়েস রাখবে।
  • কোন কোন কলেজে হোস্টেলের ফেসিলিটি রয়েছে সেই অনুসারে কলেজগুলোতে সাজাবে।
  • এরপর ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে কোন কলেজে হোস্টেল পাওয়া যাবে।
  • এরপর সেকেন্ড ইয়ারে কোন কলেজে হোস্টেলের সুবিধা পাওয়া যাবে সেই অনুসারে খোঁজখবর নিয়ে কলেজ গুলি পরপর সাজাবে।
  • ANM এর কলেজ তালিকা সম্পন্ন হলে তোমার নিকটবর্তী নার্সিং ট্রেনিং স্কুল থেকেই GNM এর কলেজ গুলিও সাজাবে।
  • যে কলেজে হোস্টেলের সুবিধা নেই সেই কলেজগুলি শেষের দিকে রাখবে।
  • প্রাইভেট কলেজগুলি লিস্টে রাখতেও পারো নাও রাখতে পারো।

অবশ্যই পড়ুন » WB ANM-GNM Cut Off Rank 2024: কত র‍্যাঙ্ক থাকলে জিএনএম নার্সিং ভর্তি হওয়া যাবে? দেখে নাও

WB ANM Nursing College List Seat Matrix: পশ্চিমবঙ্গের সরকারি ANM কলেজের তালিকা এবং সিট সংখ্যা

সিট ম্যাট্রিক্স অনুসারে কোন কোন কলেজ লিস্টে রয়েছে এবং কোন কোন কলেজে হোস্টেল ফেসিলিটি পাওয়া যাবে এক নজরে দেখে নেওয়া যাক।

কলেজের নামজেলাসিট সংখ্যাহোস্টেল
কাকদ্বীপ সাব-ডিস্ট্রিক্ট হসপিটালদক্ষিণ ২৪ পরগনা৬০ফাস্ট ইয়ারে হোস্টেলের কোন ব্যবস্থা নেই সেকেন্ড ইয়ারে হোস্টেলের ব্যবস্থা রয়েছে।
বারাসাত মেডিকেল কলেজে ANM ট্রেনিং স্কুলউত্তর ২৪ পরগনা৭৫ফাস্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে কোন হোস্টেলের ব্যবস্থা নেই, তবে দূর থেকে আসা পড়ুয়ারা সেকেন্ড ইয়ারে হোস্টেলে ব্যবস্থা পেতে পারেন
ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ANM ট্রেনিং স্কুলদক্ষিণ ২৪ পরগনা৫০ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে হোস্টেলের ব্যবস্থা নেই
ডোমকল হসপিটাল মুর্শিদাবাদ ANM ট্রেনিং স্কুলমুর্শিদাবাদ৫০ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের হোস্টেলের কোন ব্যবস্থা নেই।
বেলেঘাটা আইডি হসপিটাল ANM ট্রেনিং স্কুলদক্ষিণ ২৪ পরগনা১০০ফার্স্ট ইয়ারে হোস্টেলের কোন ব্যবস্থা নেই সেকেন্ড ইয়ারে হোস্টেলের ব্যবস্থা রয়েছে।
বিদ্যাসাগর এস পি ANM ট্রেনিং স্কুলদক্ষিণ ২৪ পরগনা৬০ফাস্ট ইয়ারের হোস্টেল ব্যবস্থা নেই সেকেন্ড ইয়ারে রয়েছে।
আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালবর্ধমান৫০ফার্স্ট ইয়ারে হোস্টেলের ব্যবস্থা নেই। সেকেন্ড ইয়ারে হোস্টেলের ব্যবস্থা হয়েছে।
ANM ট্রেনিং স্কুল সিঙ্গুর হুগলিহুগলি১৫০ফার্স্ট ইয়ারে হোস্টেলের ব্যবস্থা নেই সেকেন্ড ইয়ারে হোস্টেলের সুব্যবস্থা রয়েছে।

দেখে নিন » OBC NCL Certificate: কিভাবে বানাবেন? কি কি লাগবে? সমস্ত তথ্য সহ আবেদন পদ্ধতি

হোস্টেল খরচ: হোস্টেলে থাকা কি বাধ্যতামূলক?

অধিকাংশ সরকারি এবং বেসরকারি কলেজেই হোস্টেলের বিশেষ সুবিধা রয়েছে। সরকারি কলেজে মাসিক ১২ টাকা হোস্টেলে থাকা খরচ এবং খাওয়া বাবদ ১৭০০ থেকে ২০০০ টাকা অব্দি খরচ হতে পারে। অন্যদিকে প্রাইভেট নার্সিং কলেজগুলিতে কিংবা মেসে থাকা খাওয়া বাবদ মাসে ৬০০০ থেকে ৮০০০ টাকা অব্দি খরচ হতে পারে।

WBJEE ANM-GNM অফিসিয়াল ওয়েবসাইটwbjeeb.in/anm-gnm

বর্তমানে পশ্চিমবঙ্গ জুড়ে অধিকাংশ সরকারি কলেজ এবং নার্সিং স্কুলগুলিতে হোস্টেলে থাকা এক প্রকার বাধ্যতামূলক করা হয়েছে। তবে উপযুক্ত কারণ বিশেষে ছাত্রছাত্রীরা হোস্টেল থেকে বাইরেও থাকতে পারেন। আজকের এই প্রতিবেদনটি বন্ধু-বান্ধবদের সঙ্গে শেয়ার করে নেবেন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram