নতুন শিক্ষাবর্ষ অর্থাৎ ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে সেন্ট্রালাইজড পোর্টালের মাধ্যমে শুরু হয়েছে কলেজে ভর্তির আবেদনের প্রক্রিয়া। উচ্চমাধ্যমিক পাস রাজ্যের সকল ছাত্র-ছাত্রীরা অভিন্ন পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ শে জুন, ২০২৪ সোমবার এবং আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৭ই জুলাই ২০২৪ তারিখ পর্যন্ত।
কলেজে ভর্তির আবেদন করার পর কবে মেরিট লিস্ট প্রকাশ হবে? কবে কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে? কবে থেকে কলেজের ক্লাস শুরু হবে? পূর্ণাঙ্গ সময়সূচী নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে।
WBCAP College Admission Important Dates: কলেজে ভর্তির পূর্ণাঙ্গ সময়সূচী
কলেজে ভর্তির Phase I এর আবেদন প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আবেদন প্রক্রিয়া শেষ হলেই মেরিট লিস্ট প্রকাশ করা হবে এরপর মেরিট লিস্ট অনুযায়ী যে কলেজ পাবে সেই কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করতে হবে এরপর কলেজের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে ৭ই আগস্ট ২০২৪ তারিখ থেকে।
কলেজে ভর্তির পূর্ণাঙ্গ সময়সূচী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ | |
কলেজে ভর্তির বিভিন্ন ধাপ | গুরুত্বপূর্ণ তারিখ |
কলেজে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা (Registration and Application) | ২৪শে জুন, ২০২৪ থেকে ৭ই জুলাই, ২০২৪। |
কলেজ/প্রতিষ্ঠান-ভিত্তিক এবং কোর্স/প্রোগ্রাম-ভিত্তিক মেধা তালিকা প্রকাশ (Merit lists) | ১২ই জুলাই, ২০২৪। |
কলেজে বরাদ্দ সিট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া (Admission against Seat allotment) | ১২ই জুলাই থেকে ১৮ই জুলাই ২০২৪ |
আপগ্রেড রাউন্ডে প্রতিষ্ঠান-ভিত্তিক এবং কোর্স/প্রোগ্রাম-ভিত্তিক সিট সংখ্যা প্রকাশ (Seat allotment in the Upgrade round) | ২৩ শে জুলাই, ২০২৪। |
আপগ্রেড রাউন্ডে কলেজে বরাদ্দ সিট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া (Admission against Seat allotment in theUpgrade round) | ২৩ থেকে ২৬ শে জুলাই, ২০২৪ |
কলেজে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন (Institute level Physical verification) | ৩০ শে জুলাই থেকে ৬ই আগস্ট। |
২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে (Class will start for new session 2024-25) | ৭ই আগস্ট, ২০২৪। |
দেখে নাও: Top Arts Colleges in Kolkata 2024: BA অনার্স করবে? কলকাতার সেরা কিছু কলেজ জেনে নাও
কলেজে ভর্তির Mop-Up রাউন্ডের ভর্তির সময়সূচি
Phase I এর ভর্তি প্রক্রিয়ার পর কলেজ গুলিতে যে অবশিষ্ট সিট রয়ে যাবে তার জন্য Mop-Up রাউন্ডের ভর্তির আবেদন শুরু হবে ৮ ই আগস্ট থেকে। Mop-Up রাউন্ডের ভর্তির ক্ষেত্রে প্রথম সেমিস্টারের ক্লাসে যোগদান করতে সেপ্টেম্বর মাস সময় লেগে যাবে। এক্ষেত্রে Mop-Up রাউন্ডের পূর্ণাংগা সময়সূচী নিচে দেওয়া হয়েছে।
Mop-Up রাউন্ডের ভর্তির সম্পূর্ণ সময়সূচি | |
Mop-Up রাউন্ডে ভর্তির বিভিন্ন ধাপ | গুরুত্বপূর্ণ তারিখ |
Mop-Up রাউন্ডের রাজ্য জুড়ে প্রতিষ্ঠান-ভিত্তিক এবং কোর্স/প্রোগ্রাম-ভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ (vacancy lists across the State after the completion of the 1st Phase of the Centralised Admission) | ৮ ই আগস্ট, ২০২৪ |
Mop-Up রাউন্ডের জন্য কলেজে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা (Mop-up Phase Registration and Application) | ৮ই আগস্ট থেকে ১৭ই আগস্ট, ২০২৪ |
মেধা তালিকা প্রকাশ (Merit lists Publish) | ২০ই আগস্ট, ২০২৪ |
কলেজে বরাদ্দ সিট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া (Admission against Seat allotment) | ২০ই আগস্ট থেকে ২৩শে আগস্ট, ২০২৪ |
দ্বিতীয় Phaseএ আপগ্রেড রাউন্ডে প্রতিষ্ঠান-ভিত্তিক এবং কোর্স/প্রোগ্রাম-ভিত্তিক সিট সংখ্যা প্রকাশ (Seat allotment in the Upgrade round) | ২৭শে আগস্ট, ২০২৪ |
দ্বিতীয় Phaseএ আপগ্রেড রাউন্ডে কলেজে বরাদ্দ সিট অনুযায়ী ভর্তি প্রক্রিয়া (Admission against Seat allotment in theUpgrade round) | ২৭ থেকে ৩০ শে আগস্ট, ২০২৪ |
Mop-Up রাউন্ডের কলেজের ফিজিক্যাল ভেরিফিকেশন ও ক্লাসে যোগদান (Physical verification and joining Classes) | ৩ থেকে ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
আরও দেখো: Student Helpdesk: প্রতিটি কলেজে স্টুডেন্ট হেল্পডেস্ক! ভর্তি সহ সমস্যার সমাধান পাবে পড়ুয়ারা
যেসকল ছাত্র-ছাত্রী স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে ভর্তি হতে চলেছে তাদের জন্য EduTips Bangla এর পক্ষ থেকে আগাম শুভেচ্ছা ও অভিনন্দন। পরবর্তীতে স্কলারশিপের আপডেট, ক্যারিয়ার গাইড এবং সরকারি ও বেসরকারি চাকরির সন্ধান পেতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »