College Document Verification: কলেজে ভর্তির ডকুমেন্ট ভেরিফিকেশন! কি কি লাগবে? লাস্ট ডেট দেখে নাও

College Document Verification

WBCAP College Admission Document Verification: প্রিয় ছাত্র-ছাত্রীরা তোমরা যারা কলেজে ভর্তির জন্য সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করে ফেলেছ এবং আবেদন ফি ও পেমেন্ট করে ফেলেছ এর মানে কিন্তু এটা নয় যে তুমি পুরোপুরি কলেজে এডমিশন হয়ে গিয়েছো। কলেজে ভর্তির ফাইনাল স্টেপ হলো কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন। তাই তুমি যদি ডকুমেন্ট ভেরিফিকেশন না করো সেন্ট্রালাইজ পোর্টালে আবেদন করে পেমেন্ট করলেও ভর্তি হতে পারবে না।

   

আজকের এই প্রতিবেদনে কলেজ ভর্তির ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত সমস্ত কিছু তথ্য দেওয়া হয়েছে। কবে থেকে ভেরিফিকেশন শুরু হচ্ছে কতদিন পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশন চলবে কি কি কাগজপত্র কলেজে নিয়ে যেতে হবে? এবং তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে কবে ডকুমেন্ট ভেরিফিকেশন? সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হয়েছে।

WB College Admission Documents Verification: কলেজে ভর্তির ডকুমেন্ট ভেরিফিকেশন

রাজ্যের বিভিন্ন কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে ৩১ শে জুলাই, ২০২৪ বুধবার থেকে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়া চলবে আগামী ৬ই আগস্ট, ২০২৪ মঙ্গলবার পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি কোন ছাত্র-ছাত্রী কলেজে গিয়ে ‌ ডকুমেন্ট ভেরিফিকেশন না করিয়ে থাকে তাহলে ওই পড়ুয়ার আবেদনপত্র বাতিল করা হবে। তাই অবশ্যই নির্দিষ্ট তারিখের মধ্যে ডকুমেন্ট ভেরিফিকেশন করিয়ে নিন।

ভেরিফিকেশনের সময় কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে?

কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে যাওয়ার আগে অবশ্যই জানার জরুরি কি কি ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে। সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল অনুযায়ী নিম্নলিখিত ডকুমেন্টগুলি ছাত্রছাত্রীদের কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়ে যেতে হবে।

  • এপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট।
  • কলেজে ভর্তির ফি পেমেন্টের রশিদ।
  • উচ্চমাধ্যমিকের মার্কসিট, রেজিস্ট্রেশন ও এডমিট কার্ড।
  • মাধ্যমিকের মার্কশিট ও অ্যাডমিট
  • SC/ST/OBC সার্টিফিকেট (যদি থাকে)
  • প্রতিবন্ধকতা সার্টিফিকেট (যদি থাকে)
  • আধার কার্ড
  • পাসপোর্ট সাইজ ছবি
  • আইডেন্টিটি প্রুফ হিসেবে যে ডকুমেন্ট সেন্ট্রালাইজ পোর্টালে আপলোড করেছিলে সেই ডকুমেন্টটি। ‌(আধার কার্ড, মাধ্যমিকের এডমিট ইত্যাদি)

প্রতিটি কলেজের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় নথিপত্র একই নাও হতে পারে। তাই অবশ্যই তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমার কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে সেটি ডাউনলোড করে নাও।

অবশ্যই পড়ুন » HS Pass Scholarship 2024: উচ্চমাধ্যমিক পাশের পর স্কলারশিপ চেক! নম্বর দিয়ে স্কলারশিপ চেক করুন

Important Dates: কোন কলেজে কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে?

তুমি যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে কবে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেটা কিভাবে জানতে পারবে এটা নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে। এটা জানার জন্য নিম্নলিখিত ধাপ গুলি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে।

  • প্রথমত তুমি যে কলেজের চান্স পেয়েছো সেই কলেজের নাম লিখে Google, Chrome বাজে কোন ব্রাউজারে সার্চ করতে হবে।
  • এরপর সেই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
  • এরপর কলেজের ওয়েবসাইটের নোটিফিকেশন পেজের মধ্যে ভিজিট করতে হবে।
  • এরপর নোটিফিকেশন সেকশনে “WBCAP College Admission Document Verification Schedule” এ জাতীয় একটি নোটিফিকেশন দেখতে পাবে সেই নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে।

এরপর নোটিফিকেশনের মধ্যে দেওয়া থাকবে ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় কি কি নিয়ে যেতে হবে। এছাড়াও মেজর সাবজেক্ট অনুসারে কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কবে যেতে হবে সেই তারিখটিও দেওয়া থাকবে। এরপর সেখান থেকে তুমি তোমার মেজর সাবজেক্ট অনুযায়ী ডকুমেন্ট ভেরিফিকেশন এর তারিখ জেনে নিতে পারবে।

কলেজে ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। সকল ছাত্র-ছাত্রীদের আগামী কলেজ জীবনের শুভেচ্ছা ও অভিনন্দন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram