২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি কলেজে ডিএলএড প্রাইমারি টিচার্স ভর্তি নোটিফিকেশন বেরিয়েছে। উচ্চমাধ্যমিক পরবর্তী শিক্ষকতার চাকরির ক্ষেত্রে এই কোর্সের বুড়ি মেলা ভার। কিন্তু কারা কারা আবেদন করতে পারবেন, কত টাকা লাগবে, শেষ তারিখতারিখ এবং আবেদনের পদ্ধতি কি জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন।
D.El.Ed কোর্সের ভর্তি শুরু: Westbengal DELED Admission Form Fill Up
কোর্সের নাম | Diploma in Elementary Education |
আবেদনকারীর যোগ্যতা | নুন্যতম দ্বাদশ শ্রেণী পাস |
আবেদনের মূল্য | সাধারণ শ্রেণীর (General) জন্য ১০০০ টাকা অনগ্রসর শ্রেণীর (OBC) জন্য ৭৫০ টাকা তফসিলি জাতি ও উপজাতি (SC/ST/OBC) শ্রেণির জন্য ৫০০ টাকা |
আবেদন শেষের তারিখ | ১৫ ই জুন, ২০২৪ |
সম্ভাব্য কোর্স শুরুর তারিখ | ৮ই জুলাই ,২০২৪ |
আবেদনকারী যোগ্যতা (Eligibility Criteria for DElEd)
বর্তমানে প্রাইমারি টেট পরীক্ষায় বসার জন্য ডি এল এড কোর্স বাধ্যতামূলক করা হয়েছে। আপনার ঠিক কি কি যোগ্যতা থাকলে এই ডি এল এড কোর্সে এডমিশন দিতে পারবেন দেখে নিন –
- ১. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- 2. দ্বাদশ শ্রেণীতে কমপক্ষে ৫০ শতাংশ নাম্বার পেতে হবে।
- 3. প্রার্থীদের অবশ্যই সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফর্ম জমা পদ্ধতি (Application Process for D.El.Ed)
২০২৪ সালে আবেদন করতে হলে প্রার্থীকে প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর আবেদনপত্র সঠিক তথ্য সহকারে পূরণ করে ফাইনাল সাবমিট করতে হবে।
NOTIFICATION
PERTAINING TO ONLINE ADMISSION IN TWO YEAR D. EL. ED. COURSE (REGULAR) FOR THE SESSION 2024-2026 IN INSTITUTES RECOGNIZED BY NCTE & AFFILIATED TO WEST BENGAL BOARD OF PRIMARY EDUCATION.
আবেদন মূল্য (Application Fees)
এই করছে আবেদনের জন্য আবেদন মূল্য থাকছে। সাধারণ শ্রেণীর জন্য আবেদন মূল্য থাকছে ১০০০ টাকা, অনগ্রসর শ্রেণীর জন্য আবেদন মূল্য ৭৫০ টাকা এবং তপশিলি জাতী ও উপজাতি , বিশেষভাবে সক্ষম প্রার্থীদের জন্য আবেদন মূল্য থাকছে ৫০০ টাকা।
অফিসিয়াল নোটিফিকেশন | View PDF |
অনলাইন আবেদনের পোর্টাল | Click Here |
নির্বাচন প্রক্রিয়া (Selection Process)
১. প্রথমে প্রার্থীদের আবেদনের ভিত্তিতে মোট প্রার্থীদের একটি শর্ট লিস্ট বানানো হবে। প্রার্থীদের মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে একটি তালিকা করা হবে এবং বেস্ট অফ ফাইভ বিষয় সর্বোচ্চ নম্বর গ্রহণ করা হবে। এরপর প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।
২. মোট প্রাপ্ত নম্বর অনুযায়ী ফাইনাল লিস্ট (DelEd Merit List) প্রকাশ করা হবে এবং সেই লিস্টের ভিত্তিতে বিভিন্ন কলেজে ভর্তি নেওয়া হবে।
দেখুন: OBC Case Order: সামনে এলো ২১১ পাতার হাইকোর্টের অর্ডার! ৩৭ জনগোষ্ঠী ওবিসি বাতিল, একনজরে দেখে নিন
আবেদনের শেষ তারিখ (Last Date of Application)
২০২৪ -২৬ শিক্ষা বর্ষের জন্য ডিএলএড কোর্সে আবেদনের প্রক্রিয়ায় ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হলো ১৫ই জুন। কাজেই যারা এখনো আবেদন করনি তাড়াতাড়ি আবেদন করে ফেলো। এবার সমগ্র জুন মাস ধরে চলবে প্রার্থী বাছাই প্রক্রিয়া এবং জুলাইয়ের ৮ তারিখে কোর্সের জন্য নির্দিষ্ট ক্লাস শুরু হবে বলে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »