WB Durga Puja Holiday 2024: পূজোর ছুটি কতদিন? কালীপুজো ভাইফোঁটার পর খুলবে স্কুল-কলেজ! দেখে নিন

Westbengal Durga Puja Holiday Duration 2024

Westbengal Puja Holiday 2024: মহালয়া শেষে শুরু হল দেবীপক্ষের আরাধনা। ছোট থেকে বড় স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী থেকে কর্মচারীরা সবাই এই পুজোয় ছুটির জন্য মুখিয়ে থাকেন। দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গে সরকারের তরফ থেকে একটানা অনেকদিন ছুটি ঘোষণা করা হয়ে থাকে। তবে শুধু দুর্গাপূজা নয়, লক্ষ্মীপূজো, কালীপুজো এবং ভাইফোঁটা এই বছরের (Durgapuja 2024) সরকারি নোটিশের কতদিন পূজোর ছুটি পাওয়া যাচ্ছে? জানুন আজকের পোস্টে।

   

পূজো উপলক্ষে সরকারি ছুটি (Puja Holiday Duration 2024 Westbengal)

ছাত্র-ছাত্রীদের দুর্গাপূজা থেকে কালীপূজা পর্যন্ত একটানা ছুটি থাকলেও সরকারি কর্মচারীদের কিন্তু এক টানা ছুটি থাকবে না। অন্যদিকে কলেজ বিশ্ববিদ্যালয় গুলিতে লক্ষ্মীপূজো পর্যন্ত ছুটি থাকবে মাঝে আবার কলেজ খুলে পরবর্তীতে দীপাবলীর জন্য ছুটি দেওয়া হবে। তাই সেক্ষেত্রে তারা দুর্গাপূজা থেকে কালীপূজা পর্যন্ত কোন কোন তারিখে ছুটি পাবে? সরকারি নোটিশের অনুযায়ী সেটি দেখে নেওয়া যাক।

দুর্গা পূজার ছুটি (Durga Puja Holiday 2024)

রাজ্য জুড়ে সর্ববৃহৎ হিন্দুদের মহোৎসব হলো এই দুর্গাপুজো, সরকারি ক্যালেন্ডার অনুসারে দুর্গাপূজা বাবদ চতুর্থী থেকে দশমী অব্দি একটানা ছুটি পাওয়া যাবে। অর্থাৎ ৭ই অক্টোবর থেকেই ছুটি শুরু হবে ১৮ই অক্টোবর পর্যন্ত ছুটি চলবে। ফলে ১৯ কিংবা একুশে অক্টোবরে কর্মচারীদের পুনরায় অফিসে জয়েন করতে হতে পারে।

কোজাগরি লক্ষ্মীপূজোর ছুটি

১৬ই তারিখ অর্থাৎ ১৬ই অক্টোবর কোজাগরি লক্ষ্মী পূজার ছুটি পড়েছে আর পাশাপাশি ১৭ এবং ১৮ই অক্টোবর কর্মচারীরা ছুটি পাবেন, ফলে লক্ষ্মীপূজো বাবদ একটানা ৩ দিন পর্যন্ত ছুটি পাবেন।

গুরুত্বপূর্ণ আপডেট: Puja Vacation Online Class: পুজোর ছুটির মধ্যেই হবে অনলাইন ক্লাস, নোটিশ দিল সংসদ! কবে থেকে দেখে নাও

দীপাবলি, কালীপূজা ভাইফোঁটার ছুটি (Diwali Kalipuja Holiday 2024)

অক্টোবরের শেষের দিকে অর্থাৎ ৩১ শে অক্টোবর কালীপুজো থাকছে এবং পাশাপাশি ১ই নভেম্বর অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে অর্থাৎ কালী পূজা বাবদ দুদিন ছুটি পাওয়া যাবে।

ভাইফোঁটা ক্যালেন্ডার অনুসারে ৩ই নভেম্বর পড়ছে অন্যদিকে ৩ নভেম্বর যেহেতু রবিবার সেজন্য অতিরিক্ত ছুটি বাবদ ৪ই নভেম্বর দেওয়া হচ্ছে অর্থাৎ কর্মচারীরা ভাইফোঁটার বাবদ দুদিন ছুটি পাবেন।

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ছুটির অফিসিয়াল তালিকাCheck Here
ছাত্র-ছাত্রীদের জন্য স্কলারশিপ আপডেটScholarship

অবশ্যই দেখুন: টিউশনি করলেই চাকরি বাতিল! শিক্ষকদের কড়া নির্দেশিকা দিল শিক্ষা সংসদ, দেখে নিন

এই হল সরকারি ক্যালেন্ডার অনুসারে ছুটির তালিকা। সকল সরকারি কর্মচারী থেকে ছাত্রছাত্রীরা এই ছুটি উপভোগ করতে পারবেন তবে প্রাইভেট সংস্থা কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে ছুটির হেরফের হতে পারে। অবশ্যই এইটা সবার মধ্যে শেয়ার করে দিন যাতে সঠিক তথ্য সবার কাছে সঠিক সময়ে পৌঁছে যেতে পারে, পরবর্তী আপডেটের জন্য আমাদের পোর্টালে চোখ রাখুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram