রাজ্য সরকারের “তরুনের স্বপ্ন” প্রকল্পে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে উচ্চ মাধ্যমিক স্তরের ১০ হাজার টাকা এককালীন দেওয়া হয় ট্যাবলেট বা মোবাইল কিনে ডিজিটাল মাধ্যমে পড়াশোনার জন্য। এই বছর একাদশ ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দিতে আনুমানিক ১৫০০ কোটি টাকা খরচ করছে শিক্ষা দফতর। যেখানে পরিকাঠামোর অভাবে রাজ্যের বহু সরকারি স্কুল কার্যত ‘মৃতপ্রায়’, শিক্ষক নেই, সেখানে এই বিপুল অর্থের খরচ নিয়ে প্রশ্ন উঠছে!
শিক্ষকদের উদ্বেগ “ভাঙা ঘরে ট্যাবের আলো!”
অনেক শিক্ষক মনে করেন, আধুনিক শিক্ষা ব্যবস্থায় ট্যাব প্রয়োজনীয় হলেও ঠিকঠাক ক্লাস-ঘর, আধুনিক ল্যাবরেটরি অত্যন্ত জরুরি। যেখানে ন্যূনতম পরিকাঠামোর অভাবে ছাত্র-ছাত্রীরা আধুনিক শিক্ষা থেকে বঞ্চিত সেখানে “ট্যাবের ১০ হাজার টাকা” তো বিলাসিতা। ১৫০০ কোটি টাকা কম্পিউটার ল্যাবরেটরি, ডিজিটাল ল্যাবরেটরি এবং স্মার্ট ক্লাসরুম তৈরির কাজে ব্যবহার করা যেত।
কোভিডের সময় থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাব দেওয়া শুরু হয়। কিন্তু এবারে খরচের পরিমাণ অনেক বেশি। তার কারণ আগের বছর পড়ুয়াদের এখনো টাকা দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর ঘোষণা তে এবারে একাদশের পড়ুয়াদের একইসঙ্গে টাকা দেওয়া হবে।
আরো পড়ুন: বাংলার স্কুলে চালু Holistic Progress Report: একটাই কার্ডে প্রথম থেকে অষ্টম শ্রেণির নম্বর, দেখে নিন
পড়ুয়াদের পরিস্থিতি ও শিক্ষামহলের মতামত
এ বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুযায়ী, একাদশ ও দ্বাদশ মিলিয়ে প্রায় ১৫ লক্ষ পড়ুয়া আছে। তাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা করে জমা দিতে ১৫০০ কোটি টাকা খরচ হচ্ছে।
কিছু শিক্ষক ও সংগঠন মনে করে, ট্যাবের থেকে স্কুলে কম্পিউটার ল্যাবরেটরি এবং মিড-ডে মিলের বরাদ্দ বাড়ানো বেশি প্রয়োজনীয়। তাদের মতে, এই টাকায় স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা যেত।
অবশ্যই দেখুন: প্রাইমারি স্কুলেই পঞ্চম শ্রেণি, দ্বিতীয় ধাপে কাজ শুরু করলো শিক্ষা দপ্তর! আপডেট দেখে নিন
শিক্ষা দফতরের মতে, ডিজিটাল যুগে পড়ুয়াদের হাতে মোবাইল বা ট্যাব থাকা জরুরি। অনলাইন ক্লাস এবং উচ্চ শিক্ষায় এটি কাজে আসবে। তবে, অনেক শিক্ষকের মতে, স্কুলে মোবাইল আনা বারণ, অথচ সরকার নিজেই ট্যাব দিচ্ছে। ইতিমধ্যে স্কুলগুলির তরফ থেকে ছাত্র-ছাত্রীদের তথ্য সংগ্রহের কথা বলা দেয়া হয়েছে। খুব তাড়াতাড়ি সমস্ত কিছু ডিজিটালই আপলোড হয়ে, আগস্ট সেপ্টেম্বর মাসেই ট্যাবের টাকা দেওয়া শুরু হয়ে যেতে পারে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »