পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক সেমিস্টার ভিত্তিক পাঠ্যক্রমের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সিলেবাস প্রকাশিত হয়ে গেছে। আমরা আর্টস, সায়েন্স এবং কমার্স বিভাগের ছাত্রছাত্রীদের জন্য পৃথক পৃথকভাবে সমস্ত সিলেবাস পাবলিশ করে দিয়েছি। যারা এখনো সংগ্রহ করেননি তারা এই পোস্টের সবশেষে পেয়ে যাবেন। আপাতত আগের দিনে আমরা বাংলা সিলেবাস টা দিয়েছিলাম আজকে ইংরেজি সেমিস্টার ভিত্তিক সমস্ত সিলেবাস আপনারা পেয়ে যাবেন, অফিসিয়াল PDF-এর লিংক সব শেষে দেওয়া থাকবে!
WB HS English New Syllabus 2024 Semester System
ইংরেজি বইয়ের সিলেবাসে কি কি পরিবর্তন হয়েছে? তো ইংরেজি বই অর্থাৎ দ্বিতীয় ভাষা বইটির–
- প্রথম সেমিষ্টারে (1st Semester) রয়েছে ৩টি Prose, ৩টি Poetry এবং Rapid Reader -এ আছে ৩টি Sort Story. তার মধ্যে একটি Poetry এবং Rapid Reader -এর ৩টি Sort Story পুরনো সিলেবাসে ছিল।
- এবং দ্বিতীয় সেমিস্টারে (2nd Semester) রয়েছে ৪টি Prose, ২টি Poetry এবং Rapid Reader -এ আছে ৩টি Sort Story. তার মধ্যে ২টি Prose পুরনো সিলেবাসে ছিল।
উচ্চ মাধ্যমিক ইংরেজি সিলেবাস ও প্রশ্ন কাঠামো পিডিএফ ডাউনলোড
নতুন সেমিস্টার সিস্টেমের সিলেবাস অনুযায়ী একাদশ শ্রেণির প্রথম সেমিস্টার (1st Semester) ৪০ নম্বর (40 Marks) বহু বিকল্প ভিত্তিক (MCQ) প্রশ্নের পরীক্ষা হবে এবং দ্বিতীয় সেমিস্টার ৪০ নম্বর (40 Marks) বড় প্রশ্ন বা বিশ্লেষণ ধর্মী প্রশ্ন এবং রাইটিং (LAQ & Writing) এর পরীক্ষা হবে। এছাড়াও এর সাথে রয়েছে ২০ নম্বর (20 Marks) প্রজেক্ট (Project Work)।
তো তোমরা যারা এখনো ইংরেজি পাঠ্যপুস্তকের সিলেবাস ও প্রশ্ন কাঠামোর পিডিএফ ডাউনলোড করোনি তারা নিচে দেওয়া পিডিএফ ডাউনলোড [PDF Download] বাটনে ক্লিক করে তোমাদের বাংলা পাঠ্য পুস্তকের সিলেবাস ডাউনলোড করে নাও।
ইংরেজি সিলেবাস ও প্রশ্ন কাঠামো পিডিএফ ডাউনলোড (WBCHSE English Semester syllabus & Question Pattern pdf) | 1 MB |
PDF DOWNLOAD | ✅️ |
HS Arts, Science, Commerece, Bio-Science সমস্ত সিলেবাস পেয়ে যাবেন এই লিংকে » Visit Page
WBCHSE New Semester English Syllabus 2024-25: ইংরেজি সিলেবাসের পাশাপাশি অন্যান্য সিলেবাস গুলো উপরের লিংকে ক্লিক করলেই সেই পেজের সমস্ত বিভাগের জন্যই দেওয়া রয়েছে। তোমরা পিডিএফ ডাউনলোড করে পারলে প্রিন্ট আউট করে নিতে পারো যাতে তোমাদের সবসময় চোখের সামনে রাখতে সুবিধা হয়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »