WB HS Result Date 2025: উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২৫ কবে প্রকাশিত হবে? WBCHSE Update দেখে নিন

WB HS Result Date 2025 WBCHSE Latest Update

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (HS Exam 2025) পরীক্ষার ফলপ্রকাশ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে যথেষ্ট আগ্রহ রয়েছে। এবছরই শেষবারের মতো বার্ষিক পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হলো, কারণ আগামী বছর থেকে সেমেস্টার (Semester System) পদ্ধতি চালু হবে। সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ইতিমধ্যেই জানিয়েছেন, কবে প্রকাশিত হতে পারে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট (West Bengal HS Result 2025)।

WB HS Result Date 2025: উচ্চমাধ্যমিক ২০২৫ রেজাল্ট প্রকাশের তারিখ

সংসদের তথ্য অনুযায়ী, মে মাসের দ্বিতীয় থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে (Mid-May 2025) উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে পারে।

পরীক্ষা সম্পর্কিত তথ্যবিবরণ
পরীক্ষা শুরু3 মার্চ 2025
পরীক্ষা শেষ18 মার্চ 2025
সম্ভাব্য ফলপ্রকাশ (Expected)মে মাসের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ
নতুন পদ্ধতি২০২৬ সাল থেকে সেমেস্টার ব্যবস্থা

যদিও নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি, তবে WBCHSE (West Bengal Council of Higher Secondary Education) নিশ্চিত করেছে যে মে মাসের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।

উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখার পদ্ধতি: How to Check WB HS Result 2025?

আগের বছরের মত এই বছরেও উচ্চ মাধ্যমিকে সমস্ত নম্বর জমা অনলাইন পোর্টালের মাধ্যমে হবে তো সেক্ষেত্রের দ্রুততার সঙ্গে রেজাল্ট বের করতে পারবে উচ্চ মাধ্যমিক কাউন্সিল। উচ্চমাধ্যমিকের ফলাফল দেখতে শিক্ষার্থীরা নিচের পদ্ধতিগুলি অনুসরণ করতে পারেন:

১. অফিসিয়াল ওয়েবসাইট থেকে (Official Websites)

উচ্চ মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য WBCHSE-এর অফিসিয়াল ওয়েবসাইট সবার আগে রেজাল্ট দেখা যাবে:

২. SMS এর মাধ্যমে (Check via SMS)

পরীক্ষার্থীরা এসএমএসের মাধ্যমেও রেজাল্ট জানতে পারবেন।

উচ্চমাধ্যমিকের পরবর্তী কেরিয়ার প্রস্তুতি:

উচ্চমাধ্যমিক রেজাল্ট সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য (WBCHSE HS Result 2025)

২০২৫ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল মে মাসে প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে। পরীক্ষার্থীরা উপরের পদ্ধতিগুলির মাধ্যমে সহজেই রেজাল্ট দেখতে পারবেন।

  • খাতা দেখার ক্ষেত্রে শিথিলতা: WBCHSE সভাপতি জানিয়েছেন, ২০২৫ সালে খাতা মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষকদের উদার হতে বলা হয়েছে।
  • পরীক্ষার্থীর সংখ্যা কমেছে: এবছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ২ লক্ষ ৮০ হাজার কম

অবশ্যই দেখবেন: HS Pass Govt Job: উচ্চমাধ্যমিক পাশে কি কি সরকারি চাকরি আছে? সম্পূর্ণ তালিকা

নতুন পরীক্ষা পদ্ধতি: ২০২৬ সাল থেকে উচ্চ মাধ্যমিকে সেমেস্টার পদ্ধতি ও OMR ভিত্তিক পরীক্ষা চালু হবে। আরও আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram