রাজ্য জুড়ে সকল চাকরি-প্রার্থীদের জন্য আরও একটি দুর্দান্ত সুখবর! রাজ্যের বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারী পদে একাধিক শূন্য পদ বিরাট নিয়োগ হতে চলেছে। মোট শূন্য পদ কত, আপনার জেলায় কি যোগ্যতা লাগবে? আবেদন কিভাবে করবেন? কি কি ডকুমেন্টস লাগবে ও অন্যান্য তথ্যগুলি আমরা এই প্রতিবেদনে আলোচনা করব তাই দেরি না করে অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি পড়বে।
WB ICDS Helper & Worker Recruitment 2024: অঙ্গনওয়ারি কর্মী ও সহায়িকা নিয়োগ
বাঁকুড়া (Bankura), পশ্চিম বর্ধমান (PASCHIM BARDHAMAN), উত্তর ২৪ পরগনা (NORTH 24 PARGANAS), দার্জিলিং, দিনাজপুর, কোচবিহার এই জেলাগুলিতে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি ডিএম অফিস থেকে পাবলিশ হয়ে গেছে, বাকি জেলাগুলিতেও খুব তাড়াতাড়ি প্রকাশ হবে। আমরা সেগুলো লিংকও দিয়ে দেব অন্যান্য জেলাগুলোর জন্য বিস্তারিত তোমাদের এলাকার সাইবার ক্যাফে বা বাংলা সহায়তা কেন্দ্রতে গিয়ে খোঁজ নেবে।
WB ICDS Helper/Worker Eligibility: পড়াশোনা ও অন্যান্য কি যোগ্যতা লাগবে?
যারা আবেদন করনি বা আবেদন করতে চাও, নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকতে হবে –
- অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং মহিলা প্রার্থী হতে হবে।
- কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পাশ (HS Pass) করে থাকতে হবে।
- প্রার্থীর বয়স ১৮ই জুলাই ২০২৪ এর মধ্যে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।
- প্রার্থী যে ব্লকে অঙ্গনওয়াড়ি পদের জন্য আবেদন করতে ইচ্ছুক সেই ব্লকে বা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে। (অর্থাৎ আপনি চাইলে অন্য জেলার কোনো ফাঁকা পদে জয়েন করতে পারবেন না)
Salary: কর্মী ও সহায়িকা পদে বেতনের পরিমাণ
সংশ্লিষ্ট জেলার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি সহকর্মী বা সহায়িকামাসিক নির্ধারিত বেতন( ২২৫০+ ৪৫৫০/-) অর্থাৎ প্রতি মাসে ৭৮০০ টাকা পেয়ে থাকেন এবং অঙ্গনওয়াড়ি কর্মী ৯০০০ টাকা হাজার টাকা।
যেহেতু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের বিভিন্ন পদগুলিতে বিভিন্ন জেলাভিত্তিক হচ্ছে সেক্ষেত্রে আপনি আপনার সংশ্লিষ্ট জেলার অফিসিয়াল পোর্টালে আপনার নির্ধারিত ক্যাটাগরিতে বর্তমানে কতগুলি শূন্যপদ প্রকাশিত হয়েছে তার আপডেট পেয়ে যাবেন।
Application for ICDS Helper/Worker: কিভাবে ফরম পূরণ করবেন?
ইচ্ছুক প্রার্থীদের স্থানীয় এসডিও অফিসে অফিসিয়াল পোর্টাল বা স্থানীয় বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে পারেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইনে ফর্ম ডাউনলোড করে ফিলাপ করে মাধ্যমে হবে, আবেদনের জন্য কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস লাগবে যা নিচে বর্ণনা করা হলো –
- প্রার্থী সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- প্রার্থী বয়সের প্রমাণপত্র (ভোটার কার্ড, আধার কার্ড)।
- মাধ্যমিকের এডমিট কার্ড।
- স্থানীয় বাসিন্দার প্রমাণ বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।
- শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।
- জাতি সম্পর্কিত শংসাপত্র, SC/ST/OBC Card (যদি থাকে)।
- ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ আধার বা ভোটার কার্ড।
- প্রতিবন্ধকতার শংসাপত্র (যদি থাকে)।
- উচ্চ মাধ্যমিক পাশের মার্কশীট।
দেখে রাখুন: Online Residential Certificate: বিনামূল্যে স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট বের করুন মোবাইলে!
ICDS Helper/Worker Exam: অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার পরীক্ষা
পরীক্ষার সিলেবাস এবং নম্বর বিভাজন জানতে আগেই আমাদেরই আরো একটি অঙ্গনওয়াড়ি পরীক্ষার বিস্তারিত বিবরণ প্যাটার্ন, সিলেবাস, ইন্টারভিউ সমস্ত কিছু বলা রয়েছে। অবশ্যই সেটি রেফারেন্স হিসাবে দেখে নিতে পারেন।
দেখে নিন: ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্যাটার্ন, নম্বর ও গুরুত্বপূর্ণ নিয়ম! অবশ্যই দেখে নিন
বাঁকুড়া জেলার নোটিশ ও ভ্যাকেন্সি | Click Here |
পশ্চিম বর্ধমান জেলার ভ্যাকেন্সি | Click Here |
উত্তর ২৪ পরগনা (North 24) | Click Here |
বীরভূম জেলার ভেকেন্সি ও নোটিফিকেশন | Click Here |
অন্যান্য জেলার ভ্যাকেন্সি | খুব তাড়াতাড়ি বেরোবে |
তোমরা অবশ্যই তোমাদের জেলাগুলিতে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে শূন্য পদে আছে কিনা সেটা নিশ্চিত হয় তারপরে আবেদন করবে। অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্ন সেট, প্র্যাকটিসের নোট খুব তাড়াতাড়ি আমরা তোমাদের প্রোভাইড করব, তাই আমাদের গ্রুপে অবশ্যই যুক্ত হয়ে যাও যাতে সেই সুযোগগুলো কোনোভাবেই মিস না হয়।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »