Westbengal ICDS Recruitment 2024: ফের রাজ্যের সকল চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের জুড়ে বিভিন্ন জেলায় ICDS ও অঙ্গনওয়ারি পদে একাধিক দক্ষ ও অভিজ্ঞ কর্মী নিয়োগ নেওয়া হবে। বিশেষ করে সকল মহিলা চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর কেননা এই চাকরিতে আবেদনে নারীরাই অগ্রাধিকার পাবেন।
রাজ্যজুড়ে মোট ২৩ টি জেলাতেই সব মিলিয়ে ৩৫ হাজার চাকরিপ্রার্থী নিয়োগ নেওয়া হবে। ইতিমধ্যে হুগলি সহ কিছু জেলায় চাকরি প্রকাশের নোটিশ বেরিয়ে গেছে, কিছু জেলায় এখনও নোটিশ বেরোনো বাকি আছে তবে খুব শীগ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। কাজে যে সকল কর্মপ্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা পুরো আবেদনটিই প্রথম থেকে শেষ অবধি পড়বেন।
WB ICDS New Recruitment 2024: পশ্চিমবঙ্গ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ
নিয়োগের পদের নাম | মূলত দুটি পদের উপর ভিত্তি করেই শূন্যপদ প্রকাশিত হয়েছে। ১) অঙ্গনওয়ারি সহায়িকা ২) অঙ্গনওয়ারি কর্মী |
মোট শূন্যপদ | রাজ্যের বিভিন্ন জেলার মোট শূন্যপদ মিলিয়ে মোট ৩৫ হাজার শূন্যপদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। |
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা (Eligibility)
এই পদে ইচ্ছুক আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে নূন্যতম উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে। অর্থাৎ যে সকল প্রার্থীরা উচ্চমাধ্যমিক এবং সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তারাও আবেদন করতে পারবেন।
আবেদনকারীর বয়স (Age)
সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম বয়স ১৮ বছর ও সর্বোচ্চ বয়স ৪৫ এর মধ্যে হতে হবে। তবে পাশাপাশি সংরক্ষণ শ্রেণীর জন্য বয়সের বিশেষ ছাড় আছে।
দেখে নিন: অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা মধ্যে পার্থক্য কি? কার বেতন কত? কাজ কি করতে হয়?
Documents Required: আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে
- প্রার্থীর জন্ম তারিখের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের এডমিট কার্ড
- স্থানীয় এলাকার বাসিন্দা হিসেবে রেশন কার্ড
- কোন সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে সেক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত জাতিগত সার্টিফিকেট
- মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মার্কশিট
- আবেদনকারী বর্তমান বৈবাহিক অবস্থার উপযুক্ত প্রমাণ
- প্রার্থীর নিজস্ব পাসপোর্ট সাইজের ছবি।
আবেদন ফরম ফিলাপ পদ্ধতি (Online Application)
যে সকল প্রার্থীরা এই পদে আবেদন করতে ইচ্ছুক তারা সরাসরি নিজে নিজে জেলা এবং ব্লকের নোটিশ থেকে ফর্ম সংগ্রহ করে অফলাইনে ফিলাপ করে সমস্ত ডকুমেন্ট নিয়ে জমা করতে হবে। কিভাবে আবেদন করবেন বিস্তারিত জানতে জেলাভিত্তিক আবেদন ক্লিক করুন।
অনলাইন আবেদনের লিংক সহ লাস্ট ডেট
জেলাভিত্তিক আবেদন (জুলাই আগস্ট 2024) | Click Here |
অফিসিয়াল পোর্টাল | https://wbcdwdsw.gov.in/ |
এই পদে আবেদনকারী সকল ব্যক্তিকে নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যাচাই করে কর্মী নেওয়া হবে। নিয়োগ প্রক্রিয়ার মধ্যে লিখিত ও মৌখিক উভয় ধরনের পরীক্ষা থাকবে। লিখিত পরীক্ষা মোট ৯০ নম্বরে ও মৌখিক পরীক্ষা ১০ নম্বরে নেওয়া হবে।
বিস্তারিত: ICDS অঙ্গনওয়াড়ি পরীক্ষার প্যাটার্ন, নম্বর ও গুরুত্বপূর্ণ নিয়ম! অবশ্যই দেখে নিন
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »