WB JENPAS Admit Card 2024: BSc নার্সিং, প্যারামেডিকেল পরীক্ষার এডমিট কার্ড! সরাসরি ডাউনলোড করুন

WB JENPAS Admit Card 2024 Direct Download WBJEEB

WBJEE JENPAS-UG Admit Card Published: যেসকল ছাত্র-ছাত্রীরা BSc. নার্সিং ও প্যারামেডিকেল কোর্সের পরীক্ষার জন্য আবেদন করেছিল, তাদের জন্য অত্যন্ত খুশির খবর। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হলো Jenpus UG পরীক্ষার এডমিট কার্ড।

   

আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে কিভাবে ছাত্রছাত্রীরা এডমিট কার্ড ডাউনলোড করবে এবং এডমিট কার্ড ডাউনলোড করার পর কোন কোন বিষয়গুলো অবশ্যই চেক করে নিতে হবে

JENPAS Admit Card: এডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি

নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করে খুব সহজেই Jenpus UG পরীক্ষার্থীরা তাদের এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে।

  • প্রথমেই WBJEE এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
  • এরপর “Examination” অপশন থেকে “Jenpus UG” অপশনটিকে সিলেক্ট করতে হবে।
  • তারপর একটু নিচের দিকে স্ক্রল করলে ছাত্র-ছাত্রীরা অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক পেয়ে যাবে। এক্ষেত্রে “Download Admit Card for JENPAS(UG) – 2024” বাটনটিতে ক্লিক করতে হবে।

এডমিট কার্ড ডাউনলোডের জন্য এর পরবর্তী ধাপে আবেদনকারীকে তার অ্যাপ্লিকেশন নাম্বার এবং জন্মতারিখ সঠিকভাবে পূরণ করতে হবে তারপর নিচে থাকা ক্যাপচা কোডটিও সঠিকভাবে ফিলাপ করতে হবে। ‌এরপর পরীক্ষার্থী তাদের নিজেদের প্রোফাইল সাইন-ইন করে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে।

দেখে নিন: Paramedical Course Details: প্যারামেডিকেল কোর্স ভর্তি? যোগ্যতা, ভর্তি পরীক্ষা, চাকরি

এডমিট কার্ডের গুরুত্বপূর্ণ বিষয়

এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি ছাত্র-ছাত্রী অ্যাডমিট কার্ড ২০ই জুন, 2024 তারিখ থেকে আগামী ৩০ শে জুন, ২০২৪ তারিখ দুপুর ২ টার আগে পর্যন্ত ডাউনলোড করতে পারবেন তাই অবশ্যই এ সময়ের মধ্যেই এডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন।

এবার দেখে নেওয়া যাক এডমিট কার্ড হাতে পেলে নিম্নলিখিত বিষয়গুলি ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিন।

  • পরীক্ষার্থীর নাম
  • পরীক্ষার্থীর রোল নাম্বার
  • অ্যাপ্লিকেশন নাম্বার
  • পরীক্ষার্থীর ছবি এবং স্বাক্ষর
  • পরীক্ষার সেন্টার ও পরীক্ষার সময়
  • কাস্ট ডিটেলস
  • গুরুত্বপূর্ণ নির্দেশাবলী।
WBJEE (BSc Nursing and Paramedical Exam)
Jenpas UG Admit Card সংক্রান্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি
Download Pdf
Admit Card ডাউনলোডের ডাইরেক্ট লিংকGet Admit ↗

অবশ্যই দেখবে: BSc Course after 12th: জেনারেল ও প্রফেশনাল (Full List) কোনটা ভালো? উচ্চশিক্ষা, রিসার্চ সমস্ত দিক

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram