WB Panchayat Recruitment 2024: গ্রাম পঞ্চায়েতে ৬,৬৫২ শূন‍্যপদে নিয়োগ! যোগ্যতা, আবেদন শুরু, নোটিশ PDF দেখে নিন

WB Panchayat Recruitment 2024 New Notification

WB Panchayat Recruitment Notification 2024: সম্প্রতি গ্রামীন উন্নয়ন বিভাগের তরফ থেকে পঞ্চায়েতের একাধিক পদে প্রত‍্যাশিতভাবে ক্লার্ক, সহকারী এবং অন্যান্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে যারা এই সকল পদে আবেদনের জন‍্য ইচ্ছুক তারা অবশ্যই সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়বেন।

   

রাজ্যে সাড়ে ছয় হাজার শুন্য পদে পঞ্চায়েত কর্মী নিয়োগ 2024

পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ এবং শিলিগুড়ি মহাকুমা পরিষদের স্থাপনায় তিন স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানের অধীনে বিভিন্ন পদে সরাসরি নিয়োগের মাধ্যমে শূন্যপদ পূরণের বিষয়টি সক্রিয় বিবেচনাধীন রয়েছে। কিছুকাল ধরে এই বিভাগের; এবং
যেখানে জেলাগুলি থেকে প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে, রাজ্যের তিন স্তরের পঞ্চায়েত সংস্থাগুলিতে শূন্য থাকা 6,652টি এই জাতীয় পদ পূরণের জন্য একটি প্রস্তাব পাঠানো হয়েছিল যা অর্থ বিভাগ দ্বারা সম্মত হয়েছে এবং রাজ্য মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে

গ্রামীন পঞ্চায়েত সমিতিতে সম্ভাব‍্য নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু এখনও অফিসিয়াল ভাবে প্রকাশিত হয়নি, যদিও ২৭ শে জানুয়ারি প্রেস কনফারেন্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত এবং উন্নয়ন মন্ত্রক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং সেখানে জেলা ভিত্তিক শূন্য পদের সংখ্যাও দেওয়া রয়েছে।চলুন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

পঞ্চায়েতে শূন‍্যপদের সংক্ষিপ্ত তালিকা

নিয়োগকর্তার নাম পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ
সম্ভাব‍্য প্রকাশের তারিখ২৭শে ফেব্রুয়ারি ২০২৪
মোট শূন‍্যপদ ৬,৬৫২ টি
শিক্ষাগত যোগ‍্যতাকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্রাজুয়েশন পাস
আবেদনের বয়সসীমা ২১ থেকে ৪০ বছর
নোটিফিকেশন সহ আবেদনের লিংকপোস্টের শেষে PDF দেওয়া রয়েছে

পঞ্চায়েতের বিভিন্ন বিভাগে আবেদনকারীর যোগ‍্যতা

আসন্ন সভায় বিভিন্ন পদে নিয়োগের জন‍্যপ্রার্থীদের যে নূন‍্যতম যোগ‍্যতা লাগবে –

  • প্রার্থীকে উচ্চমাধ‍্যমিক পরীক্ষা পাস করার পর কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে।
  • এই পদে আবেদনের জন‍্য প্রার্থীর বয়স ১৮/২১ থেকে ৩৫/৫০ এর মধ‍্যে হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরো সুবিধা! MyScheme Portal: ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সকলের জন্যই রয়েছে বিভিন্ন প্রকল্প, বিরাট সুবিধা এনেছে কেন্দ্র সরকার!

জেলাভিত্তিক শূন্য পদের লিস্ট তালিকা

জেলার নামআসন সংখ্যা
আলিপুরদুয়ার96
বাঁকুড়া541
বীরভূম129
কোচবিহার151
দক্ষিণ দিনাজপুর331
দার্জিলিং539
হুগলি104
হাওড়া103
জলপাইগুড়ি191
ঝাড়গ্রাম200
কালিম্পং151
মালদা102
মুর্শিদাবাদ133
নাদিয়া486
উত্তর 24 পরগনা379
পশ্চিম বর্ধমান485
পূর্ব মেদিনীপুর238
পুরুলিয়া311
দক্ষিণ ২৪ পরগনা484
উত্তর দিনাজপুর200
শিলিগুড়ি মহাকুমা25

নির্বাচন পদ্ধতি ও অফিশিয়াল বিজ্ঞপ্তি pdf

উল্লিখিত শূন‍্যপদগুলির জন‍্য নির্বাচন পদ্ধতি লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে নেওয়া হবে। প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে তাতে উত্তীর্ণ হলে দ্বিতীয় পরীক্ষায় বসতে পারবেন পরীক্ষার্থীরা। দুটি পরীক্ষাতে সফলভাবে উত্তীর্ণ হলে তাদের মেধার ভিত্তিতে নিয়োগ নেওয়া হবে।

অফিসের বিজ্ঞপ্তির pdf ডাউনলোড করুনDownload Now
পঞ্চায়েত উন্নয়ন মন্ত্রক অফিশিয়াল ওয়েবসাইটhttps://prd.wb.gov.in/

সংগ্রহ করে রাখো! SSC Exam 2024: কেন্দ্রীয় স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষাসূচি! নতুন বছর কোন মাসে কোন চাকরির পরীক্ষা, দেখে নিন

২০২৪ এর মার্চ মাসে তা অফিসিয়াল সাইটে প্রকাশিত হতে চলেছে। তাই ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই প্রত‍্যহ অফিসিয়াল পোর্টালের বিজ্ঞপ্তির উপর বিশেষ খেয়াল রাখবেন। পঞ্চায়েত ও গ্রামীন উন্নয়ন বিভাগের তরফ থেকে প্রার্থী নিয়োগের পরীক্ষার তারিখটি এখনও নিশ্চিত নয়। তবে মার্চ মাসে শূন‍্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আগামী মে / জুন মাসে পরীক্ষার তারিখ হতে পারে। তবে প্রত‍্যহ আপডেটের জন‍্য আমাদের সঙ্গে থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram