Polytechnic Madhyamik Marks: মাধ্যমিকে কত নম্বরে সরকারি পলিটেকনিক কলেজ (জুনিয়ার ইঞ্জিনিয়ার) পাবে?

Westbengal Polytechnic Cut Off Govt College Admission

যেসকল ছাত্র-ছাত্রীদের স্বপ্ন ইঞ্জিনিয়ার কোর্সে ভর্তি হওয়ার তারা মাধ্যমিক পাশেই পলিটেকনিক কোর্সের মাধ্যমে জুনিয়ার ইঞ্জিনিয়ার হতে পারবে। এর আগে আমরা সমস্ত কিছুই ছাত্র-ছাত্রীদের গাইড করে বুঝিয়ে দিয়েছি পলিটেকনিক কোর্সে ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের মাধ্যমিকের পর একটি পরীক্ষা (JEXPO) দিতে হতো কিন্তু এবছর থেকে সেই পরীক্ষা তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার অনুযায়ী ছাত্র-ছাত্রীরা পলিটেকনিক কোর্সে ভর্তি হতে পারবে।

   

এবার যে সকল ছাত্র-ছাত্রীরা পলিটেকনিক করছে ভর্তি হতে চাইছে তাদের সকলের মনে একটাই প্রশ্ন যে সরকারি পলিটেকনিক কলেজ পেতে গেলে মাধ্যমিকে কত শতাংশ নম্বর থাকা প্রয়োজন? তাই ছাত্র-ছাত্রীদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হয়েছে।

মাধ্যমিকে কত নাম্বার পেলে সরকারি পলিটেকনিক কলেজ পাবে Gen/SC/ST/OBC

মাধ্যমে কত শতাংশ নাম্বার পেলে সরকারি পলিটেকনিক কলেজ কবে এটা নির্ভর করবে পড়ুয়া কোন ক্যাটাগরির অন্তর্ভুক্ত। এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের তুলনায় SC ও ST ক্যাটাগরির ছাত্র-ছাত্রীরা বেশি সুবিধা পাবে। নিচে ক্যাটাগরি ভিত্তিক ছাত্র-ছাত্রীরা কত নাম্বার পেলে সরকারি পলিটেকনিক কলেজ পাবে তা দেওয়া হয়েছে।

ক্যাটাগরিমাধ্যমিকে প্রয়োজনীয় নাম্বার (%)কলেজ 
General ৮০%+Top 10 সরকারি কলেজ
৭০%+শুধুমাত্র সরকারি কলেজ
SC/ST৬৫%+Top 10 সরকারি কলেজ
৫৫-৬০%+শুধুমাত্র সরকারি কলেজ
OBC৭০%+Top 10 সরকারি কলেজ
৬৫%শুধুমাত্র সরকারি কলেজ

NOTE:- উপরে তালিকাটি একটি আনুমানিক তালিকা। ছাত্রছাত্রীরা কত শতাংশ নাম্বার পেলে সরকারি কলেজ পাবে এ নিয়ে কারিগরি ভবনের তরফ থেকে কোন রকম সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়নি। উপরের তালিকাটি বিভিন্ন অভিজ্ঞদের পরামর্শ তৈরি করা হয়েছে।

আরো দেখুন: Top Govt Polytechnic College Westbengal: পশ্চিমবঙ্গের সেরা পলিটেকনিক কলেজ, সমস্ত তালিকা

কম নাম্বার থাকলে কি সরকারি কলেজ পাবে না?

এবার অনেক ছাত্র-ছাত্রী রয়েছে যাদের মাধ্যমিকে কম নাম্বার রয়েছে তারা কি সরকারি কলেজ পাবেনা? এক্ষেত্রে জানিয়ে রাখি তারা হয়তো সরকারি কলেজ পাবে কিন্তু পছন্দের ডিপার্টমেন্ট পাবেনা। যেসকল ট্রেডগুলিতে পলিটেকনিক করার পর চাকরি পাওয়ার প্রবণতা বেশি যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স ইত্যাদি মনের মত কোর্সগুলি না পেলেও সরকারি কলেজে অন্যান্য কোর্স পেয়ে যাবে।

পশ্চিমবঙ্গ কারিগরি ভবনের অফিসিয়াল ওয়েবসাইট » https://webscte.co.in/

বিস্তারিত: Polytechnic form fill up 2024: পলিটেকনিক ভর্তি ফরম ফিলাপ, ডকুমেন্ট! সরকারি কলেজ কত টাকা লাগবে?

পলিটেকনিক কোর্সে ভর্তি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত থেকো। এছাড়াও যে কোন রকম সমস্যার জন্য আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram