WB School Digital Attendence: রাজ্যের স্কুলে চালু হবে ডিজিটাল উপস্থিতি! কবে থেকে? সবকিছু দেখে নিন

Westbengal School Digital Attendence Education Department New Initiative

Westbengal School Digital Attendence Education Department New Initiative: আজকালকার মর্ডান যুগে বাবা-মা তার সন্তানকে ভালো মানের স্কুলে ভর্তি করতে চান, ভালো মানের শিক্ষা দিতে চান। কিন্তু আপনি যে প্রত্যেকদিন স্কুল যাওয়ার জন্য ছাড়ছেন সেকী আদৌ প্রত্যেকদিন স্কুলে যাচ্ছে?

   

স্কুলের সময় শহরে বা গ্রামেও অনেক ছাত্রছাত্রীকে স্কুল ইউনিফর্ম পড়ে এদিক ওদিকে ঘুরতে দেখা যায়, কখনো বা সিনেমা দেখতে বা কখনো স্কুল দেখে অনেকটা দূরত্বে ঘুরতে ঘুরতে যায়। অন্যদিকে অভিভাবকরা ভাবেন তাদের ছেলে মেয়ে মন দিয়ে স্কুলে পড়াশোনা করছে। এই সমস্যারই সমাধান আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার! তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে!

পড়াশোনা ফাঁকে দিয়ে স্কুল ছুটের দিন শেষ! নতুন পদ্ধতিতে উপস্থিতি

এবার থেকে চালু হবে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। ছাত্রছাত্রীদের ডিজিটাল অ্যাটেনডেন্স নেওয়ার জন্য বিভিন্ন সরকারি স্কুলগুলিতে QR Code Attendance পদ্ধতিতে অ্যাটেনডেন্স নেওয়া হবে। এরফলে ছাত্র-ছাত্রীরা আদৌ ক্লাসে গেল কিনা তা সঙ্গে সঙ্গে জানতে পারবেন অভিভাবকেরা।

এই নয়া ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেমে ছাত্রছাত্রীরা স্কুলে প্রবেশ করলে বা স্কুল থেকে বেরোলে এসএমএসের মাধ্যমে আপডেট পেয়ে যাবেন অভিভাবকেরা। আর ঠিক এমনই ব্যবস্থা শুরু করতে চলেছে রাজ্যের বিভিন্ন সরকার এবং সরকারি সাহায্যে প্রাপ্ত বিভিন্ন স্কুলগুলি। একইভাবেই ডিজিটাল এটেনডেন্স স্কুল এর কাছে রেকর্ড থাকবে এবং প্রথম পিরিয়ডে টিচারকে স্টুডেন্টদের অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট করতে হবে না।

দেখে নিন: স্কুলে ভর্তির বয়সসীমা বেঁধে দিল রাজ্য সরকার! কোন বয়সে কোন ক্লাসে ভর্তি? জানুন

সরকারি কোন কোন স্কুলে এবং কবে থেকে শুরু হচ্ছে?

বর্তমানে ইতিমধ্যে নদিয়া জেলা, দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন হাওড়ার বিভিন্ন স্কুলে ডিজিটাল অ্যাটেনডেন্স সিস্টেম চালু হয়ে গেছে। দক্ষিণ কলকাতার সরকারি বিদ্যালয়, যাদবপুর বিদ্যাপীঠ ডিজিটাল অ্যাটেনডেন্স সম্প্রতি চালু হয়েছে, এই স্কুলে বর্তমানে 1700 জন পরীক্ষার্থী রয়েছে।

Digital Attendence: কিভাবে কাজ করবে ডিজিটাল উপস্থিতি?

সকলকে দেওয়া আইকার্ডের পিছনে একটি কিউআর কোড (QR Code) রয়েছে। যেটি একটি নির্দিষ্ট মেশিনের সামনে তুলে ধরলেই সেই ছাত্র বা ছাত্রীর অ্যাটেন্ডেন্স স্কুলের পাশাপাশি অভিভাবকদের মোবাইলে নোটিফিকেশনের মাধ্যমে জমা হবে। ছুটির পরেও ঠিক একই ভাবে নোটিফিকেশন পেয়ে যাবেন অভিভাবকেরা।

অবশ্যই পড়বেন: কমেছে গরম, কবে খুলছে স্কুল? শিক্ষা দপ্তরের আপডেট দেখে নিন

জেলার অন্যান্য স্কুলগুলিতে কবে থেকে এই ব্যবস্থা আসতে চলেছে – সেই বিষয়ে সন্দেহ রয়েছে! কারণ আগেই শিক্ষা দপ্তরের তরফ থেকে সমস্ত স্কুলে বিনামূল্যে ইন্টারনেট পরিষেবার কথা বলা হয়েছিল, সেই কাজ সম্পন্ন হলেই আস্তে আস্তে এই সিস্টেম সমস্ত স্কুলে আস্তে আস্তে চালু করবে শিক্ষাদপ্তর।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram