স্কুলে শেখানো হবে স্পোকেন ইংলিশ, কোডিং, ভিজুয়াল আর্টস! পড়ুয়াদের উন্নতিতে এক গুচ্ছ নির্দেশ দিল পর্ষদ!

Nitya Gorai

Published on:

Westbengal School New Activity for upskillling Students

২০২৫ শিক্ষাবর্ষ শুরু হতে চলেছে। শিক্ষাবর্ষের শুরুতেই মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) স্কুল ছাত্রছাত্রী এবং একইসঙ্গে শিক্ষক শিক্ষিকা মহাশয়দের জন্য বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং সম্পূর্ণ কারিকুলাম গাইডলাইনস, দীর্ঘ আট পৃষ্ঠার বিস্তারিত নির্দেশিকা জারি করেছে পর্ষদ। ছাত্র বা ছাত্রীদের এক্সট্রা কারিকুলাম, কম্পিউটার শিক্ষা, স্কুলের সাম্প্রতিক উন্নতি সাধন রয়েছে অনেক কিছুই

   

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের নতুন কারিকুলাম নির্দেশিকা (কম্পিউটার, কলা শিক্ষাসহ নতুন ভাবনা)

প্রত্যেক ছাত্র-ছাত্রীকে কম্পিউটার, ল্যাবরেটরি এবং লাইব্রেরীর বিভিন্ন কাজকর্মে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে হবে এবং পাঠক্রমের বাইরে ষষ্ঠ শ্রেণির জন্য সপ্তাহে তিনটি ক্লাস এবং সপ্তম এবং অষ্টম শ্রেণির জন্য সপ্তাহে দুটি ক্লাস, নবম এবং দশম শ্রেণির জন্য সপ্তাহে দুই থেকে তিনটি ক্লাস অবশ্যই নিতে হবে।

সমস্তক্ষেত্রেই এই বাড়তি ক্লাসগুলোতে থাকবে, ইংলিশ কমিউনিকেশন, কম্পিউটার, কোডিং, ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি, কিচেন গার্ডেনিং, ভিজুয়াল আর্ট, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডিজাইন, ফাইন্যান্সিয়াল লিটারেসি, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সচেতনতা ইত্যাদি সংক্রান্ত নানান কাজ।

আরো দেখুন: অষ্টম শ্রেণি পর্যন্ত আবার পাশ-ফেল! বড় সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রকে, কবে থেকে? দেখে নিন

সরকারি প্রকল্পের সুবিধা এবং সম্পূর্ণ অ্যাক্টিভিটি তালিকা

বিভিন্ন সরকারি প্রকল্প (কন্যাশ্রী, শিক্ষাশ্রী, সবুজ সাথী), রোড সেফটি, হেলথ অ্যাওয়ারনেস ইত্যাদি নিয়ে নিয়মিত কারিকুলার অ্যাক্টিভিটি করতে হবে, এবং এগুলি সরাসরি অ্যাসেসমেন্টের মাধ্যমে ছাত্র-ছাত্রীর বার্ষিক ফলে প্রতিফলিত হবে

নিচে বিস্তারিত তালিকা দেওয়া রইল আপনারা দেখে নেবেন –

Westbengal School New Activity

কিন্তু এখানে শিক্ষক মহলে বক্তব্য বেশিরভাগ সরকারি স্কুলে আদেও পরিকাঠামো রয়েছে তো? যেখানে প্রশ্ন করার জন্য ফান্ড থাকে না? যেখানে স্কুল পরিচালনার জন্য “ছেড়ে দে মা কেঁদে বাঁচি” অবস্থা, পর্যাপ্ত টিচার নেই ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য, সেখানে এই ধরনের নির্দেশিকা বিলাসিতা নয়তো আর কি!

অবশ্যই দেখবেন: WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ!

তবে হ্যাঁ অবশ্যই ছাত্র-ছাত্রীদের জন্য পদক্ষেপ নেওয়া হলে আজ নয় কাল কিছুটা হলেও তো রূপায়িত হবে, তবে সেক্ষেত্রে সরকারেরও ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ থাকছে! পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষার আপডেট সবার আগে আমরা এভাবে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram