আগামীকাল পশ্চিমবঙ্গে খুলছে স্কুল, অনলাইনে চলবে পঠন পাঠন! আপডেট দেখে নিন

wb school open online class last minute update 2024

অবশেষে দীর্ঘ ছুটির পর আগামীকাল সোমবার ৩রা জুন থেকে খুলছে পশ্চিমবঙ্গের প্রাথমিক (Primary), উচ্চ প্রাথমিক (Upper Primary) থেকে মাধ্যমিক (Madhyamik), উচ্চমাধ্যমিক (Higher Secondary) সমস্ত স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষা দপ্তরের আগের নোটিশ অনুযায়ী ছাত্র-ছাত্রীদের কিন্তু স্কুলে যেতে হচ্ছে না। তবে শিক্ষক মহাশয় এবং শিক্ষা কর্মীদের স্কুলে যেতে হবে এবং শিক্ষক মহাশয়দেরকে অনলাইনে ক্লাস নিতে হবে।

   

সামনেই ৪ঠা জুন রয়েছে লোকসভা নির্বাচনের ফল প্রকাশ, এমনিতেই পশ্চিমবঙ্গ “হট জোন”। সে যাই হোক ছাত্র-ছাত্রীদের সেই সম্পর্কিত কিছু না হলেও, শেষ মুহূর্তে কি আপডেট? এ কদিন কি অনলাইনে ক্লাস চালু হবে? সমস্ত কিছু আজকের প্রতিবেদনে দেখে নিন।

স্কুল খুলেই অনলাইনে চলবে পঠন পাঠন

ক্লাসরুম সহ স্কুল-চত্বর ইতিমধ্যেই নির্বাচনের কার্যকলাপের জন্য ব্যবহার হয়েছে, তাই নির্বাচন কমিশনের তরফ থেকে আগে থেকেই এক সপ্তাহের বাড়তি সময় চেয়ে নেওয়া হয়েছে। তাই অফলাইনে ক্লাস রুমে বসে ক্লাস না হলেও, আগামীকাল থেকে কিন্তু অনলাইনে পঠন পাঠন, বিশেষ করে “উচ্চমাধ্যমিক স্তরে” শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উচ্চমাধ্যমিক নতুন সেমিস্টার পড়াশোনার ক্ষেত্রে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই অনলাইনে স্টাডি বুক পাবলিশ করেছে। নতুন বই না দেওয়া পর্যন্ত সেখান থেকেই অনলাইনে পড়াশোনা চালানো নির্দেশ দেওয়া হয়েছে যাতে সময় সিলেবাস সম্পন্ন করা যায়। এই নিয়ে বিস্তারিত প্রতিবেদন আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি –

বিস্তারিত: স্কুল খুলেই অতিরিক্ত ক্লাস! সিলেবাসের চাপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও একাদশ!

ছাত্র-ছাত্রীদের ক্লাসরুমে বসে পড়াশোনা ১০ই জুন

অবশেষে ছাত্রছাত্রীদের স্কুল খুলছে কিন্তু ১০ই জুন (10.06.2024), সেই দিন থেকে কিন্তু স্কুলের ক্লাস রুমে বসেই পঠন-পাঠান চালু হবে। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পড়ুয়াদের জোড় কদমে পড়াশোনা চালিয়ে যেতে হবে, যাতে সময়ের মধ্যে সিলেবাস সম্পন্ন থেকে টেস্ট পরীক্ষার আগে তারা সমস্ত প্রস্তুতি সেরে ফেলতে পারে

বিদ্যালয় খোলা, ছাত্রছাত্রীদের ক্লাস শুরু শিক্ষা দপ্তরের নোটিশ: View PDF

আরো দেখুন: Permanent Education Number: এবার পড়াশোনাতে ‘PEN’ নাম্বার! জানুন কি এই ‘PEN’, কি কাজে লাগবে?

বাংলার শিক্ষা থেকে পড়াশোনার এরকমই সবার আগে আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আমরা ছাত্র-ছাত্রীদের পাশে আছি, সমস্ত আপডেট সহজ করে তাদের বুঝিয়ে বলা থেকে তাদেরকে স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করা, পড়াশোনায় সাহায্য করা।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram