Students Aadhar Update: পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক: নতুন নির্দেশিকা শিক্ষা দপ্তরের!

School Students Aadhar Update Mandatory Education Department

স্কুল শিক্ষার্থীদের জন্য আধার (Aadhaar) আপডেট বাধ্যতামূলক করার নতুন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর, বিদ্যালয়ের শিক্ষা বিভাগ। শিক্ষার্থীরা যাতে সরকারি সুবিধা ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন না হয়, সে কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্ষেত্রে প্রাথমিক স্কুল স্তরের ছাত্র-ছাত্রীদের পাশাপাশি উচ্চ বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদেরও বিশেষ নির্দেশিকা দেওয়া হয়েছে

স্কুল পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক: সরকারের নতুন নির্দেশিকা

আজকের দিনে প্রত্যেক জায়গাতেই আধার কার্ড অপরিহার্য হয়ে উঠেছে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় আধার কার্ড বানানোর সময় ছাত্র-ছাত্রীদের নামের বানান ভুল, বাবা-মায়ের নামের বানান ভুল কিংবা জন্ম তারিখ ভুল থাকে

আবার অনেক ক্ষেত্রেই বায়োমেট্রিক আপডেট করা থাকে না, সেজন্য অনেক বড় জায়গায় সমস্যায় পড়তে হয় ছাত্র-ছাত্রীদের। তবে এরপর সরকারের নির্দেশে ছাত্রছাত্রীদের স্কুল স্তরেই এই সমস্ত আধার কার্ড আপডেটের জন্য নির্দেশ দেওয়া হয়েছে (Banglar Shiksha)।

তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য সমস্ত সরকারি সুবিধাগুলোর (যেমন: কন্যাশ্রী, সবুজ সাথী, সরকারি স্কলারশিপ) জন্য আধার আবশ্যক। এছাড়া উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার (জয়েন্ট এন্ট্রান্স, NEET সর্বভারতীয় মেডিকেল, JEE, CUET) জন্য আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক।

অবশ্যই দেখবেন: স্কুলে শেখানো হবে স্পোকেন ইংলিশ, কোডিং, ভিজুয়াল আর্টস! পড়ুয়াদের উন্নতিতে এক গুচ্ছ নির্দেশ দিল পর্ষদ!

সরকারি নির্দেশিকা ও আপডেট প্রক্রিয়া

কোথায় আপডেট করা যাবে? – নিকটবর্তী আধার সেন্টার বা স্কুল নির্ধারিত ক্যাম্পে।
কোন কোন নথি প্রয়োজন? – পুরোনো আধার কার্ড, জন্ম সার্টিফিকেট, ঠিকানার প্রমাণপত্র, মোবাইল নম্বর।

বয়স (Age)আপডেটের ধরন (Update Type)
৫ বছর+প্রথম বায়োমেট্রিক আপডেট
১৫ বছর+চূড়ান্ত বায়োমেট্রিক আপডেট

তবে আধার কার্ড সবকিছু ঠিক থাকলেও নির্ধারিত বয়সসীমা পেরোলেই বায়োমেট্রিক এবং ছবি আপডেট বাধ্যতামূলকভাবে থাকতে হবে।

📌 অভিভাবকদের উচিত সন্তানদের আধার আপডেট সম্পর্কে সচেতন থাকা।
📌 নির্দিষ্ট সময়ে স্কুল গুলি ছাত্রছাত্রীদের কাছ থেকে আধার কার্ডের তথ্য জমা নিয়ে সেগুলি অন্যান্য নথিভূক্তকরণের কাজ করতে পারে।

অবশ্যই দেখুন: WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ!

সরকারের এই পদক্ষেপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। অভিভাবক, শিক্ষক ও স্কুল প্রশাসনের উচিত এই নির্দেশিকা যথাযথভাবে কার্যকর করা, যাতে প্রতিটি শিক্ষার্থী সরকারি সুযোগ-সুবিধা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলভাবে এগিয়ে যেতে পারে।

Join Group

Telegram