গ্রীষ্মের তীব্র দাবদাহের কথা মাথায় রেখে রাজ্যের স্কুলগুলিতে নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৩০ এপ্রিল থেকেই রাজ্যের প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হবে বলে জানানো হয়েছে। যদিও ছুটির নির্দিষ্ট মেয়াদ এখনও ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে গত বছরের মতোই দীর্ঘ সময়ের জন্য ছুটি কার্যকর থাকবে।
West Bengal School Summer Holiday 2025: রাজ্যের স্কুলগুলিতে আগেভাগে গরমের ছুটি ঘোষণা!
গত কয়েকদিন ধরে রাজ্যে তাপমাত্রা লাগাতার বৃদ্ধি পাচ্ছে। প্রখর রোদ ও অস্বস্তিকর গরমে ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায়াতে সমস্যা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থীদের কথা ভেবেই মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন। অতীতে মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে গরমের ছুটি শুরু হলেও এবার গরমের তীব্রতা বেশি হওয়ায় তা আগেই ঘোষণা করা হলো (WB School Summer Holiday 2025 Start Date)।
গত বছরও একই কারণে ৯ মে থেকে নির্ধারিত গরমের ছুটি ২১ এপ্রিল এগিয়ে আনা হয়েছিল। ফলে প্রায় দু’মাস স্কুল বন্ধ ছিল। এর ফলে শিক্ষকদের একাংশের অভিযোগ ছিল যে, সারা বছরের পাঠ্যক্রম সম্পূর্ণ করতে অসুবিধা হচ্ছে।
সরকারি ও বেসরকারি স্কুলে এবং কলেজ বিশ্ববিদ্যালয় গরমের ছুটি
রাজ্যের সরকারি স্কুলগুলিতে ছুটি কার্যকর হবে ৩০ এপ্রিল থেকে। তবে বেসরকারি স্কুলগুলিতে একই নিয়ম কার্যকর হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। সাধারণত সরকারি সিদ্ধান্তের (Banglar Shiksha) সাথে তাল মিলিয়েই বেশিরভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে থাকে।
অপরদিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গুলিতে এই গরমের ছুটির কোন প্রভাব পড়বে না, বিশ্ববিদ্যালয় এবং কলেজ কর্তৃপক্ষ গুলি স্বয়ংক্রিয়ভাবে নিজেদের সিদ্ধান্ত নেবে, কারণ সেক্ষেত্রে সেমিস্টার এবং কোর্স কারিকুলাম সম্পূর্ণ আলাদা।
অবশ্যই দেখবেন: WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা
গরমের ছুটি (WestBengal School Summer Vacation 2025) এগিয়ে আসার কারণে শিক্ষার্থীরা স্বস্তি পেলেও, দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকলে পাঠ্যক্রম শেষ করা নিয়ে উদ্বেগ থেকে যাচ্ছে। তবে সরকার পরিস্থিতির উপর নজর রাখছে এবং পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারে। শিক্ষার্থীরা গরমের এই ছুটিকে উপভোগ করলেও, নিজেদের পড়াশোনা যেন ঠিকমতো চালিয়ে যায়, সেদিকে খেয়াল রাখা জরুরি।
(Stay updated for further updates on West Bengal School Summer Vacation 2025!)
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »