WB Heatwave School Time Change Notice: এই মুহূর্তে পশ্চিমবঙ্গের স্কুল পড়ুয়া, শিক্ষক সহ অভিভাবকদের জন্য বিশাল বড় আপডেট! পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন অংশে বিদ্যমান তাপপ্রবাহ পরিস্থিতি বিবেচনা করে স্কুলের সময় পরিবর্তনের পরামর্শ সহ আংশিক ছুটি নির্দেশিকা দিল শিক্ষা দপ্তর। পোস্টের শেষে আপনারা নির্দেশিকা পিডিএফ পেয়ে যাবেন নিজেরাও দেখে নিতে পারবেন।
আবারো তাপপ্রবাহে স্কুল ছুটি ও ক্লাস সময় নির্দেশিকা জারি
স্কুল শিক্ষা কমিশনার, স্কুল শিক্ষা অধিদপ্তর এবং পশ্চিমবঙ্গ সরকার ১২ই জুন বিজ্ঞপ্তি জারি করে পরামর্শের সাথে সম্মতি দিয়েছে। পশ্চিমবঙ্গের সরকারি বা সরকার পোষিত সকল প্রাথমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক স্কুল কর্তৃপক্ষের এই নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে সরাসরি ছুটির কথা বলা হয়নি! স্থানীয় আবহাওয়ার অবস্থা অনুযায়ী স্থানীয় কমিটি এবং অভিভাবকদের সঙ্গে পরামর্শ করে স্কুলের সময় পরিবর্তনের স্থানীয় সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। যাতে জুন মাসের অবশিষ্ট শিক্ষাগত দিনগুলির জন্য, ছাত্র-ছাত্রীদের পড়াশোনাটা চালু থাকে।
তাহলে কি মর্নিং স্কুল হবে? (Morning School Update)
শিক্ষার্থীদের স্বার্থে মিড-ডে মিল প্রোগ্রাম সহ একাডেমিক কার্যক্রম কোনভাবেই বন্ধ না করার নির্দেশ দেয়া হয়েছে! অর্থাৎ এখন স্কুলগুলো চাইলে সকাল ছটা থেকে বা সাতটা থেকে মর্নিং স্কুল নিতে পারে অতীব তাপদাহের কারণে বা স্কুল একটু আগেও শুরু করতে পারে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানে বিভিন্ন রকমের আবহাওয়া, কাজেই সব স্কুলের পরিস্থিতি সমান নয়। কিছু কিছু জায়গায় কালবৈশাখীর দরুন ঝড় বৃষ্টি হওয়াতে আবহাওয়া মোটামুটি ঠিকঠাক রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে বর্তমানে তীব্র দাবদাহ সহ অস্বস্তির মুখে পড়ছে শিক্ষক-শিক্ষা সহ পড়ুয়ারা।
শিক্ষামহলের প্রতিক্রিয়া ও বর্তমান পরিস্থিতি
এক্ষেত্রে শিক্ষা দপ্তরের এরকম সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ। লোকাল স্কুলগুলিতে স্থানীয় সিদ্ধান্ত নিলে ছাত্রছাত্রীদের ক্ষতি কম হবে। কোন জায়গা কোন প্রাথমিক স্কুল কয়েক দিনের জন্য বন্ধও রাখতে পারে এবং তাতে ছাত্রছাত্রীদের ভালোর জন্যই করা হবে। তবে মাধ্যমিক সহ উচ্চমাধ্যমিক পরের ছাত্র-ছাত্রীদের যতটা সম্ভব স্কুল রেগুলার খোলা থাকবে এবং পঠন পাঠন চলবে।
Education Department Notice PDF
Sub: Advisory on shifting of School timings considering the prevailing heat wave situation in different parts of the State of West Bengal Memo No.: D.S(Aca)/213/A/25/4 Date: 12.06.2024 | Notice PDF |
লেটেস্ট আপডেট: স্কুল খুলেই অতিরিক্ত ক্লাস! সিলেবাসের চাপে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও একাদশ!
অর্থাৎ সাম্প্রতিক তথ্য অনুযায়ী সিদ্ধান্ত স্কুলের হাতেই থাকছে। শিক্ষা দপ্তরের পরবর্তী আপডেট থেকে পড়াশোনার সমস্ত খবর সবার আগে আমাদের সঙ্গে পেতে যুক্ত হন! আর অবশ্যই নোটিফিকেশন টা নিজেরা সংগ্রহ করে নেবেন এবং সেখানে সমস্ত কিছু বিস্তারিত শিক্ষা দপ্তরের নির্দেশ বলা আছে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »