September Holiday List 2024: সেপ্টেম্বর মাসে কতগুলো ছুটি থাকছে? এক নজরে দেখে নিন

September Holiday List 2024 Westbengal

রাজ্য জুড়ে সকল আগস্ট মাস কাটিয়ে সেপ্টেম্বর মাসে পুনরায় একটানা ছুটি পেতে চলেছে ছাত্রছাত্রীরা। একটানা কাজ করতে একঘেয়েমি কার না লাগে, স্কুল পড়ুয়ারাও অবশ্য তার ব্যতিক্রম নয়। বিগত আগস্ট মাসে স্বাধীনতা দিবস, রাখি পূর্ণিমায়, জন্মাষ্টমী উপলক্ষে ছুটির রেশ কাটিয়েছে পড়ুয়ারা।

   

তবে ফের সেপ্টেম্বরেও থাকছে বেশ কিছু ছুটির তারিখ (WB September Holiday)। চলতি মাসে মাঝে রয়েছে একটানা তিন দিন পর্যন্ত ছুটি! দেখুন আজকের প্রতিবেদনে –

সেপ্টেম্বর মাসের মোট ছুটির তালিকা 2024

সেপ্টেম্বর মাসের ক্যালেন্ডার দেখলে বোঝা যায় মোট পাঁচটি রবিবার রয়েছে অর্থাৎ এই দিনগুলি ছুটি হলেই বিবেচিত হবে রবিবার ছাড়াও ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবস দিনটি ছুটি না থাকলেও কোনরকম ক্লাসের আয়োজন করা হয় না। স্কুলের তরফ থেকে নানা রকম অনুষ্ঠান আয়োজন করা হয় এবং ছাত্রছাত্রীদের তরফ থেকে নানা রকম উপহার শিক্ষকদের দেওয়া হয়ে থাকে।

তবে এর পাশাপাশি ১৫ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত একটানা ছুটি উপভোগ করতে পারবেন ছাত্রছাত্রীরা। কেননা ১৫ সেপ্টেম্বর রবিবার, ১৬ সেপ্টেম্বর ফতেহা দোহাজ দাহাম এবং ১৭ই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো উপলক্ষে স্কুল ছুটি থাকবে। অর্থাৎ এই মাসে একটানা তিন দিন পর্যন্ত ছুটি পাবেন পড়ুয়ারা।

দেখে নিন: শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নির্দেশ বিকাশ ভবনের! কি বলা হলো নোটিশে?

অবশ্যই এই দিনগুলি বাদে সেপ্টেম্বর মাসে আর কোন ছুটির তালিকা নেই। সেপ্টেম্বর মাসের শেষের দিকে ২৬ শে সেপ্টেম্বর ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে বিভিন্ন স্কুল প্রাঙ্গণে আয়োজন করার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর। অবশ্য এই ছুটির তালিকা কেবল স্কুল শিক্ষক, স্কুল কর্মী এবং ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram