WB Summer Holiday 2024: গরমের ছুটি ঘোষণা, নতুন নোটিশ? কবে থেকে শুরু দেখে নাও

WB Summer Holiday 2024 Education Department New Notice

Westbengal Summer Vacation 2024 New Update: গ্রীষ্মের দাবদাহে পড়ুয়াদের সুস্থতা বিবেচনা করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ঘোষণা করেছে আগামী গ্রীষ্মের ছুটির তারিখ। বর্তমানে রাজ্যের তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং পড়ুয়াদের স্বাস্থ্যের ক্ষতি থেকে রক্ষা করার জন্য এই ছুটি প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে

   

ইতি মধ্যেই লোকসভা নির্বাচনের জন্য গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল এরপর বিশ্বের দাবদাহের কারণে এই ছুটি আরো এগিয়ে এলো। ঠিক কবে থেকে পড়ুয়াদের জন্য ছুটি পরছে কত দিন পর্যন্ত ছুটি থাকবে সমস্ত কিছু জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি নজর রাখুন।

Westbengal School Summer Holiday 2024

ছুটি ঘোষণার আগে সকল স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা তাদের প্রথম মৌখিক পরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন করে নেয়। স্কুল খুলবে ২ জুন শুক্রবার। ৩ জুন শনিবার হওয়ায় কিছু লোক মনে করছেন স্কুল খোলার দিন রবিবার হলে ভালো হত।

আরো দেখুন: School Summer Project: প্রথম শ্রেণি থেকেই করতে হবে সামার প্রজেক্ট! শিক্ষার্থীদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, জেনেনিন

গরমের দাবদাহে পশ্চিমবঙ্গের স্কুলগুলোতে কতদিন ছুটি?

সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী ২০২৪ সালের গ্রীষ্মের ছুটি শুরু হবে ৬ মে থেকে এবং চলবে ৯ জুন পর্যন্ত। এই বছর ছুটি তিন দিন আগে শুরু হচ্ছে। মাধ্যমিক স্কুলগুলোতে এই সময় ধারাবাহিক ভাবে ছুটি থাকবে।

লেটেস্ট আপডেট খবরটি পড়তে নিচে ছবিতে ক্লিক করুন –

Westbengal Summer Vacation Holiday from 22 April 2024 Official Education Department Notice

চলতি বছরের লোকসভা নির্বাচনের কারণে কিছু জেলায় ছুটির সময় আরও বেশি হবে। যে সময় যে জেলায় ভোট গ্রহণ হবে সেসব জেলার পড়ুয়ারা নির্দিষ্ট সময়ের জন্য ছুটি পাবেন। লোকসভা ভোটের কারণে কোন জেলাতে কতদিন ছুটি – তা নিয়ে ইতিমধ্যে বিস্তারিত একটি পোস্ট আমাদের তরফ থেকে করা হয়েছে সেটি না পড়ে থাকলে নিচে দেওয়া রইল।

অন্যদিকে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের জন্য খুব একটা বিশেষ নির্দেশিকা না দেওয়া হলেও গরমের কারণে নিজেদের ক্ষেত্রে বিশেষ অনুমোদন এবং নির্দেশিকা জারি করতে পারে এবং কম সময়ের জন্য হলেও ছুটি রাখা হতে পারে! পশ্চিমবঙ্গের শিক্ষা, সরকারি নোটিশ তার সঙ্গে পড়াশোনার খবর সবার আগে পেতে শুধুমাত্র বাংলার এক নম্বর এডুকেশনাল প্লাটফর্ম EduTips-চোখ রাখুন।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram