WB Teacher School Time: শিক্ষকদের স্কুলে পৌঁছানো নিয়ে কড়া নির্দেশ দিল পর্ষদ! মানতে হবে ক্লাস ক্যালেন্ডার

WestBengal Teacher School Time new Notice WBBSE 2024

The Westbengal board gave strict instructions about the time teachers arrived at school! Must follow the class calendar.

   

কলকাতা, ২৩ ডিসেম্বর: নতুন শিক্ষাবর্ষ থেকে শিক্ষকদের স্কুলে পৌঁছানোর সময় ১০ মিনিট এগিয়ে নিয়ে এলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। জানুয়ারি মাস থেকে আগের সময়ের আরও ১০ মিনিট আগে স্কুলে পৌঁছে যেতে হবে মাধ্যমিক এবং উচ্চ-মাধ্যমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের।

শিক্ষকদের স্কুলে পৌঁছানোর সময় নিয়ে নির্দেশ পর্ষদের

পর্ষদের নতুন নির্দেশ অনুযায়ী, এখন ১০:৫০ মিনিটে স্কুলে ঢুকতে হয় শিক্ষক-শিক্ষিকাদের। সেই সময় এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ, নতুন নিয়মে ১০:৪০ মিনিটের মধ্যে স্কুলে পৌঁছে যেতে হবে তাঁদের। সেই সময়ের মধ্যে পৌঁছে না গেলে ‘লেট’ হিসাবে ধরা হবে। একইসঙ্গে আরও নিদেশ দেওয়া হয়েছে, ১১:১৫ মিনিটের পরে কেউ স্কুলে ঢুকলে সেই দিনটি ছুটি হিসাবে ধার্য হবে।

পর্ষদের এই নির্দেশের ফলে শিক্ষকদের স্কুলে পৌঁছানোর সময় ১০ মিনিট আগে চলে যাবে। অর্থাৎ, শিক্ষকদের এখন থেকে স্কুলে পৌঁছানোর জন্য ১০:৪০ মিনিটের আগেই বেরিয়ে পড়তে হবে। এই নির্দেশের ফলে শিক্ষকদের স্কুলে পৌঁছানোর সময় বাড়বে এবং তারা আরও বেশি সময় শিক্ষার্থীদের সাথে কাটাতে পারবেন।

মানতে হবে নির্দিষ্ট ক্লাস ক্যালেন্ডার

এছাড়াও, নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার অনুযায়ী, শিক্ষকরা কতক্ষণ ক্লাস নিচ্ছেন, কটা ক্লাস নিচ্ছেন, নিজেদের ডায়েরিতে তা নথিভুক্ত রাখতে হবে, হিসেব রাখবেন প্রধান শিক্ষকও। স্কুলের প্রধান শিক্ষকরা সারা সপ্তাহের যে রুটিন তৈরি করেন, তা প্রতি সপ্তাহে পাঠাতে মধ্যশিক্ষা পর্ষদকে।

পর্ষদের এই নির্দেশের ফলে শিক্ষকদের ক্লাস নেওয়ার সময় এবং স্কুলে অবস্থানের সময় নির্দিষ্ট হবে। এছাড়াও, শিক্ষকদের ক্লাস নেওয়ার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রশ্ন ফাঁস রুখতে ‘ইউনিক-কোড’ সিস্টেম চালু শিক্ষা দপ্তরের! না জানলে পড়বেন বিপদে

শিক্ষকদের প্রতিক্রিয়া

পর্ষদের এই নির্দেশের ফলে শিক্ষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কিছু শিক্ষক এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এই নির্দেশের ফলে শিক্ষকদের স্কুলে পৌঁছানোর সময় বাড়বে এবং তারা আরও বেশি সময় শিক্ষার্থীদের সাথে কাটাতে পারবেন।

অন্যদিকে, কিছু শিক্ষক এই নির্দেশকে নিয়ে অসন্তুষ্ট। তারা মনে করেন, এই নির্দেশের ফলে শিক্ষকদের চাপ বাড়বে। তারা আরও বলেন, এই নির্দেশ বাস্তবায়ন করা কঠিন হবে।

পর্ষদের উদ্দেশ্য:

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এই নির্দেশের মাধ্যমে স্কুলগুলিকে আরও বেশি করে সময়ানুবর্তিতায় বেঁধে ফেলতে চাইছে। পর্ষদের ধারণা, এই নির্দেশের ফলে স্কুলগুলিতে পড়াশোনার মান বাড়বে।

অবশ্যই: School Admission Age: স্কুলে ভর্তির বয়সসীমা বেঁধে দিল রাজ্য সরকার! কোন বয়সে কোন ক্লাসে ভর্তি? জানুন

নতুন নির্দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক:

  • শিক্ষকদের স্কুলে পৌঁছানোর সময় ১০ মিনিট এগিয়ে নিয়ে আসা হয়েছে।
  • শিক্ষকদের ক্লাস নেওয়ার সময় এবং স্কুলে অবস্থানের সময় নির্দিষ্ট করা হয়েছে।
  • শিক্ষকদের ছুটি নেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে।
  • স্কুলের প্রধান শিক্ষকদের স্কুলের রুটিন মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠাতে হবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram