WBBSE Holiday List 2025: হাইস্কুল গুলির জন্য 2025 ছুটির তালিকা প্রকাশ করল মধ্যশিক্ষা পর্ষদ! দেখে নিন

Dibyendu Dutta

Published on:

Westbengal High School Holiday 2025 WBBSE PDF Download

অবশেষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে প্রকাশ করা হলো পঞ্চম থেকে দশম শ্রেণীর হাই স্কুলগুলির জন্য বিদ্যালয় ছুটির সম্পূর্ণ তালিকা! পুজোর ছুটি বলা হয়েছে, ২৫ দিন রবিবার বাদে, এবং গ্রীষ্মের ছুটি রয়েছে ১১ দিন – যদিও বিশেষ ক্ষেত্রে তা বাড়তে পারে বলে সেটাও জানিয়েছে পর্ষদ। সম্পূর্ণ তালিকা আপনারা দেখে নিন, পাশাপাশি PDF ডাউনলোড করে নিজেদের কাছে রেখে দিতে পারেন সারা বছর কাজে লাগবে

   

WBBSE School Holiday 2025: পশ্চিমবঙ্গে হাইস্কুল ছুটির তালিকা 2025

বছরে ৬৫ দিন ছুটি রয়েছে। ‘বিদ্যালয়ে পালনীয়’ দিনগুলিতে সকল শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত থেকে দিনটি পালন করতে হবে। সেই দিনগুলিতে বিদ্যালয়ে পঠন-পাঠন বন্ধ থাকবে।

WBBSE High School Holiday 2025
WBBSE High School Holiday List Update 2025
WBBSE High School Holiday List 2025 Vacation Breakdown
দরকারি তথ্যলিংক
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ২০২৫ অফিসিয়াল , বিদ্যালয় ছুটির তালিকা
প্রকাশ তারিখ: 18.12.2024
↓ PDF Download

অবশ্যই পড়ুন: School Summative Exam: পরীক্ষার খাতা দেখাতেই হবে অভিভাবকদের! নোটিশ জারি মধ্যশিক্ষা পর্ষদের

ছুটির তালিকা সংক্রান্ত পর্ষদের বিশেষ দ্রষ্টব্য

এই ছুটির তালিকাটি (২০২৫ শিক্ষাবর্ষ) একটি নমুনা (Model) তালিকা দেওয়া হলো। এই তালিকায় মোট ৬৫ দিন উল্লেখ করা হয়েছে।

১। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলার বিশেষ বিশেষ এলাকায় অবস্থিত বিদ্যালয়গুলির ভৌগালিক বৈশিষ্ট্য, আঞ্চলিক উৎসব/প্রথার বিভিন্নতা, প্রাকৃতিক দুর্যোগজনিত ঘটনা অনুযায়ী ছুটির দিনগুলি পরিবর্তিত হতে পারে এবং তা বিদ্যালয় পরিচালন সমিতি/প্রশাসক কর্তৃক অনুমাদিত হতে হবে। কিন্তু মোট ছুটির দিনের সংখ্যা বছরে কোনক্রমেই ৬৫ দিনের বেশি হবে না।

২। রাজ্য সরকারের ঘোষণা অনুসারে ছুটির দিন পরিবর্তিত হতে পারে।

৩। সম্প্রদায়গত ছুটির দিনগুলিতে কোন বিদ্যালয়ে পার্বিক মূল্যায়ন রাখা যাবে না।

পরবর্তী সকল আপডেটের জন্য WBBSE পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (https://wbbse.wb.gov.in/) নজর রাখতে হবে

বড় সিদ্ধান্ত: শিক্ষা ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নির্দেশ বিকাশ ভবনের! কি বলা হলো নোটিশে? দেখে নিন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram