Madhyamik Exam Time: কটা থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা? রিপোর্টিং টাইম কখন? লেটেস্ট আপডেট দেখে নিন

Arpita Paul

Published on:

Westbengal Madhyamik Exam Latest Update 2025

নির্ধারিত সময়ে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে, মাঝে মাত্র একটা দিন। শুরু হবে ১০ই ফেব্রুয়ারি থেকে এবং চলবে ২২শে ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষা প্রতিদিন সকাল ১০:৪৫ টায় শুরু হয়ে দুপুর ২:০০ টায় শেষ হবে। প্রথম ১৫ মিনিট প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে, এবং লিখন কার্যক্রম শুরু হবে সকাল ১১:০০ টা থেকে।

মাধ্যমিক পরীক্ষা 2025 নিয়ে পর্ষদের লেটেস্ট আপডেট

প্রথম দিন, অর্থাৎ ১০ই ফেব্রুয়ারি, পরীক্ষার্থীদের সকাল ৯:৩০ টার মধ্যে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরবর্তী দিনগুলোতে, সকাল ১০:০০ টার মধ্যে কেন্দ্রে পৌঁছানো উচিত। তবে, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে, পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

অবশ্যই দেখুন: Madhyamik Exam Guidelines 2025: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশিকা!

৭ই ফেব্রুয়ারি শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য প্রেস কনফারেন্স করে এই সম্পর্কিত তথ্য দিয়েছেন। ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় মোট ৯,৮৪,৭৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি।

পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে পৌঁছানো, প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখা এবং পরীক্ষার নিয়মাবলী মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। সকল পরীক্ষার্থীর সফলতা ও শুভকামনা রইল।

👇 উত্তরসহ মাধ্যমিকের নমুনা প্রশ্নের সাতটি বিষয়ের সেট! [মাত্র ২৫ টাকা]

Namuna Madhyamik WBBSE Model Question Answer PDF

অনলাইনে যেকোনো UPI পেমেন্ট করে নিয়ে, ডাউনলোড করে নিতে পারবেন! সমস্যা হলে থাকছে হোয়াটসঅ্যাপ সাপোর্ট 9907260741

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram