WBBSE Madhyamik Parshad Test Paper 2025: মাধ্যমিক সরকারি টেস্ট পেপার! স্কুলের আগেই ডাউনলোড করে নাও

Nitya Gorai

Published on:

WBBSE Madhyamik Parshad Testpaper 2025 PDF

মাধ্যমিক ২০২৫ পরীক্ষার্থীদের জন্য বেস্ট টেস্ট পেপার হলো সরকারের তরফ থেকে যেটি দেওয়া হয়ে থাকে “পর্ষদের বিনামূল্যে টেস্ট পেপার” – তবে এক্ষেত্রে সমস্যা হল পশ্চিমবঙ্গের সমস্ত জেলার সমস্ত স্কুলে কিন্তু একই সময়ে এটা গিয়ে পৌঁছায় না। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে আমরা আজ শেয়ার করতে চলেছি!

   

মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার ২০২৫ (স্ক্যান কপি)

ডিসেম্বরে টেস্ট পেপার ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গিয়েছে এবং তার পরেই অধিকাংশ স্কুলে কুড়ি তারিখের মধ্যেই দিয়ে দেয়া হয়েছে। কোন স্কুলগুলি WBBSE পর্ষদ রিজিয়নাল অফিসের কাছাকাছি তারা আগে সেগুলি সংগ্রহ করে নেয়, অন্যদিকে বাকি স্কুলগুলি টেস্ট পেপার পেতে এবং তারপরে ছাত্র ছাত্রীদেরকে দিতে অনেক দিন লেট হয়ে যায়।

তবে অধিকাংশ স্কুল এখনো টেস্ট পেপার পাইনি। এক থেকে দু সপ্তাহের মধ্যেই তারা পেয়ে যাবে কিন্তু কথা ভেবে আমাদের এডু টিপস এবং আমাদেরই ছাত্র-ছাত্রীদের ছোট্ট উদ্যোগে আমরা প্রত্যেকটি বিষয়ের দশটি করে সেট স্ক্যান করে শেয়ার করলাম

কিছু কিছু জেলাতে যেসব ছাত্র-ছাত্রীরা টেস্ট পেপার পেয়েছে তারা সেগুলি সেট স্ক্যান করে আমাদের পাঠিয়েছে, পশ্চিমবঙ্গের বাকি ছাত্রছাত্রীরা সবাই একই সময়ে টেস্ট পেপার শুরু করতে পারে

Target Madhyamik Suggestion Practice WBBSEMadhyamik ৪৫ দিনে প্রস্তুতি, প্র্যাকটিস সেট, A+ সাজেশন!

মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার ২০২৫: ডাউনলোড করুন!

সম্পূর্ণ টেস্ট পেপার তো স্ক্যান করা সম্ভব নয়, কাজে যাতে তোমাদের কিছুটা প্র্যাকটিস এগিয়ে যায় সেই কথা ভেবে আমাদের তরফ থেকে এই টেস্ট পেপার প্রোভাইড করা হলো

তবে বিশেষভাবে ধন্যবাদ জানাতে হবে আবির মন্ডল, কলকাতা এবং প্রিয়া পাল, কলকাতা – যারা তাদের মূল্যবান সময় থেকেও সময় বের করে আমাদেরকে টেস্ট পেপার পাঠিয়েছে। তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং সহায়তা থাকবে এডুটিপস এর পক্ষ থেকে!

Namuna Madhyamik WBBSE Model Question Answer PDF

নিচে বিষয়ভিত্তিক লিংকে ক্লিক করলেই তোমাদের টেস্ট পেপার ডাউনলোড শুরু হয়ে যাবে প্রত্যেকটি বিষয়েরই সেট রয়েছে –

বিষয়PDF লিংক
বাংলা (প্রথম ভাষা) 4.7 MB↓ Download
English (দ্বিতীয় ভাষা) 6.3 MB↓ Download
গণিত 2.5 MB↓ Download
ভৌত বিজ্ঞান 2.6 MB↓ Download
জীবন বিজ্ঞান 2.3 MB↓ Download
ইতিহাস 4.5 MB↓ Download
ভূগোল 2.2 MB↓ Download

নোটস, সাজেশন এবং মাধ্যমিক 2025 এর প্রস্তুতির জন্য অবশ্যই আমাদের “টার্গেট25whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗

** (আমাদের টার্গেট গ্রুপে জয়েন থাকলে বাড়তিভাবে জয়েন করার দরকার নেই।)

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram