Madhyamik PPR PPS Result 2024: মাধ্যমিক রিভিউ রেজাল্ট ঘোষণা! এই ওয়েবসাইটে দেখা যাবে

WBBSE Madhyamik PPR PPS Result 2024 Online Publish 28th June

পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরীক্ষার রিভিউ এবং স্ক্রুটিনি রেজাল্ট প্রকাশ হতে চলেছে! ২৪-শে জুন তারিখে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তি জানিয়ে তা বিস্তারিত বলা হয়েছে এবং অফিশিয়াল ওয়েবসাইটে আজ অর্থাৎ ২৫শে জুন বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।

   

যেসব ছাত্রছাত্রীরা অধীর আগ্রহে বসেছিলেন যে তাদের নম্বর পরিবর্তন হবে কিংবা নতুন রেজাল্ট আসবে নম্বর বেড়ে – তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের প্রতিবেদন। কবে রেজাল্ট দেখতে পারবে তার সঙ্গে কোন কোন ওয়েবসাইটে অনলাইনে এর মাধ্যমে চেক করতে পারবে সমস্ত কিছু জানতে পারবে।

WBBSE Madhyamik PPR PPS Result 2024: মাধ্যমিক রিভিউ রেজাল্ট

মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ২৮ শে জুন অফিশিয়াল ভাবে রিভিউ এবং স্কুটি রেজাল্ট (Madhyamik PPR PPS Result) প্রকাশিত হবে। আবেদন গ্রহণের ৫ সপ্তাহ মধ্যে এই রেজাল্ট প্রকাশ করা হলো।

The West Bengal Board of Secondary Education would publish the Post Publication Review (PPR) / Post Publication Scrutiny (PPS) result of Madhyamik Pariksha (SE), 2024 on 28.06.2024. i.e., within 5 weeks after receiving the applications (18.05.2024).

এখন ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন কিভাবে তোমরা রেজাল্ট চেক করতে পারবে? যে সব ছাত্রছাত্রীরা আবেদন করেছিলে, প্রথমবার মাধ্যমিকের রেজাল্ট যেইভাবে চেক করেছিলে একইভাবে রোল নম্বর অর্থাৎ এডমিট কার্ড যেটা তোমাদের রয়েছে এবং তার সঙ্গে ডেট অফ বার্থ দিলেই, তোমরা তোমাদের নতুন রেজাল্ট চেক করতে পারবে।

মিস করবেন না: After Madhyamik 2024: মাধ্যমিকের পর স্কলারশিপ, কেরিয়ার? বিনামূল্যে গাইড, দেখে নিন কিভাবে

রেজাল্ট কিভাবে অনলাইনে দেখতে পাবে? (Madhyamik PPR PPS result Online Check)

যখন রেজাল্ট প্রকাশিত হবে যেই রেজাল্ট যেই লিংকটা সবার আগে দেখা যাবে আমরা তোমাদের জানিয়ে দেবো। লিংক মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল বিজ্ঞপ্তি pdf কপি নিচে দেওয়া রইল। তোমরা অবশ্যই ডাউনলোড করে নাও পিডিএফ নোটিশটির মধ্যেই কিন্তু কয়েকটি ওয়েবসাইট দেওয়া রয়েছে যেখান থেকে রেজাল্ট আমরা চেক করতে পারবে।

অনলাইনে রেজাল্ট চেক করতে পারবে28.06.2024
নতুন মার্কশীট পাবে02.07.2024
WBBSE Madhyamik PPR PPS Result Official
(নোটিশ অফিসিয়াল)
Download PDF

দেখে নাও: RTI কি? কিভাবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক রেজাল্ট বাড়াবে? কত খরচ? সবকিছু দেখুন

যেসব ছাত্র-ছাত্রীদের রেজাল্ট পরিবর্তন বা আপডেট হয়েছে 02.07.2024 (২রা জুলাই) তারিখের পর স্কুলের কাছ থেকে নতুন মার্কশিট পেয়ে যাবে

পরবর্তী সকল প্রকার আপডেট সবার আগে আমরা তোমাদের পৌঁছে দেব আমাদের সঙ্গে যুক্ত থাকো পরবর্তী একাদশ থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত রকম গাইডেন্স থেকে পড়াশোনা স্কলারশিপ পেয়ে যাবে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram