মাধ্যমিক পরীক্ষার ফলাফল ২০২৫ (Madhyamik Result 2025) প্রকাশিত হতে চলেছে ২রা মে, শুক্রবার সকাল ৯টা (9:00 AM)-এ প্রেস কনফারেন্সের মাধ্যমে। পরে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট এবং অনলাইন পোর্টালগুলিতে ছাত্র-ছাত্রীরা তাদের রেজাল্ট চেক করতে পারবে। রেজাল্ট দেখার আগে কি কি বিষয় খেয়াল রাখতে হবে? অফিসিয়াল রেজাল্ট দেখার লিংক সবকিছু আপনাদের শেয়ার করছি।
Madhyamik Result 2025 Online Official: মাধ্যমিক রেজাল্ট ২০২৫
কখন ও কোথায় ফলাফল দেখা যাবে? WBBSE Madhyamik Result Timing & Website List: রেজাল্ট দেখা যাবে সকাল ৯:৪৫ মিনিট (9:45 AM) থেকে নিচের অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইল অ্যাপগুলিতে:
Result Websites (ফলাফল দেখার ওয়েবসাইট):
- www.result.wbbsedata.com (অফিসিয়াল)
- www.results.shiksha ….& More
Mobile Apps (মোবাইল অ্যাপে):
- iResults App
- EduTips App — ✅ Officially Recognized Result Partner 2025
স্কুলে মার্কশিট কখন পাওয়া যাবে?
প্রত্যেক স্কুল ২রা মে সকাল ১০টা (10 AM) থেকে বোর্ডের নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট সংগ্রহ করতে পারবে। ছাত্র-ছাত্রীদের দুপুর বারোটার পর (12:00 Noon) ডিস্ট্রিবিউশন করা হবে, স্কুল সময় জানিয়ে দেবে।
অবশ্যই দেখুন: মাধ্যমিক পাশের পর স্কলারশিপ টাকা
Important Tips Result Online Check: কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
রেজাল্ট দেখার সময় নিজের রোল নম্বর (Roll Number) এবং ডেট অফ বার্থ (Date of Birth) হাতের কাছে রাখুন – আগে থেকেই নির্দিষ্ট ফরমেটে অ্যাডমিট থেকে নোট করে রাখবে।
- রেজাল্ট প্রকাশের সময় সার্ভার সমস্যা থাকতে পারে, তাই ধৈর্য ধরবে চিন্তা করবে না।
- অনলাইনের রেজাল্ট শুধুমাত্র চেক এবং কনফার্মেশন-এর জন্য, ফাইনাল রেজাল্ট স্কুল থেকে পাওয়া মার্কসিট বৈধ।
এই বছর একটি খুশির খবর – EduTips (www.edutips.in) এখন WBBSE-এর অফিসিয়াল রেজাল্ট পার্টনার হিসেবে স্বীকৃতি পেয়েছে! অর্থাৎ এবার আপনি EduTips ওয়েবসাইট ও অ্যাপ থেকেও সরাসরি আপনার মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন, একদম নির্ভুলভাবে ও দ্রুত।
গুরুত্বপূর্ণ তথ্য | লিংক |
---|---|
মাধ্যমিক রেজাল্ট অফিসিয়াল নোটিস দেখুন (Official PDF Notice) | ↓ Download PDF |
Edutips রেজাল্ট পোর্টাল | result.edutips.in |
দেখে রাখুন: RTI কি? কিভাবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক রেজাল্ট খাতা দেখবে? কত খরচ? সবকিছু দেখুন
২রা মে সকাল থেকেই শুরু হতে চলেছে আনন্দের উল্লাস! ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইলো EduTips-এর তরফ থেকে। এই রেজাল্ট শুধু একটা সংখ্যা নয়, এটা তোমাদের পরিশ্রমের প্রতিফলন।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »