পশ্চিমবঙ্গের স্কুলগুলির জন্য বিরাট নির্দেশিকা জারি করল রাজ্য শিক্ষা দপ্তর! 26 শে জুলাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে ইলেকট্রিসিটি ব্যবহার (Use of Electricity in School) নিয়ে সেরকমই এক বিজ্ঞপ্তিতে কড়া বার্তা দিয়েছেন ডেপুটি সেক্রেটারি (একাডেমিক) WBBSE।
মধ্যশিক্ষা পর্ষদের অধীনে সমস্ত স্কুলগুলিতে এই নিয়ম মানতেই হবে। সমস্ত নোটিশের সহজভাবে এই প্রতিবেদনে তুলে ধরব তার পাশাপাশি পোস্ট শেষে আপনারা বিজ্ঞপ্তি পিডিএফ কপি পেয়ে যাবেন, ডাউনলোড করে নিজেরা দেখে নেবেন।
WBBSE Board Notice for Electricity Use in School: বিজ্ঞপ্তিতে কি বলেছে মধ্যশিক্ষা পর্ষদ
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্কুলে বৈদ্যুতিক শক্তির অপ্রয়োজনীয় ব্যবহার সম্পর্কে অত্যন্ত সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অবহিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সাম্প্রতিককালে বিদ্যুতের চরম সংকট সামনে আসছে। কিছু কিছু জায়গায় অনেক সময় স্কুল সময়ের বাইরেও বিদ্যুতের অপব্যবহারের ঘটনা ঘটেছে।
সমস্ত স্কুল কর্তৃপক্ষকে পরামর্শ দেওয়া হচ্ছে যে বিদ্যুৎ খরচের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকার জন্য, পাশাপাশি বিদ্যুতের অপ্রয়োজনীয় ব্যবহার এড়িয়ে চলতে হবে। শুধু ক্লাসরুম নয় একইভাবে অফিসে, কর্মকর্তাদের অফিসেও বিদ্যুৎ খরচের ক্ষেত্রে একই রকম সতর্কতা নিশ্চিত করার জন্য বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে।
আরো পড়ুন: স্কুল কলেজ ভর্তি থেকে স্কলারশিপ, সমস্যায় ওবিসি পড়ুয়ারা! কি সিদ্ধান্তে রাজ্য শিক্ষাদপ্তর? দেখুন
চেক করার জন্য স্কুলে Sl, শিক্ষাবন্ধু দের ভিজিট ও রিপোর্ট তৈরি
শুধু তাই নয় এই বিষয়ে কোন অপব্যবহার সম্পর্কে চেক করার জন্য Sl, শিক্ষাবন্ধু নিজে নিজে এলাকায় পরিদর্শনেও যাওয়ার জন্য বলা হয়েছে। দৈনিক ভিত্তিতে এই ধরনের ভিজিট রিপোর্ট করার জন্য তাদের দায়িত্ব দেওয়া হয়েছে।
NOTIFICATION: Advisory regarding prevention of unnecessary use of electrical power in schools.
No.: D.S(Aca)/246/S/10(A) Date: 26.07.2024 | Download PDF |
মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট | wbbse.wb.gov.in |
আরো দেখুন: শিক্ষকদের ওপর নজরদারি চালাবে শিক্ষা দপ্তর! প্রধান শিক্ষকদের চিঠি, বিস্তারিত প্রতিবেদনে
অবশেষে বিজ্ঞপ্তি যা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এবার স্কুল গুলির ওপর যে অভিযোগ আসছিল বিদ্যুতের অপব্যবহার সেই নিয়ে যথেষ্ট সজাগ এবং কার্যকরী পদক্ষেপ নিল শিক্ষা পর্ষদ। স্কুলগুলিতেই ছোট থেকে আমাদের শেখানো হয় যে বিদ্যুতের অপব্যবহার না করা, ফ্যান আলো এগুলো অপ্রয়োজনীয় ভাবে না চালানো। তো দেখা যাক কতটা কার্যকরী হয় এই পদক্ষেপ, বাকিটা সময় বলবে।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »