WBBSE Summer Vacation 2025: গরমের ছুটি নিয়ে বিজ্ঞপ্তি দিল মধ্যশিক্ষা পর্ষদ! কবে থেকে দেখে নিন

WBBSE Summer Vacation 2025 West Bengal school summer holidays 2025

সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ — স্কুল বন্ধ থাকছে ৩০ এপ্রিল থেকে! পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) এক জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে যে এবছর রাজ্যের সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ে গরমের ছুটি (Summer Vacation) আগাম শুরু হচ্ছে ৩০ এপ্রিল ২০২৫ (30.04.2025) থেকে

এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী, যাতে ছাত্রছাত্রীদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। এখনই জেনে নিন কোন কোন স্কুলে ছুটি থাকছে, কোনগুলো ছাড়পত্রের আওতায় নেই, আর শিক্ষক-শিক্ষিকাদের জন্য কোন নির্দেশিকা জারি হয়েছে।

গরমের ছুটি আগাম শুরু: রাজ্যজুড়ে স্কুল বন্ধ ৩০ এপ্রিল থেকে

রাজ্যের সমস্ত অনুমোদিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক/শিক্ষিকা (Head of all recognized Secondary Schools) দের Deputy Secretary (Administration), WBBSE তরফ থেকে এই নির্দেশিকা দেওয়া হয়েছে। প্রাইভেট স্কুলগুলি এই বিজ্ঞপ্তি সরাসরি মেনে নিতেও পারে, অথবা তাদের মত করে তারা ছুটির সাজাতে পারে।

বিষয় (Subject)বিবরণ (Details)
বিজ্ঞপ্তির তারিখ (Date of Notice)11.04.2025
বিষয়বস্তু (Subject)গরমের ছুটি আরম্ভ (Preponement of Summer Vacation)
ছুটি শুরু (Vacation Starts)৩০ এপ্রিল ২০২৫ (30.04.2025)
কতদিন পর্যন্ত ছুটি থাকবেপরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত

শিক্ষক-শিক্ষিকাদের জন্য বিশেষ নির্দেশ (Instructions for Teaching & Non-Teaching Staff)

Banglar Shiksha গরমের ছুটিতে শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরাও ছুটিতে থাকবেন, তবে নিচের শর্তগুলি মানতে হবে:

  • MP (S.E.), 2025 সংক্রান্ত কাজে প্রয়োজন হলে সহায়তা করতে হবে।
  • স্কুল খোলার পর অতিরিক্ত ক্লাস (Extra Classes) নিতে হবে।
  • ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

রাজ্যের সব মাধ্যমিক বিদ্যালয়ে গরমের ছুটি ৩০ এপ্রিল ২০২৫ থেকে কার্যকর। পাহাড়ি এলাকার (Darjeeling ও Kalimpong) স্কুলগুলি এই নির্দেশনার বাইরে থাকবে। শিক্ষকদের দায়িত্বপূর্ণ সহায়তা প্রয়োজন হলে দিতে হবে। পরবর্তীতে অতিরিক্ত ক্লাস নিয়ে পাঠ সম্পূর্ণ করাতে হবে।

নোটিশ ডাউনলোড লিংক (Download Link)
↓ WBBSE Notice PDF

অবশ্যই দেখবেন: Students Aadhar Update: পড়ুয়াদের আধার আপডেট বাধ্যতামূলক: নতুন নির্দেশিকা শিক্ষা দপ্তরের!

এই সময়োপযোগী সিদ্ধান্ত ছাত্রছাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রীষ্মের তাপপ্রবাহে শিশুদের সুস্থ রাখতেই রাজ্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। শিক্ষক-শিক্ষিকারা ছুটিতে থাকলেও দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে এবং স্কুলের পক্ষ থেকে আসা সমস্ত আপডেট নজরে রাখুন।

WBBSE Summer Vacation 2025, West Bengal school summer holidays 2025, পশ্চিমবঙ্গ গরমের ছুটি, Preponement of School Holidays WB, School Holiday Notice 2025 WB, WBBSE Notice Today Summer Vacation 2025.

Join Group

Telegram