মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক খাতা দেখা নিয়ে বড় আপডেট! একই শিক্ষক খাতা দেখবেন না?

wbbse-wbchse-exam-paper-check-teacher-update

আর কয়েকটা মাস পেরোলেই মাধ‍্যমিক – উচ্চমাধ‍্যমিক পরীক্ষা । ইতিমধ্যে পরীক্ষার্থী – শিক্ষক মন্ডলী উভয় তরফের থেকে জোর কদমে পরীক্ষার প্রস্তুতি চলছে। তবে আজকে যে প্রতিবেদনটি এনেছি তা মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিকের বিষয়েই। এটি অবশ‍্য ছাত্রছাত্রীদের জন‍্য নয়, শিক্ষকদের তরফ থেকে পর্ষদের প্রতি দাবি। প্রতিবারেই মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক পরীক্ষা হয়ে যাওয়ার পর সেই খাতা মূল‍্যায়নের দায়িত্ব পড়ে বিভিন্ন স্কুলের মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকাদের। ফলে খাতা দেখা নিয়ে রীতিমতো দ্বন্বে থাকেন পরীক্ষকরা। আবার কখনও একই শিক্ষককে মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক স্তরের খাতা দেখতে হয় যা রীতিমতো চাপেরও হয়ে যায়। আর এ বিষয়ে শিক্ষক মন্ডলীর তরফ থেকে পর্ষদকে চিঠি জানানো হয়েছে।

   

মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতার মূল্যায়ন

প্রসঙ্গত, মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক পরীক্ষা হল ছাত্রজীবনে জীবনের প্রথম দুটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করে ছাত্রছাত্রীরা মূলত কর্মজীবনে প্রবেশে নানান পথ বেছে নেন। তাই এই দুটি পরীক্ষার ফল বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এই পরীক্ষার খাতা দেখার বিষয়ে কোন সামঞ্জস‍্য থাকে না বলেই জানিয়েছেন শিক্ষকমন্ডলী।

বহুক্ষেত্রেই একই শিক্ষক বা শিক্ষিকাকে মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক দুক্ষেত্রেই খাতা দেখার দায়িত্ব আসে। অথচ অনেক শিক্ষক শিক্ষিকাই থাকেন যাদের কোনও খাতা দেখার দায়িত্ব থাকে না। আর এই নিয়েই শিক্ষানুরাগী ঐক‍্য মঞ্চের তরফ থেকে মাধ‍্যমিক মধ‍্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি ও উচ্চ মাধ‍্যমিক শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য্যের উদ্দেশ‍্যে এবিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ আপডেট: SAS Exam: শিক্ষার মান যাচাই করতে রাজ‍্যজুড়ে ১০ হাজার স্কুলে SAS পরীক্ষার আয়োজন

শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বড় আপডেট

শিক্ষক শিক্ষিকাদের খাতা দেখার দায়িত্ব বন্টনের ক্ষেত্রে মাধ‍্যমিক ও উচ্চমাধ‍্যমিক উভয় পর্ষদের সমন্বয় থাকা বিশেষ জরুরি বলে মনে করা হচ্ছে। অতি অল্প সময়ের মধ‍্যে দুটি স্তরের খাতা দেখা রীতিমতো চাপের ও উদ্বেগজনক বিষয়। তাই একই শিক্ষককে উভয় স্তরের খাতা মুল‍্যায়নের দায়িত্ব থেকে অব‍্যহতি দিয়ে যে কোন শিক্ষককে একটি স্তরের খাতা মূল‍্যায়নের দায়িত্ব দেওয়া হোক। ফলে যে সকল শিক্ষক শিক্ষিকারা খাতা দেখার দায়িত্ব পান না তাদেরও সমানভাবে খাতা মূল‍্যায়নের দায়িত্ব দেওয়া হলে আর কোন সমস‍্যা থাকবে না।

অবশ‍্য এ বিষয়ে শিক্ষানুরাগী ঐক‍্য মঞ্চের সম্পাদক কিঙ্কর অধিকারী জানান, ইতিমধ্যে মঞ্চের তরফ থেকে ব‍্যক্তিগতভাবে চিঠি ও ইমেলের মাধ‍্যমে এই সমস‍্যার বিষয় পর্যালোচনার জন‍্য তুলে ধরা হয়েছে। যথার্থ গুরুত্ব দিয়ে এই সমস‍্যাটি সমাধানে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হতে পারে পর্ষদের তরফ থেকে আশাবাদী তিনি, আশাবাদী সকল ভুক্তভোগী শিক্ষকরাও। খাতা মূল‍্যায়নের দায়িত্ব সমবন্টন হলে যথার্থতার সঙ্গে পরীক্ষার্থীদের খাতা মূল‍্যায়নও সম্ভবপর হবে এবং এতে পরীক্ষক ও পরীক্ষার্থী উভয় পক্ষেরই ঝুকিমুক্ত হবেন।

পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড: https://wbbse.wb.gov.in/

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ: https://wbchse.wb.gov.in/

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram