WBCAP College Admission প্রথম মেরিট লিস্ট! পছন্দের কলেজ না পেলে কি করবে? ভর্তি হতেই হবে, দেখে নাও

WB College Centralised Portal Merit List WBCAP Admission 2024

প্রথম মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়ে গেছে এবার এই অবস্থায় ছাত্র-ছাত্রীদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন আসছে যেমন আমি যদি এখন এডমিশন না নিতে চাই তাহলে আমি পরে কি আর এডমিশন নিতে পারব? তারপর হচ্ছে আমি যে প্রেফারেন্সটা পেয়েছি আমি ভর্তি হতে চাইছি না, আমি তার Lower Preference কলেজে ভর্তি হতে চাইছি তাহলে আমি কি করবো? এছাড়া আমি এখন আর অন্য কোন সাবজেক্টে ভর্তি হতে পারব কিনা? এছাড়া কলেজে আমি অন্য সাবজেক্টে সুইচ করতে পারব কিনা আর এই সমস্ত ধরনের প্রশ্ন তোমাদের রয়েছে তার সম্পূর্ণ ডাউট ক্লিয়ার এবং উত্তর পেয়ে যাবে আজকের পোস্টে।

   

Centralised Portal Merit List WBCAP Admission 2024: বিষয়গুলো জেনে নাও

সবার প্রথমেই বলি যে তুমি তোমার নামে যদি কোন কলেজ অ্যালট হয়ে থাকে, তোমাকে এখনই কলেজে এডমিশন নিতে হবে, না হলে তোমার বর্তমান কলেজটা বাতিল হয়ে যাবে, তুমি পরবর্তীকালে আর সুযোগ পাবে না।

যাদের কোনো কলেজ অ্যালট হয়েছে, ভর্তি হবে কি হবে না?

আমি এই কলেজে পেয়েছি কিন্তু আমি ওয়েট করতে চাইছি, অন্য কলেজের জন্য! তাদের জন্য ওয়েট করার যে সুযোগটা সেটা এখানে নেই। এখানে তোমরা যদি কলেজে ভর্তি হতে চাও এই বছরে তাহলে অবশ্যই তোমাদের এখনই ভর্তি হয়ে যেতে হবে যে সিট পেয়েছো সেই সিটেই ভর্তি হয়ে যেতে হবে। এমনকি তোমাদের ড্যাশবোডেও একই নোটিফিকেশন এসেছে

Take Admission Be careful, if you are allotted a seat and don't take admission within due time, you will not be allowed to take admission further in this process.

পছন্দের কলেজ না পেলে কি করবে?

তোমরা অনেকেই এই বিষয়টা বলছো যে আমি এখন যে কলেজে চান্স পেয়েছি সেটা আমার পছন্দের কলেজ নয় আমি এখন ভর্তি না হয়ে আমি কি Mop Upঅ্যাডমিশনের জন্য ওয়েট করতে পারব? যারা এপ্লিকেশন করার সুযোগ পায়নি তাদেরকে সেকেন্ডে এপ্লিকেশন করার সুযোগ দেওয়া হচ্ছে তার মানে এই নয় প্রত্যেকটা স্টুডেন্ট পাবে।

অবশ্যই তোমায় হায়ার প্রেফারেন্সে যাওয়ার একটা সুযোগ থাকবে কিন্তু কোন গ্যারান্টি নেই। কাজেই ভর্তি হতে চাইলে যেটাতে নাম এসেছে সেটাতে আপাতত admission নিয়ে রাখতে হবে।

Important things to know Before Online Provisional Admission

WBCAP Centralised Portal Provisional Admission Important things to know
WBCAP Centralised Portal Provisional Admission Important things to know

দেখে নাও: Student Helpdesk: প্রতিটি কলেজে স্টুডেন্ট হেল্পডেস্ক! ভর্তি সহ সমস্যার সমাধান

কলেজে ভর্তির প্রথম মেরিট লিস্ট ও ফাইনাল ডাউট ক্লিয়ার

অবশেষে তোমাদের সকলকে বলা, স্টুডেন্ট এরকমভাবে তারা এক্সপেক্ট করে বসে আছে যে আমি এখন পছন্দের কলেজ পাইনি মানে পরে আমি সেকেন্ড বার অ্যাপ্লাই করব, তাদের জন্য সেই সুযোগটা দেওয়া হবে না! তোমাদের সাজেস্ট করবো না এই ধরনের একটা রিস্ক নিতে যে তুমি এখন এডমিশন না নিয়ে পরবর্তীকালের জন্য ওয়েট করো। তাই এখন যে কলেজটা পেয়েছ সেটাতে আপাতত তোমাদের এডমিশন হয়ে থাকতে হবে

মেরিট লিস্ট চেক সহ লগইন করে সমস্ত কিছু দেখে নাও: https://wbcap.in/login

মিস করো না: Pass vs Honours: পাস নাকি অনার্স কোনটা ভালো? কোনটি নিয়ে পড়লে চাকরির সুযোগ

পরবর্তী সকল প্রকার আপডেট থেকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড এডমিশন পোর্টালের খুঁটিনাটি সমস্ত কিছু পেয়ে যাবে, তোমাদের সহজ করে কঠিন বিষয় গুলো বুঝিয়ে দেয়ার চেষ্টা করা হবে। এডুটিপস বাংলার সঙ্গে যুক্ত থাকো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram