WBCAP Upgrade Alloted to Higher Preference: আপগ্রেড এবং দ্বিতীয় রাউন্ডে ভালো কলেজ! সব নিয়ম দেখে নাও

WBCAP College Admission Upgrade Alloted to Higher Preference:

প্রথম রাউন্ডে পশ্চিমবঙ্গের সেন্ট্রালাইজড এডমিশন পোর্টালে ছাত্র-ছাত্রীদের অনেকেরই সিট অ্যালটমেন্ট হয়েছে, আবার অনেকেই কোন সিট পাইনি। সিট অ্যালটমেন্ট অনুসারে ভর্তির ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের তাই অনেক কনফিউশন হচ্ছে। ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে উচ্চশিক্ষা দপ্তরের থেকে ইতিমধ্যে ব্যাপারগুলো সম্পর্কে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

   

আজকের প্রতিবেদনে আমরা এই টেকনিক্যাল বিষয়গুলোই সহজ করে ছাত্র-ছাত্রীদের কাছে বুঝিয়ে বলব যাতে তাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয় এবং কলেজে ভর্তির আরো সহজ করে পারে তারা

Provisional Admission: প্রথম রাউন্ডের প্রভিশনাল এডমিশন

প্রথমেই ছাত্রছাত্রীদের একটা কথা বলা দরকার প্রথম রাউন্ডে যে সিটটা তারা ভর্তি হচ্ছে তারা চাইলে সেটা পার্মানেন্ট ভর্তি হতে পারে। কিন্তু নিয়ম অনুসারে সেটা হল প্রভিশনাল এডমিশন, মানে সহজ বাংলায় অস্থায়ীভাবে একটা সিটে ভর্তি হওয়া

If an already provisionally admitted candidate is allotted a seat in the upgrade round of Phase II, the candidate can opt for the upgraded seat. In that case, the candidate must confirm to irrevocably vacate the earlier seat. Alternatively, the candidate can opt not to take admission to the upgraded seat.

যদি ইতিমধ্যেই অস্থায়ীভাবে ভর্তি হওয়া প্রার্থীকে দ্বিতীয় ধাপের আপগ্রেড রাউন্ডে একটি আসন বরাদ্দ করা হয়, তবে প্রার্থী আপগ্রেড করা আসনটি বেছে নিতে পারেন। সেক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই পূর্বের আসনটি অপরিবর্তনীয়ভাবে খালি করার বিষয়টি নিশ্চিত করতে হবে। বিকল্পভাবে, প্রার্থী আপগ্রেড করা আসনে ভর্তি না হওয়া বেছে নিতে পারেন।

আপগ্রেড প্রেফারেন্স এবং লোয়ার প্রেফারেন্স যাওয়ার নিয়ম

➤ Students who have been allotted seats in 1st round will have to take admission.
➤ The will be given an upgrade option, if any, during admission.
➤ Without taking admission, they cannot avail of the upgrade option
➤ Those who get seats in 1st round but do not take admission will have to submit revised preference in 2nd round, that starts from Aug 8.

অর্থাৎ, বর্তমানে তোমার সিটে তোমায় ভর্তি হতে হবে, না হলে পরবর্তী রাউন্ডের জন্য তুমি সুযোগ পাবে না। তবে যদি তুমি কোন কারনে না ভর্তি হও তাহলে সেকেন্ড রাউন্ডে তুমি রিভাইস প্রেফারেন্স কলেজ দিতে পারবে, তবে তখন কিন্তু তোমার সিট পাওয়ার নিশ্চয়তা থাকবে এই নয় যে তুমি গ্যারান্টি সিট পাবে। এমনকি তখন তুমি চাইলেও তোমার প্রথম রাউন্ডের ফিরে পাবে না, যদি না এখন ভর্তি হয়ে থাকো।

অবশ্যই দেখবে: WBCAP College Admission প্রথম মেরিট লিস্ট! পছন্দের কলেজ না পেলে কি করবে?

WBCAP Alloted to Higher Preference & Upgrade Process

Alloted to Higher Preferenceতোমার প্রেফারেন্স লিস্ট অনুযায়ী তুমি এর থেকে ভালো কলেজ পেয়েছ বলে সেই কলেজ থেকে তোমাকে অন্য কলেজে দেওয়া হয়েছে।
How to UpgradeStudents must first take admission to their allotted seat to become entitled for consideration in the upgradation round and may opt for up-gradation, if any.
(অর্থাৎ আপগ্রেড বা অন্য কলেজ পেতে চাইলেও এখন তোমাকে ভর্তি হয়ে থাকতেই হবে)

তোমরা অনেকেই বলছো যে আমি দুই বা তিনে পেয়েছি কিন্তু আমি পাঁচ বা ছয় এডমিশন নিতে চাই বা আমি দশে এডমিশন নিতে চাই – এটা কোনভাবেই পসিবল না। প্রেফারেন্স লিস্টতুমি যেখানে প্রেফারেন্স-1 দিচ্ছ তার মানে হচ্ছে সেটাই তোমার সব থেকে পছন্দের কলেজ। তাই ওপরের দিকের কোন রেফারেন্সে নাম চলে আসলে তার নিচে নামার আর সম্ভাবনা নেই।

তবে হ্যাঁ আপগ্রেড হয়ে ওপরের দিকের কলেজের যেতে পারবে যেগুলো তোমার যদি ধরো দুই নম্বরে তুমি পেয়েছো তাহলে তোমার 1 নম্বর যাওয়ার একটা সুযোগ থাকবে।

দেখে নাও: Distance Course কি? ডিসটেন্স নাকি রেগুলার? পড়াশোনা, সার্টিফিকেট, উচ্চশিক্ষা জেনে নাও

আশা করি সিট এলটমেন্টের আপগ্রেড এবং হায়ার প্রেফারেন্স এর নিয়ম গুলো তোমাদেরকে সহজ ভাবে বোঝাতে পেরেছি। এখনো যদি কোন রকম তোমাদের সমস্যা থাকে অবশ্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের গাইড করে দেব, পরবর্তী সকল প্রকার আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাক।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram