WBCHSE (West Bengal Council of Higher Secondary Education) অর্থাৎ পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই একাদশ শ্রেণীর (Class 11) দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার রুটিন ঘোষণা করেছে। আজকের এই পোস্টে আমরা তোমাদের জন্য সেই রুটিনটি বিস্তারিতভাবে তুলে ধরব।
প্রথমবার নতুন সেমিস্টার সিস্টেমে দ্বিতীয় সেমিস্টারে লেখা পরীক্ষা অর্থাৎ Descriptive টাইপের পরীক্ষা নেওয়া হবে, যেখানে বড় প্রশ্ন থাকবে তার সঙ্গে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রশ্নপত্রের প্যাটার্ন এবং বিভিন্ন সাবজেক্ট এর জন্য আলাদা আলাদা সিলেবাস আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে শেয়ার করব।
উচ্চমাধ্যমিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন 2024
প্রথমবারের অভিজ্ঞতা হিসেবে এই পরীক্ষা তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা অফিসিয়াল ওয়েবসাইটের রুটিন পিডিএফ এর লিংক নীচে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট আউট করে নিতে পারো। তো, এই পরীক্ষার রুটিন এক নজরে দেখে নেওয়া যাক। কবে কোন পরীক্ষা রয়েছে? —
পরীক্ষার তারিখ ও সময়:
- পরীক্ষা শুরু: 3রা মার্চ, 2025 (সোমবার)
- প্রতিদিনের পরীক্ষার সময়: বিকাল 2:00 PM থেকে 4:00 PM (28 Octber Update)
বিষয়ভিত্তিক পরীক্ষার সময়:
- সমস্ত বিষয়: ২ ঘণ্টা (2 hr)
- ভিজ্যুয়াল আর্টস, মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট: ১ ঘন্টা ১৫ মিনিট (1 hr 15 min)
পরীক্ষার বিষয়সমূহ (নিচে ইংরেজিতে সম্পূর্ণ টেবিল দেওয়া রয়েছে)
- 3রা মার্চ: বাংলা ‘ক’ (Bengali A), ইংরেজি (A), হিন্দি (A), নেপালি (A), উর্দু, তেলুগু, পঞ্জাবি
- 4ঠা মার্চ: হেলথ কেয়ার, অটোমোবাইল, অর্গানাইজড রিটেইলিং, সিকিউরিটি, IT এবং ITeS, প্লাম্বিং, কনস্ট্রাকশন, অ্যাপারেল, ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল সার্ভিস অ্যান্ড ইন্স্যুরেন্স, ফুড প্রসেসিং, টেলিকম
- 5ই মার্চ: ইংরেজি ‘খ’ (English B), বাংলা (B), হিন্দি (B), নেপালি (B), অল্টারনেটিভ ইংরেজি
- 6ই মার্চ: ইকোনমিক্স অর্থ্যাথ্রোপলজি অর্থ্যাওয়েলবিইং
- 7ই মার্চ: ফিজিক্স, নিউট্রিশন, এডুকেশন, অ্যাকাউন্টেন্সি
- 8ই মার্চ: কম্পিউটার সায়েন্স, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন, এনভাইরনমেন্টাল স্টাডিজ, হেলথ অ্যান্ড ফিজিকাল এডুকেশন, মিউজিক, ভিজ্যুয়াল আর্টস
- 10ই মার্চ: স্ট্যাটিস্টিক্স, সাইকোলজি, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, হিস্ট্রি
- 11ই মার্চ: কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, বিজনেস স্টাডিজ
- 12ই মার্চ: ফিলোসফি
- 13ই মার্চ: ম্যাথম্যাটিক্স, অ্যাগ্রিকালচার (AGRI), জার্নালিজম অ্যান্ড মাস কম্যুনিকেশন, সংস্কৃত, ফারসি, আরবি
- 17ই মার্চ: বায়োলজিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন
- 18ই মার্চ: সাইবার সিকিউরিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা সায়েন্স, সোশিওলজি
WBCHSE Class 11 2nd Semester Exam Routine 2025
Date (তারিখ) | Day (বার) | Subjects (বিষয়) |
---|---|---|
03/03/2025 | Monday | Bengali (A), English (A), Hindi (A), Nepali (A), Urdu, Santhali, Odia, Telugu, Punjabi |
04/03/2025 | Tuesday | Health Care, #Automobile, #Organised Retailing, #Security, #IT and ITES, # Electronics, # Tourism & Hospitality, #Plumbing, #Construction, #Apparel, #Beauty and Wellness, #Agriculture, #Power, Banking Financial Service – VOCATIONAL SUBJECTS |
05/03/2025 | Wednesday | English (B), Bengali (B), Hindi (B), Nepali (B), Alternative English |
06/03/2025 | Thursday | Economics or Anthropology or Science of Well Being or Applied Artificial intelligence |
07/03/2025 | Friday | Physics, Nutrition, Education, Accountancy |
08/03/2025 | Saturday | Computer Science, Modern Computer Application, Environmental Studies, #Health & Physical Education, Music, #Visual Arts, |
10/03/2025 | Monday | Statistics, Psychology, Commercial law and Preliminaries of Auditing, History |
11/03/2025 | Tuesday | Chemistry, Geography, Human Development and Resource Management, Business Studies |
12/03/2025 | Wednesday | Philosophy |
13/03/2025 | Thursday | Mathematics, Agriculture (AGRI), Joumalism and Mass Communication, Sanskrit, Penian, Arabic |
17/03/2025 | Monday | Biological Science, Political Science, Costing and Taxation |
18/03/2025 | Tuesday | Cyber Security, Artificial Intelligence, Data Science, Sociology |
নতুন ঘোষণা: WBCHSE Semester Result Marks: একেবারেই আপলোড হবে রেজাল্ট! উচ্চ মাধ্যমিক সেমিস্টারে
Semester II Examination Routine 2025 PDF
তথ্য | পিডিএফ লিংক |
---|---|
WBCHSE Semester-2 Routine 2024-25 Memo No. DS (Exam)/075/2024 Date: 10/07/2024 | Download PDF |
একাদশ শ্রেণি দ্বিতীয় সেমিস্টার প্রস্তুতি (টার্গেট একাদশ ’25) | Join Group |
গুরুত্বপূর্ণ: HS Exam Calculator Use: উচ্চমাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ! শিক্ষা সংসদের নির্দেশ
Exam Time: কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে?
প্রতিদিন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত ২ ঘন্টা [2:00 pm to 02:00 pm (02 hour)] ধরে দ্বিতীয় সেমিস্টারের SAQ ও বিশ্লেষণভিত্তিক প্রশ্নের পরীক্ষা হবে। তবে বিশেষ বিষয় যেমন– ভিসুয়াল আর্ট এবং মিউজিক এগুলোর ক্ষেত্রে ১ ঘন্টা ১৫ মিনিটের সময় রয়েছে।
ইতিমধ্যেই EduTips- বাংলার পক্ষ থেকে সমস্ত রকম গাইডেন্স ছাত্র-ছাত্রীদের দেওয়ার চেষ্টা করা হচ্ছে। খুব তাড়াতাড়ি বিষয় ভিত্তিক প্র্যাকটিস সেট এর মাধ্যমে ছাত্র-ছাত্রীদের প্রস্তুতিতে আরো ভালো রকম রুপ দেওয়ার চেষ্টা হবে। আমাদের সঙ্গে যুক্ত হন পরবর্তী সকল প্রকার সুযোগ সুবিধা পাওয়ার জন্য।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »