WBCHSE Class 11 Exam Date 2024: একাদশ শ্রেনীর পরীক্ষার সময়সূচি দিল সংসদ! কবে থেকে ও কখন দেখে নিন

WBCHSE Class 11 Exam Date 2024 HS 11 Exam Routine PDF

বিগত বছরগুলোতে উচ্চমাধ্যমিক পরীক্ষার সাথেই হতো একাদশ শ্রেণীর পরীক্ষা। কিন্তু এবার সংসদের তরফ থেকে জানানো হয়েছিল যে এবার থেকে একাদশ শ্রেণির পরীক্ষার সব দায়িত্ব স্কুলের উপর থাকবে অর্থাৎ একাদশ শ্রেণির পরীক্ষার প্রশ্ন স্কুল গুলি নিজেরাই তৈরি করবে এবং একাদশ শ্রেণির পরীক্ষার তারিখ ও সময় শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজেদের পছন্দ মতো ঠিক করবে। 

   

সামনেই লোকসভা ভোট তাই এই কথা মাথায় রেখে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি ২৩শে জানুয়ারি,২০২৪ মঙ্গলবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে একাদশ শ্রেণির পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষার সঙ্গে চলবে।

একাদশ শ্রেণীর পরীক্ষার তারিখ এবং সময় (Class 11 Exam Date)

এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ১৬ই ফেব্রুয়ারি থেকে এবং পরীক্ষা চলবে আগামী ২৯শে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ একাদশ শ্রেণীর পরীক্ষাও শুরু হবে ১৬ই ফেব্রুয়ারি ও শেষ হবে ২৯শে ফেব্রুয়ারি। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে সকাল ৯:৪৫ থেকে দুপুর ১:০০ টা পর্যন্ত ও একাদশ শ্রেণীর পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ২:০০ টা থেকে বিকাল ৫:১৫ পর্যন্ত।

একাদশ পরীক্ষার তারিখউচ্চ মাধ্যমিকের রুটিন অনুযায়ী হবে
পরীক্ষার সময়দুপুর ২:০০ টা থেকে বিকাল ৫:১৫ পর্যন্ত

যে সকল বিদ্যালয়গুলিতে অলরেডি একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা নেওয়া হয়ে গেছে সেই সকল বিদ্যালয়ের জন্য এ নোটিশ নয়। এই নোটিশটি সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য যেগুলি এখনো পর্যন্ত একাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে উঠতে পারেনি। সেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো চাইলে উচ্চমাধ্যমিকের দিনগুলোতে একাদশ শ্রেণির পরীক্ষা নিতে পারে বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেও একাদশের পরীক্ষা দিতে পারে। 

Class 11 Routine: সংসদের তরফ থেকে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়

যেহেতু সামনেই লোকসভা ভোট তাই সরকার চান না যে কোন গুরুত্বপূর্ণ পরীক্ষা ভোটের কয়েকদিন আগে হোক তাই সংসদ নোটিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই একাদশের পরীক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে করিয়ে নিতে হবে। এরপর একাদশ শ্রেণির পরীক্ষা সম্পন্ন হলে আগামী ৫ই মার্চের মধ্য স্কুলের তৈরি একাদশ শ্রেণির প্রশ্নপত্র উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে পাঠাতে হবে।

Any Commitment / Proposal / Offer coming from any agency/organization/body for conducting Class-XI examination is highly discouraged by W.B.C.H.S.E in all aspects. We absolutely assign such responsibilities to individual schools only.

একাদশ শ্রেণির পরীক্ষা নিয়ে সংসদের নোটিশ » Download Now

অবশ্যই দেখুন » উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪ ও একাদশ শ্রেণীর পরীক্ষার রুটিন

যেহেতু একাদশ শ্রেণীর পরীক্ষা উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন অনুযায়ী হবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে দিনের প্রথম অর্ধাংশে ও একাদশ শ্রেণীর পরীক্ষা হবে দিনের দ্বিতীয় অর্ধাংশে। তাই এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিনটি উপরের লিঙ্কে ক্লিক করে দেখে নাও কারণ এই রুটিন অনুযায়ী একাদশের পরীক্ষা হবে। পরবর্তী সকল প্রকার আপডেটের জন্য সংসদের অফিসিয়াল ওয়েবসাইট https://wbchse.wb.gov.in/ তে নজর রাখো এবং আমাদের সঙ্গে যুক্ত থাকো।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram