সুবর্ণ জয়ন্তী উপলক্ষে উচ্চ মাধ্যমিক সংসদে “বসে আঁকো প্রতিযোগিতা” কিভাবে অংশগ্রহণ জেনে নিন

WBCHSE Golden Jubilee Sit and Draw Competition 2024

WBCHSE Golden Jubilee Sit and Draw Competition 2024: পশ্চিমবঙ্গ জুড়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে পাঠরত শিক্ষক-শিক্ষিকা মহাশয়, অভিভাবক এবং ছাত্রছাত্রীদের জন্য আজকের এই বিশেষ খবর। পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা সংসদের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে চলতি শিক্ষা বর্ষে অর্থাৎ ২০২৪-২৫ সালে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে উচ্চমাধ্যমিকে পাঠরত অর্থাৎ একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। কিভাবে ছাত্র-ছাত্রীরা নাম দিতে পারবে? পুরস্কার কি রয়েছে? ড্রয়িং এর নিয়ম তার পাশাপাশি সমস্ত কিছু বিস্তারিত আজকের প্রতিবেদনে।

   

সুবর্ণ জয়ন্তীতে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে বসে আঁকো প্রতিযোগিতা

পড়াশোনার পাশাপাশি অন্যান্য শিক্ষা সংক্রান্ত কাজকর্মে শিক্ষার্থীদের আগ্রহ জাগাতে উচ্চ মাধ্যমিক কাউন্সিলের এই সিদ্ধান্ত। পাশাপাশি কাউন্সিলের তরফ থেকে পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হচ্ছে।

উচ্চ মাধ্যমিক কাউন্সিলের তরফ থেকে পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের থেকে একটি করে ছাত্র বা ছাত্রীর ছবি কাউন্সিলের রিজিওনাল অফিসে পাঠাতে হবে

কিভাবে প্রতিযোগিতা হবে?

প্রথম পর্যায়ে, স্কুল গুলির মধ্যেই একটি বসে আঁকো প্রতিযোগিতা করা হবে এবং সেগুলি স্কুল নির্ধারণ করবে, সেখান থেকে সেরা ছাত্র-ছাত্রীদের ছবির একজনকে পুরস্কৃত করা এবং তার আঁকা ছবি সরাসরি বা পোস্টের মাধ্যমে সংশ্লিষ্ট জেলার কাউন্সিল অফিসে পাঠিয়ে দিতে হবে। এরপর কাউন্সিলের সিদ্ধান্ত বাঞ্ছনীয়। ১ ই সেপ্টেম্বর ২০২৪ তারিখে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে

WBCHSE Golden Jubilee Sit and Draw Competition Rules: বসে আঁকো প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ নিয়মাবলী

কোন নির্দিষ্ট বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের এই বসে আঁকো প্রতিযোগিতাতে অনেক কটা নিয়ম নির্দিষ্ট করা হয়েছে, পোস্টের শেষে আপনারা অফিসিয়াল বিজ্ঞপ্তিটির পিডিএফ পেয়ে যাবেন সেখান থেকে নিজেরা আরো একবার ভালো করে দেখে নেবেন

আরো পড়ুন: টিউশনি করলেই চাকরি বাতিল! শিক্ষকদের কড়া নির্দেশিকা দিল শিক্ষা সংসদ, দেখে নিন

  1. প্রত্যেকটি ছবি আঁকা অবশ্যই জল রঙে করতে হবে।
  2. প্রত্যেকটি আকার আকৃতি অবশ্যই চৌকাকৃতির আর্ট (Quarter Imperial Size Art Sheet) করতে হবে।
  3. ছবি আঁকার পৃষ্ঠায় কোনরকম ভাজ থাকা চলবে না।
  4. আকার বিষয়বস্তুর পেছনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অফিসিয়াল স্ট্যাম্প এবং প্রধান শিক্ষক-শিক্ষিকার স্বাক্ষর দিয়ে কাউন্সিলে পাঠাতে হবে।
  5. নির্বাচিত আঁকার পৃষ্ঠার পেছনে ছাত্র বা ছাত্রীর নাম, কোন শ্রেণীতে পড়ে, বিদ্যালয়ের নাম, সংশ্লিষ্ট জেলার নাম এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষের ফোন নাম্বার লিখে পাঠাতে হবে।
অঙ্কনের থিম বা বিষয়বন্যপ্রাণী সংরক্ষণ, জল সংরক্ষণ, মহিলাদের ক্ষমতায়ন
অঙ্কন কাউন্সিলে পাঠানোর শেষ তারিখ৯ই আগস্ট ২০২৪ (09.08.2024)

দেখে নিন: এবার পড়াশোনাতে ‘PEN’ নাম্বার! জানুন কি এই ‘PEN’, কি কি কি সুবিধা ও কাজে লাগবে

অর্থাৎ স্কুলগুলিকে এই সপ্তাহের মধ্যেই সমস্ত কাজ সম্পন্ন করে আঁকা ফাইনাল এবং ছাত্রছাত্রীকে নির্বাচিত করতে হবে। নির্দিষ্ট তারিখের পরে কোন আঁকার নমুনা জমা নেওয়া হবে না। সমস্ত কিছু বিস্তারিত সংসদের নোটিশ টা পড়ে নেবেন –

গোল্ডেন জুবিলী ও উচ্চ মাধ্যমিক কাউন্সিলের বসে আঁকো প্রতিযোগিতা নোটিশ
Memo No: L/PR/298/2024
DATE: 31/0712024
Download PDF Notice

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram