পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ খবর! WBCHSE থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে এডমিট কার্ড তা তোমাদের কবে দেওয়া হবে এই বিষয়ে তারিখ ঘোষণা করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ! কবে পাবে? কোথায় পাবে? তার সাথে পরীক্ষার সময়সূচি ও তারিখ সবকিছুই আজকের পোস্টে বিস্তারিত তুলে ধরা হলো।
HS Admit Card 2025: মাধ্যমিকের এডমিট কবে দেবে? তারিখ জানালো সংসদ
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে জানিয়েছে যে, আগামী ৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টা (10:30) থেকে স্কুলগুলিতে এডমিট কার্ড পৌঁছে যাবে, বা স্কুলগুলিকে সংগ্রহ করে নিতে হবে।
নির্ধারিত তারিখে সংসদের জেলাভিত্তিক রিজিয়ান্যাল অফিসে গিয়ে সকাল সাড়ে ১০টা (10:30) থেকে থেকে স্কুলগুলিকে এই এডমিট কার্ড সংগ্রহ করতে হবে। তারপরে সমস্ত ছাত্র-ছাত্রীকে তাদের স্কুল থেকে এই অ্যাডমিট কার্ড বিতরণ করে দেওয়া হবে।
কেন এডমিট কার্ড গুরুত্বপূর্ণ?
এডমিট কার্ড পরীক্ষা কেন্দ্র, পরীক্ষার সময়সূচি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য জানার একমাত্র মাধ্যম। তাই, এডমিট কার্ড নিজের কাছে সুরক্ষিত রাখা জরুরি। এছাড়াও কোন কারনে এডমিট কার্ড হারিয়ে গেলে তোমাদের পরীক্ষায় বসার ক্ষেত্রে একটা বিরাট বড় অসুবিধা হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই তোমরা এডমিট কার্ডটিকে কয়েক কপি জেরক্স করিয়ে নেবে।
পরীক্ষার সময়সূচি ও অফিসিয়াল নোটিশ (HS 2025 Exam Schedule)
তোমাদের পরীক্ষার রুটিন আগেই দিয়ে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও তোমাদের রিমাইন্ডার হিসেবে নিচে তোমাদের পরীক্ষা শুরু এবং শেষের তারিখ ও পরীক্ষা সময় জানিয়ে দেওয়া হল:
বিষয় | বিস্তারিত |
---|---|
পরীক্ষার তারিখ | ৩ মার্চ থেকে ১৮ মার্চ |
পরীক্ষার সময় | সকাল ১০টা থেকে দুপুর ১টা (বেশিরভাগ বিষয়ের জন্য) |
বিশেষ বিষয় | হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, ভিস্যুয়াল আর্টস, মিউজিক এর মত বিভিন্ন ভোকেশনাল বিষয়ের পরীক্ষা দু’ঘন্টার। |
উচ্চ মাধ্যমিক এডমিট কার্ড সংক্রান্ত নোটিশ No. L/PR/019/2025 Date: 20/01/2025 | Download PDF |
উচ্চমাধ্যমিক ২০২৫ সাজেশন | Click Here |
উচ্চমাধ্যমিক 2025 প্রস্তুতি এবং শেষ মুহূর্তের সাজেশন নোট জন্য আমাদের “টার্গেট” whatsapp গ্রুপ জয়েন করতে পারো: Join Now ↗
রুটিন লিংক: HS Exam Routine 2025: উচ্চমাধ্যমিক পরীক্ষার রুটিন 2025! অফিশিয়াল pdf সংগ্রহ করে নাও
আরো কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
- ২০২৫ সালে শেষবারের মতো উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে।
- ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সিমেস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে।
সুতরাং, তোমরা সকলেই এডমিট কার্ড সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নিও। তোমাদের সকলের পরীক্ষাতে ভালো রেজাল্টের জন্য শুভকামনা রইল!
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »