নতুন সেমিস্টার সিস্টেমে উচ্চমাধ্যমিকে একাধিকবার সিলেবাসে বদল এনেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)! সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকা মহাশয়েরাও অনেকটাই বিভ্রান্তিতে পড়ছেন।
কিন্তু চিন্তার কোন বিষয় নেই একদম লেটেস্ট সিলেবাস অনুযায়ী যে যে পাঠ্যাংশগুলি ইংরেজিতে রয়েছে (English B Second Language) সেগুলো নিয়েই আপনাদের জন্য বই তৈরি করে পিডিএফ শেয়ার করা হলো।
WBCHSE Class 12 3rd Semester HS English TextBook: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার ইংরেজি বই
স্কুলের তরফ থেকে এই বইটি ছাত্রছাত্রীদের দেওয়া হবে তাই যখন ছাত্রছাত্রীরা সেই বই পেয়ে যাবে সেটাই ফলো করে পড়াশোনা করবে এবং তার আগে পর্যন্ত পড়াশোনা শুরু করতে আমাদের তৈরি পাঠ্য বই কপি পড়াশোনা শুরু করতে চালিয়ে যেতে পারবে।
Topic/Segment | Marks |
---|---|
PROSE | 10 |
VERSE | 10 |
DRAMA | 5 |
Textual Grammer | 5 |
Reading Comprehension (UNSEEN) | 10 |
নতুন প্রশ্ন প্যাটার্নে তৃতীয় সেমিস্টারের শুধুমাত্র মাল্টিপিল চয়েস MCQ প্রশ্ন হবে তাই অবশ্যই পাঠগুলি যথেষ্ট খুটিয়ে পড়তে হবে, মানে বুঝে পড়তে হবে।
HS Class 12 3rd Semester English Text Book (Updated Syllabus) PDF Download
প্রথম থেকেই ধরে পড়ার চেষ্টা করবে গ্রামার এবং ভোকাবুলারিতে বেশি ফোকাস করবে, কারণ অনেকটা নম্বর এখানটাতে থাকবে।
উচ্চ মাধ্যমিক সংসদের দ্বাদশ শ্রেণি (তৃতীয় সেমিস্টার) English Textbook PDF (New Syllabus Semester) Latest Updated | 4 MB |
↓ DOWNLOAD PDF | ✅️ |
পড়াশোনার জন্য, নোটস পেতে Whatsapp Special Group অবশ্যই জয়েন করবে | Join → |
তোমাদের সেমিস্টারের প্রস্তুতি, মক টেস্ট, প্র্যাকটিস MCQ জন্য অবশ্যই EduTips App – বিনামূল্যে কোর্সে জয়েন করতে পারো।
সংগ্রহ করবে: Class 12 HS 3rd Semester Bengali Book PDF: উচ্চমাধ্যমিক তৃতীয় সেমিস্টার বাংলা বই
নতুন সিলেবাস এবং সেমিস্টার সিস্টেমের মাধ্যমে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের সর্বত্রভাবে আমরা সহায়তা করার জন্য পাশে রয়েছি।
আমাদের হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -
আরও আপডেট »