WBCHSE Exam Rules: উচ্চমাধ‍্যমিক পরীক্ষায় বড়সড় পরিবর্তন! নতুন নিয়ম জেনে রাখুন, নয়তো বিপদে পড়বেন

WBCHSE 2024 Higher Secondary New exam Rules Notification for Students

West Bengal Council of Higher Secondary Education, উচ্চমাধ‍্যমিক পরীক্ষার আর কিছু দিনের তফাৎ। মাধ‍্যমিকের গন্ডি পেরিয়ে জীবনের দ্বিতীয় পরীক্ষার ধাপ উচ্চমাধ‍্যমিকের জন‍্য প্রস্তুতি নিতে ব‍্যস্ত সকল ছাত্রছাত্রীরা। তবে চলতি বছরের উচ্চমাধ‍্যমিক পরীক্ষায় উচ্চমাধ‍্যমিক সাংসদের তরফ থেকে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনতে চলেছে। এক নজরে দেখে নিন কী কী নিয়মের বদল হতে চলেছে

   

WBCHSE 12th HS Exam: উচ্চমাধ‍্যমিকে নিয়মের পরিবর্তন

লোকসভা ভোট থাকায় অন‍্যান‍্য বছরের ন‍্যায় এবছরে অবশ‍্য মার্চ বা এপ্রিলে পরীক্ষা হবে না, পরীক্ষার তারিখ এগিয়ে আনা হয়েছে ফেব্রুয়ারিতে। আর সম্পূর্ণ পরীক্ষা ব‍্যবস্থাকে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে উচ্চমাধ‍্যমিক সাংসদ একগুচ্ছ নিয়মের পরিবর্তন করেছে। ফল প্রকাশ দ্রুততর করার জন‍্য ব‍্যবহার করা হবে অনলাইন প্রযুক্তি।

পরীক্ষার আপডেটপশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক পরীক্ষা ২০২৪
সংসদ/বোর্ডWBCHSE
আপডেটপরীক্ষায় স্মার্টফোন, স্মার্টওয়াচ, হাত ঘড়ি ব্যবহার নিষিদ্ধ সহ প্রাক্টিক্যাল ও লিখিত পরীক্ষার নিয়ম

পাশাপাশি অসাধু উপায় ও নকলের ব‍্যবহার ঠেকাতেও কড়া পদক্ষেপ নিচ্ছে সাংসদ। আগে অবশ্য মোবাইলের ব‍্যবহার নিষেধ থাকলেও চলতি বছর থেকে নিষিদ্ধ করা হচ্ছে স্মার্টওয়াচ সহ সমস্ত রকম ঘড়ির ব‍্যবহার (Watch Not Allowed in Exam Hall)।

এবিষয়ে মালদহে একটি উচ্চমাধ‍্যমিক সংক্রান্ত একটি প্রস্তুতি বৈঠকে এরকমই ঘোষনা করেছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Prof Chiranjib Bhattacharjee)। মালদা টাউনে উচ্চমাধ‍্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত শিক্ষক শিক্ষিকা ও পুলিশ – প্রশাসন নিয়ে মিলিত বৈঠকে এই সিদ্ধান্ত জারি হয়েছে। অন‍্যদিকে লোকসভা ভোট থাকায় উচ্চমাধ‍্যমিক পরীক্ষার তারিখ এগিয়ে তা ১৬ – ২৯ শে ফেব্রুয়ারী মধ‍্যে সম্পন্ন করতে হবে

Download করে রাখুন: উচ্চ মাধ্যমিক ২০২৪ পরীক্ষার রুটিন (WBCHSE Routine 2024 PDF)

উচ্চমাধ‍্যমিক পরীক্ষার নির্ধারিত সময় (প্রাক্টিক্যাল ও লিখিত পেপার)

পাশাপাশি পরিবর্তন করা হয়েছে পরীক্ষার চিরাচরিত সময়।

  • এবারে পরীক্ষা দুপূর বারোটা থেকে শুরু হবে ও দুপুর সোয়া তিনটে অবধি পরীক্ষা চলবে।
  • অবশ্যই তার আগে ডিসেম্বর মাসেই শুরু হয়ে যাবে সম্ভাব‍্য প্র‍্যাকটিকাল পরীক্ষা (Practical Exam)।

এদিন সংশ্লিষ্ট সাংসদের সভাপতি আরও জানান, ছাত্রছাত্রীদের প্রাপ্ত প‍্র‍্যাকটিকাল পরীক্ষার নম্বর উত্তরপত্র মূল‍্যায়নের পর পরই অনলাইন পোর্টালে আপলোড করে দেওয়া হবে। তাহলে ফল প্রকাশের সম্ভাব‍্য তারিখ অনেকটাই কমিয়ে আনা যাবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি টাকার নোটের মতই পরীক্ষার খাতাতেও থাকবে সিরিয়াল নম্বর, প্রতিটি প্রশ্ন করতে এই ইউনিক কোডের মাধ্যমেই প্রশ্নপত্র ফাঁস হবে না আর। ফলে এতে পরীক্ষার খাতাপত্রেরও সুরক্ষা নিশ্চিত হবে বলে ধারনা করা হচ্ছে।

সংসদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পরীক্ষার নিয়মের পিডিএফ ডাউনলোড করুন: WBCHSE Examination Regulation

অবশ্যই পড়ে রাখুন: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক প্রশ্ন ফাঁস রুখতে ‘ইউনিক-কোড’ সিস্টেম চালু শিক্ষা দপ্তরের! না জানলে পড়বেন বিপদে

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram