WBCHSE: উচ্চমাধ্যমিক বাংলা বইয়ে নতুন পাঠ্য সংস্করণ, নোটিশ সহ PDF দিল সংসদ! ডাউনলোড করে দেখে নিন

WBCHSE Bengali textbook new Chapter Edition HS semester 2024

পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বাংলা ইংরেজি সহ পাঠ্যপুস্তকগুলি বিনামূল্যে দেওয়া হয়ে থাকে। এ বছরও উচ্চ মাধ্যমিকের নতুন সেমিস্টার সিস্টেমে (HS new Semester Syatem Textbook ) ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ করা হয়ে গিয়েছিল। কিন্তু গতকাল ৩১ শে জুলাই সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দিয়ে পাঠ্যপুস্তক সংস্করণ এবং তার ই-বুক কপি দেওয়া হয়েছে। সমস্ত কিছু জানতে বিস্তারিত প্রতিবেদন পড়তে হবে।

   

একাদশে বাংলা ‘আজব শহর কলকেতা’ পাঠ্য সংস্করণ, সংসদের বিজ্ঞপ্তি

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে–এর বিজ্ঞপ্তি তে বলা হয়েছে যে, সংসদ কর্তৃক একাদশ শ্রেণীর যে বাংলা ক (A Text Book Of Bengali A) পাঠ্য বইটি দেওয়া হয়েছিল তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ ‘পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ’ সেখানে সৈয়দ মুজতবা আলি-র রচিত ‘পঞ্চতন্ত্র’ গ্রন্থ থেকে চারটি গল্প দেওয়া হয়েছে। যার মধ্যে একটি গল্প ‘আজব শহর কলকেতা’, এই গল্পটির কিছুটা অংশ কোনো কারণবশত বাদ চলে গেছে

সংসদের নোটিশেই বলে দেওয়া হয়েছে যে, তোমরা সংসদের নিজস্ব ওয়েবসাইট www.wbchse.wb.gov.in -এ গিয়ে সাইটটির নিচের দিকে ডাউনলোড সেন্টার (Download Centre) অপশনে ক্লিক করে সেখান থেকে এই গল্পের পিডিএফ টা ডাউনলোড করে নিতে পারো।

গল্পটির পিডিএফ ডাউনলোড (PDF Download)

আমাদেরই ওয়েবসাইটে নিচের দিকে তোমাদের সুবিধার জন্য আমরা আমাদের তৈরি পিডিএফ টা দিয়ে দেওয়া রইল। তোমরা চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারো।

আরো দেখো: উচ্চ মাধ্যমিক সেমিস্টারের MCQ পরীক্ষার সময় কত? দেখে নাও

বিশেষ বার্তা: এটি ছাত্রছাত্রীদের প্রথম সেমিস্টারের নেই, এটা দ্বিতীয় সেমিস্টারের সিলেবাসের অন্তর্গত। তাই এখন তোমাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা ভালোভাবে তোমরা দিতে পারবে

গল্প ‘আজব শহর কলকেতা‘. সৈয়দ মুজতবা আলিDownload PDF E-Book
পাঠ্যপুস্তক সংযোজন সংক্রান্ত পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিView Notice

দেখে নাও: HS Semester I Routine 2024 (PDF) উচ্চমাধ্যমিক প্রথম সেমিস্টার পরীক্ষার রুটিন, কবে কোন পরীক্ষা

তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার ছিল, অবশ্যই এটা সমস্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে ছড়িয়ে দাও যাতে লেটেস্ট আপডেট সবার কাছে পৌঁছে দেয় এবং সবাই এই পাঠ্য হিসাবে পড়াশোনা করে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় সর্বতোভাবে সহযোগিতা করার জন্য এডুটিপস (EduTips Bangla) পাশে রয়েছে।

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram