WBCHSE Semester Result Marks: একেবারেই আপলোড হবে রেজাল্ট! উচ্চ মাধ্যমিক সেমিস্টারে নতুন আপডেট

Arpita Paul

Published on:

WBCHSE Semester Marks Upload Result

আজকের প্রতিবেদনের মূল বিষয় নতুন উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ঘিরে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ বছর থেকেই উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা (Semester System Exam) পদ্ধতি চালু হয়েছে। অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমিস্টার নেওয়া হবে এবং তার ভিত্তিতেই ফলাফল ঘোষণা করা হবে, তবে সেমিস্টার ভিত্তিতে নয়া পরিবর্তন আনল পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ

সেমিস্টার পরীক্ষার রেজাল্ট এবং নম্বর (HS Semester Result) নিয়ে সংসদের নির্দেশ

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে একাদশ শ্রেণীর দুটি সেমিস্টারের ফলাফল বছরে দুবার নয় একেবারেই আপলোড এবং তথ্য জমা করতে হবে। পর্ষদের সিদ্ধান্তই বছরে দুইবার ফলাফলের পরিপ্রেক্ষিত পরিবর্তন করে একেবারেই দুটি সেমিস্টারের ফলাফল একেবারে প্রকাশের ঘোষণা জারি হয়েছে। এর ফলে সময় তুলনামূলক কম নষ্ট হবে এবং ভুলত্রুটি আগে তুলনায় অনেকটাই কম থাকবে।

পাশাপাশি নোটিশ জারি করা হয় যেখানে বলা হয় একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে যদি কোন ছাত্র-ছাত্রী অকৃতকার্য হয় বা পরীক্ষায় বসতে না পারে সে ক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীর যাবতীয় তথ্য সংশ্লিষ্ট স্কুলের তরফ থেকে শিক্ষা পর্ষদে পাঠাতে হবে

তবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় হিসাবে সেই ছাত্র বা ছাত্রী দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষায় বসার সুযোগ পাবেন এবং সেই পরীক্ষায় পাস কিংবা ফেল করলে সে ক্ষেত্রেও তথ্য শিক্ষা সংসদকে জানাতে হবে।

তাহলে কি প্রথম সেমিস্টারের রেজাল্ট বেরোবে না? (1st Semester Result)

এরকম বিষয়টা তা নয়, যেহেতু স্কুলগুলির হাতে প্রথম সেমিস্টারের খাতা দেখার দায়িত্ব রয়েছে, তাই স্কুল গুলি চাইলে ছাত্র-ছাত্রীদের সেই নম্বর অবশ্যই প্রকাশ করতে পারেতবে কাউন্সিলে জমা হবে না, একেবারে দুটো সেমিস্টারের পরীক্ষা হওয়ার পরেই সেই নম্বর কাউন্সিলের কাছে যাবে

অবশ্যই দেখবে: HS Semester Supplementary Exam: একাদশ ও দ্বাদশ সাপ্লি পরীক্ষা, সেমিস্টারে ফেল? নিয়ম দেখে নাও

স্কুলগুলির তরফ থেকে কি জানানো হচ্ছে?

উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলি সংসদের এই সিদ্ধান্তে সমালোচনা জানিয়েছে কেননা প্রথম থেকেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলে দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষার ফলাফল ঘোষণায় অতটাও চাপ উৎপন্ন হবে না। এছাড়াও যে সকল ছাত্র-ছাত্রীরা প্রথম সেমিস্টার পরীক্ষায় বসতে পারেনি কিংবা পরীক্ষা দেয় নি তারা দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা দিলে সেক্ষেত্রে প্রথম সেমিস্টারের নাম্বার অসম্পূর্ণ থেকেই যাচ্ছে।

উচ্চ মাধ্যমিক কাউন্সিলের নোটিশ অনুসারে সেপ্টেম্বর মাসের 30 তারিখের মধ্যে প্রথম সেমিস্টার পরীক্ষা সম্পন্ন হয়ে গিয়েছে এবং একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা নেওয়া হবে আগামী বছরের মার্চ মাসে।ফলাফল ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে ১৪ই এপ্রিল ২০২৫। একেবারেই দুটো সেমিস্টারের ফলাফল ঘোষণা করলে খাটনি পরিমান আগের তুলনায় অনেকটাই কমে যাচ্ছে।

নম্বর আপলোড জমা সংক্রান্ত WBCHSE বিজ্ঞপ্তি
No. L/PR/379/2024
Download PDF
উচ্চমাধ্যমিক সংসদের অফিসিয়াল ওয়েবসাইটwbchse.wb.gov.in

পরবর্তী পড়ুন: WBCHSE HS Semester Pattern (1st, 2nd, 3rd, 4th): সেমিস্টার প্যাটার্ন, পরীক্ষা, প্রশ্ন ও পাশের সমস্ত তথ্য!

তবে এর পাশাপাশি উচ্চমাধ্যমিক কাউন্সিলের তরফ থেকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে তা হলো, সোমবার থেকে শুক্রবার অফিস টাইম এর মধ্যে যেকোনো উচ্চমাধ্যমিক স্কুলের প্রতিনিধিরা পর্ষদের সভাপতি এবার সচিবের সঙ্গে দেখা করতে পারবেন

আমাদের হোয়াটসঅ্যাপটেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন -

Join Group

Telegram